নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঝড়ের তান্ডবে লন্ডভন্ড গণভবনের সামনের বড় বড় গাছ

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

গতকাল সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড়ের তান্ডব। গনভবনের সামনে থেকে ছবি তোলা হয়েছে। গণভবনের সামনে বড় বড় গাছ গুলো ভেঙ্গে পড়েছে। শুধু গণভবনের সামনে গাছ ভেঙ্গে পড়েছে তা নয়। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। অল্প বাতাসে গাছ গুলো ভেঙ্গে পড়েছে। এমন গাছ রাস্তার দুই পাশে থাকলে যেকোন সময় ঘটে যেতে পারে অনাঙ্খিত দুর্ঘটনা । ঢাকা শহরের রাস্তার দুই পাশে যে পরিমান বড় বড় গাছ রয়েছে তার তুলনায় মাটির ধারণ ক্ষমতা খুবই কম। রাস্তার দুই পাশের মাটি ধুসর টাইপে তাই মাটির ক্ষমতা খুবই কম। যে কারনে একটু বাতাসে বড় বড় গাছ শিকড়সহ উল্টে পড়েছে। শহরের রাস্তার দুই পাশের বড় বড় গাছ কেটে নতুন করে গাছ লাগালে শহরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, আমরা ও মুক্তি পাবো দুর্ঘটনা থেকে।













মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দুঃসংবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩

কামরুননাহার কলি বলেছেন: আমিও এগুলো দেখেছি গনভবনের সামনে। দেখে তো খুবই খারাপ লেগেছে। কেউ কেউ আবার বলেছে যে গুলোতো কেটেই ফেলবে মেট্রোরেলের জন্য, তাই আগের থেকে পড়ে গেছে ভালোই হয়েছে। হয়তো তারা ঠিকই বলেছে। আমাদের দেশ থেকে আস্তে আস্তে আসল পরিবেশটাই উঠে যাবেন এখন।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

সোহেল চৌধুরী বলেছেন: ঝড়ের পরপর আমি গণভবনের সামনে যাই। এমন দৃশ্য দেখে আমি হতবাক হয়েছিলাম। অন্ধ্যকারের মধ্যে ছবিগুলো ভালো আসে নাই।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

তারেক_মাহমুদ বলেছেন: কাল ঝড়ের সময় বাসের মধ্যে ছিলাম হাড়ে হাড়ে বুঝছি ঝড় কাকে বলে।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

সোহেল চৌধুরী বলেছেন: হাড়ে হাড়ে বুঝতে পারছেন ঝড় কাকে বলে? কত প্রকার কি কি?

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: আমার ধারনা গেল সন্ধ্যার ঝড় ১২০ কিলোতে আঘাত হেনেছে । আমি দুটো দমকা হাওয়ার আঘাতে নিশ্চিত হলাম আমার রুমে বসেই। ঢাকার ধানমণ্ডি ও পশ্চিম ধানমণ্ডির রাস্তার দুপাশের হেলে পড়া গাছ গুলো আছে কি নেই জানিনে তবে ওগুলো একটা ভীতি জাগিয়ে তুলত চলাফেরার সময়ে । টাকা পয়সার শ্রাদ্ধ করেছে সবাই এই গাছ লাগিয়ে যার গোঁড়ায় মাটিই নেই তার ওপর মরনের হাতছানি । ধিক !!

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

টারজান০০০০৭ বলেছেন: এখন আর কান্দিয়া লাভ কি ? দুই দিন আগেই না আমরা 'এসো হে বৈশাখ এসো এসো ' গাহিয়া বৈশাখরে ডাকিয়া আনিয়াছি ! বৈশাখ 'খাড়া , আইতাছি ' কহিয়া আসিয়াছিল ! তাই গাছ ভাঙিয়াছে !

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @টারজান০০০০৭ =p~ B-) B-))

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

কাওসার চৌধুরী বলেছেন:


আহ, হা। গণভবনে এতো ঝড় আসবে কেন?
সম্ভবত চিনতে পারেনি!!

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.