নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

ভাগ্য

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

দিনশেষে আমরা সবাই ভাগ্যকে মেনে নেই। খুব বেশি করে যাকে চেয়েছে ছেলেটি কিংবা মেয়েটি তাকে না পাবার পরে স্বীকার করেই নেই, সেতো আমার ভাগ্যে নেই। তবে কেউ কেউ তো বলে, ভাগ্য নাকি আমারা নিজেরাই গড়ে নেই। আবার কেউ বলে, মানুষ নিজেই তার ভাগ্যের স্রষ্টা। এইসবই তাহলে মিথ্যা কথা।

প্রকৃতপক্ষে ভাগ্যে না থাকলে কিছুই হয়না। যখন ভাগ্যে থাকে তখন চেষ্টাগুলো, পরিশ্রমগুলো তার সাথে গুন হতে থাকে। শুন্যের সাথে যা কিছুই গুন করার হোক… ফলাফল যেমন শূন্য হবে, ঠিক তেমনি ভাগ্যে না থাকেলে যতোই চেষ্টা, পরিশ্রম, সাধনা কিংবা প্রার্থনা করা হোক না কেন… ফলাফল শূন্য হবে। কেউ আছে সারা বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে কারো মন পায়না… আবার কেউ উড়ে এসে জুড়ে বসে কিছুদিনের পরিচয়ে সব পেয়ে যায়। এইসবই ভাগ্যের লীলাখেলা।

হতাশ হবার কিছু নেই। মুখে হাসি নিয়ে ভাগ্যের এই লীলাখেলার সাথে আপোষ করতে হয়। কারণ দিনশেষে তোমাকে এই ভাগ্যনিয়েই এগিয়ে যেতে হবে। হয়তো পথে এমন কারো দেখা পেয়ে যেতে পারো যে কিনা তোমার ভাগ্যের সাথে তার নিজের ভাগ্যকে গুন করতে চায়। তখন আর যাই হোক, নিশ্চিন্ত থাকো ফলাফল শূন্য হবেনা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪২

ওমেরা বলেছেন: ভাগ্যে যা আছে তাই পাব বিস্বাস রেখে চেষ্টা করতে হবে । ধন্যবাদ

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৮

কানিজ রিনা বলেছেন: আমি ভাগ্যকে বিশ্বাস করিনা, দুর্বল লোক
ভাগ্য বিশ্বাস করে। আরও দুর্বল হয়ে পরে।
যেমন জুরি মিলানর ক্ষেত্রে কিছুটা তকদির
কাজ করে। এটা আল্লহ্ প্রদত্ব আমি যতই
ভাল ছেলের হাত ধরিনা কেন আল্লাহ আমার
তগদির যদি খারাপ লিখে থাকে সেটাই ঘটবে।
আসলে আমি বুঝি আমার তগদির আমি
নিজেই খারাপ করেছি, সব সময় ভাবি কেন
এমন একটি ছেলে হাত ধরলাম তার জিবনটা
শুধু মিথ্যা দিয়ে ভরা ছিল তার মিথ্যা প্ররোচনা আমি নিজেও মিথ্যার সাথে আপস
করেছি কারন তখন আমি এক সন্তানের মা
হয়েগেছি। তবুও আমার বিশ্বাস ছিল ভুলত
মানুষই করে। তাই নিজের বিশ্বাসটাকে আকড়ে ধরে তার সাথে অতিক্রম করেছি
দুই যুগ মেয়ে ছেলে বড় হওয়ার অপেক্ষা
ওরা বড় হতে থাকল, অথচ লোকটা আরও
উচ্ছৃংখ হল। আমি বিশ্বাস হাড়ালাম। শুধু
ছেলে মেয়েকে বাঁচানর জন্য এখন তার
থেকে আলাদা হয়েছি। তাহলে এখন বলুন
আমি আমার তকদির নিজেই গড়েছি।
হয়ত বাবা মা আমাকে বিয়ে দিলে এমনটা
হতনা। তবে আমরা মানুষ তকদির নিয়তি
ভাগ্য যাই বলুন আল্লাহ্ ভাগ্য লিখে নাই
এটা একটা শান্তনা।
আমি নিয়তী বিশ্বাস্ করি ছোট বাবা মারা
যাওয়ার পরে। হয়ত মৃত্যু কারো হাতে থাকেনা
তাই নিয়তি বলে মেনে নেই।
বিশ্বাস সততা আর পরিশ্রম জীবনের মোর
ঘুরাতে সক্ষম সেখানে আল্লাহ্ সহায়তা করে।
ধন্যবাদ

৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০২

অতঃপর হৃদয় বলেছেন: ভাগ্য পরিশ্রম দিয়ে পরিবর্তন করা যায়। মানুষের দোয়া+ পরিশ্রম= সফলতা; এর একটি থাকলে আর একটি না থাকলে আপনি সফলতা পাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.