নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছুটি নিয়ে কাড়াকাড়ি

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২


আগামী ২৬ এপ্রিল ২০১৮, রোজ বৃহস্পতিবার। সরকারি চাকরিজীবি জন্য বিশেষ অফার। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে কোনো ভাবে অফিসে পৌছাতে পারলেই পাবেন বিশেষ ছুটির অফার! অফিসে গিয়ে হাজিরা কার্ড পান্স করলে অফিস হয়ে গেলো। এর গল্প ও চা দুপুরের খাবার তো বেশ বেজে গেলে বেলা তিনটা। এখন শুধু বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের ফোন কখন বের হচ্ছি অফিস থেকে, আমি তো এই বাসে কিংবা এই ট্রেনে বা লঞ্চে বাড়ি যাবো। তুই বের হবি নাকি?
হবো মানে তোর ভাবি কে সকালে পাঠালাম। আমি একা যাবে বলে। এভাবে বলতে বলতে অফিসের মাঠ ফাঁকা সন্ধ্যার পরে দেখা যাবে ঢাকার তিন চাকার রাস্তা ফাঁকা।

শুক্র শনি দুইদিন তো এমনিতেই ছুটি। রবিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। টানা তিনদিন ছুটি কাটিয়ে দিবেন আরামে। এমনিতে কাল বৈশাখীর মাস। যেকোন মুহুর্তে ঝড়বৃষ্টি হতে পারে। তাই রবিবার সকালে ঘুম থেকে উঠে অফিস বসকে ফোন দিবেন
হ্যালো বস, কেমন আছেন?
বস: ভালো। কোথায় আছেন?
বস, আমাদের এখানে খুব ঝড় হয়েছে। রাস্তায় গাছ ভেঙ্গে পড়েছে। আজ কোন গাড়ি কিংবা লঞ্চ যাচ্ছে না। বস অপনার কথার উপর ভিত্তি করে বলল ঠিক আছে।

বেড়াতে গিয়ে আপনি কোন ভাবে অসুস্থবোধ করছেন। মাথা ধরা, জ্বর জ্বরভাব, পেট ব্যথা। অসুস্থবোধ না করলেও অফিসে আপনার বউ ফোন করে জানিয়ে ওনার শরীরটা ভালো না। মেডিসিন দিয়েছি রাতে। অতচয় যিনি চাকরিতে যোগদান করবেন তার পেশার কিংবা ডায়বেটিক, প্রতিদিন রাতে ঔষধ সেবন করতে হয়। তার বউ সত্যি কথা বলল। ছুটি মঞ্জুর হলো । এবার তিনি চার দিন ছুটি কাটাচ্ছেন।

পহেলা মে ২০১৮, রোজ মঙ্গলবার শ্রমিক দিবসের ছুটি। বুধবার শব-ই বরাতের বন্ধ। চার দুয়ে ছয়। চলে এলো আবার বৃহস্পতিবার। বুধবার রাতে বসকে ফোন দিয়ে পারিবারিক আলাপ শুরু করবেন। বাসার সবার খোঁজ খবর নিবেন। বিশেষ করে তার ছেলে মেয়ের খবর বেশি নিবেন। তখন একপর্যায় বলবেন আপনার ছেলেমেয়ের কথা। যে আমার ছোট্ট বাবুটা একটু সমস্যা কাল সকালে… নিয়ে যাবো। কারণ এই ঝড় বৃষ্টিতে সাধারণত কম বেশি বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আপনার বস ছোট্ট বাবুর কথা শুনে বলল ঠিক আছে বাবুকে ডাক্তার দেখান তারপরে আসেন। ডাক্তার দেখানোর পরে বেলা ২-৩টা। এরপর ফোন করে বলবেন ডাক্তার দেখানো শেষ এখন কি আসবো? বস ঘড়ি কাটা দেখে বলবে থাক, আজ আসতে হবে না। পেয়ে গেলেন আপননি ঐ দিনের ছুটি।

পরের দিন শুক্র ও শনিবার বন্ধ। ৫ মে রবিবার আর কোনো উপায় নেই। অফিস করতেই হবে। সুতারং হয়ে গেলে ২০১৮ সালের আপনার
লম্বা এক ছুটি। ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত লম্বা ছুটি। অনুগ্রহ পূর্বক এমন মিথ্যার ছুটি নিয়ে কেউ কাড়াকাড়ি করবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

হাসান রাজু বলেছেন: বসও নাই আমিও নাই কেমন মজা হবে ?

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

সোহেল চৌধুরী বলেছেন: ভালো কথা অফিস তালা!

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০

মোস্তফা সোহেল বলেছেন: একসাথে দুই ঈদের ছুটি!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ছুটি থাকলেই কি??
হাতে তো টাকা থাকতে হবে!!!!
টাকা না থাকলে ছুটি যাপন করবো কিভাবে???

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

সোহেল চৌধুরী বলেছেন: ইচ্ছা শক্তি অনেক বড়

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: যদি বস এই পোষ্ট দেখে.... তো খবর আছে :)

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

সোহেল চৌধুরী বলেছেন: বস!তো আগেই ছুটি নিয়েছে

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

সাহসী সন্তান বলেছেন: আইডিয়া খারাপ না। তবে যাদের বউ-বাচ্চা নাই শেষের অপশনে তারা কি করবে, বিস্তারিত উপায় বাতলে দিলে ব্যাচেলরদের জন্য কিঞ্চিৎ সুবিধা হইতো... =p~

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

সোহেল চৌধুরী বলেছেন: তাদের জন্য গার্ল ফ্রেন্ড

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হলে এই ছুটিগুলো উপভোগ করা যেত। এখন তো রাস্তায় নামা যুদ্ধক্ষেত্র থেকেও বেশী রিস্ক...

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: অসুস্থ বলে (না হলে), ছুটি না নেয়াটাই ভালো। সবার ছুটি ভালো কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.