নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবার যখন দেহ থেকে বা’র হ’য়ে যাব আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে। কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে”

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল

স্পন্দিত রক্ত

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল › বিস্তারিত পোস্টঃ

মনের নিষিদ্ধ উক্তি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

যে মত, যে পথ , যেই চিন্তাগুলো
নিয়ে ছুটে চলেছি আমি বারেবারে ,
সেইগুলো কি আমার জানি না আমি
থমকে দাঁড়ায় ভাবি বারে বারে। ।

দন্দে দন্দে ভরে ওঠে মন
পাই না খুজে ভালো উত্তর
বারবার দিশা হারায় ,অজানায় হারাতে চাই
পাই না খুজে সীমা গন্ধ ।।

যে মন, খুজে পায়, বাবেবার দূরে যায়
মানতে নিরন্তর ছুটে চলেছি আমি বারেবারে
দূরে যায় , দূরে যায়
হারানোর দিন গুলি ভয় পাই , ভয় পাই

গন্ধ গুলো আজ দন্দ বাঁধিয়ে চলে
যা হবার তাই হবে
ভেবে আগায় বারেবারে
সেই ভাবনা জাগায় দন্দ
মানতে চাইলে মানা যাই না
করতে চাইলে করা যায় না ।।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল বলেছেন: ধন্যবাদ , ভাইজান। পড়ার পাশাপাশি মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.