নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবার যখন দেহ থেকে বা’র হ’য়ে যাব আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে। কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে”

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল

স্পন্দিত রক্ত

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল › বিস্তারিত পোস্টঃ

কঠিন বাস্তবতা

২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

হে কঠিন বাস্তবতা ,
আমাকে শেখাও!
হে কঠিন বাস্তবতা,
আমাকে মিশিয়ে ফেলো তোমার ধূসরিত স্নিগ্ধতাই
তোমার নির্লিপ্ত বারিধারা বর্ষণে শুভ্র হৃদয়ের স্নিগ্ধ তনু
হুদ্ভুকায়িত করে দাও।

ওহ কঠিন বাস্তবতা ,
লুকিয়ে ফেলো তোমার খুব একান্তেই
বোধগম্য করতে সাহায্য করো
মুখোশ পরিহিত ভদ্র ধোঁকাবাজদের ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


এই ছবি কোথায় পেলেন? সভ্যতার এই সময়েও মানুষ বন্চিত হচ্ছে!

২| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল বলেছেন: আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বলে যে, এই ছবিটি কোন বাস্তব ঘটনা থেকে নেওয়া হয় নি ।মূলত একটা প্রদর্শনী চলা কালে এটি তোলা। বাস্তবতার নির্মমতাকে বোঝাতে গিয়ে এই ছবিটি দিয়ে ফেল্লাম। ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

কানিজ রিনা বলেছেন: কঠিন বাস্তবতা চোর যখন চুরি করতে
আল্লাহর নাম বেশী জপে তাই কঠিন
বাস্তবতা।

৪| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: কঠিন বাস্তবতা হলো চোখের সামনে ন্যায় বিলীন হয়ে যাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.