নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

এভারগ্রিন শুভ – সাদিয়া

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

বাংলাদেশী বাবা – মায়েরা ছেলেদের যেই নামটা সবচাইতে বেশি রাখে তা হলো শুভ আর মেয়েদের যেই নামটা সবচাইতে বেশি রাখে তা হলো সাদিয়া। আমার মনে হয় এমন কাউকে খুজে পাওয়া যাবে না যে শুভ - সাদিয়া নামের কাউকে চিনেনা। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, অফিসে, বন্ধু সার্কেলে, আত্মীয়ের মাঝে, পাশের বাড়ীতে কিংবা টিভি’র পর্দায় এই নামদ্বয়ের কেউ না কেউ থাকবেই। প্রত্যেকের আশেপাশে একটা করে হলেও শুভ – সাদিয়া নামের কেউ থাকে। শুভ - সাদিয়া নামের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এরা সময়ের সাথে তাল মিলিয়ে সব যুগেই আধুনিক। পুরাতন যুগের অনেক নাম আধুনিক যুগে হারিয়ে গেলেও শুভ – সাদিয়া কখনই হারাইনি। বাংলাদেশের এভারগ্রিন নাম বলতে এই নামদ্বয়কে বলা যেতে পারে। বয়স্ক মানুষের নাম যেমন হয় শুভ – সাদিয়া আবার আজকে যে পৃথিবীর আলো দেখলো তার নামও রাখা হয় শুভ – সাদিয়া। ধনীর সন্তান হোক কিংবা গরীবের সন্তান... শুভ – সাদিয়া নামদ্বয় সমাজের সকল শ্রেণীতেই জনপ্রিয়।

সৌভাগ্যক্রমে আমি এক ডজনের বেশি শুভ – সাদিয়া নামের মানুষ চিনি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি শুভ নামের ছেলেরা হয় ভীষণ দুষ্ট আর সাদিয়া নামের মেয়েরা হয় সুন্দরী।

যাইহোক... সকল যুগে, সকল কালে, সকল স্তরে জয় হোক শুভ – সাদিয়া’র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.