নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

স মা প্তি রে খা ১

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১




“আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম।
যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম।
কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি
আমার কাছে ফেলিয়া রাখিয়া গেলো,
তাহার কিছুই জানিতে পারিল না”।

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


অপ্রকাশিত হবার জো আর তো নেই আবার নতুন করে প্রকাশিত হবার প্রকাশ ভাবনায় যে নিরুত্তাপ তার উপস্থিতির রঙ ছড়িয়েছে, তাতে তো খানিকটা কর্মফলের পুনরাবৃত্তি ঘটবেই। আমাকে আমার’চে আড়াল আর কে করতে পারবে? টিকে থাকার লড়াই করা হয়ে উঠেনি কখনও অগ্যতা আবার কোনও চোখের আলোয় নিজেকে খোয়াতে যাওয়াটাই বোকামি। জন্মলগ্ন থেকে যে উদ্বাস্তু ছিলাম তার ভাগফল শেষ হবেনা এজনমেও।

আক্রোশিত বৃক্ষের উপকণ্ঠে থেমে জেনেছি পথ চলায় যে পেলাম তা’র জন্য আর কেউ দায়ী না হবার সম্ভবনা শতভাগ। আরোপিত অনেক বিষয়ই নিজ পথকে দূর্গম করে গড়ে তোলার মতো ভাবনা ছিলো না যদিও তবুও ফেরাতে আসেনি কেউ বলেই এগিয়ে গেছি রাজা দুষ্মন্তের মতো। একটা সময় সবকিছুরই প্রয়াণ হয় হোক না সে রাজবর! চেনা-অচেনার মুখোমুখি হতে আর হয়তো ইতস্ততা কাজ করবে না।

শুধু এটাই বিশ্বাস করি এ জীবনে ছিলো যতো প্রিয়মুখগুলো তাদের সাথে আর কখনও এই পৃথিবীতে দেখা হবে না এমনকি কথাও হবে না। শুধু মহাবিশ্বে হারিয়ে যাবার মতো করে মৃত্যুপূর্ব সময়ের অনেক আগেই হারিয়ে গেছে ভেবে ডুবে থাকবো মহানন্দনের জলে।

তবে আমি আবার ফিরবো বুকের উপর ভর দেয়া কোন সরীসৃপ হয়ে নয়, আমিষের নদে ভেসে-ভেসেও নয়, রক্তচোখা কোনও মহামানব হয়েও নয় অমামৃতাত রুপে! যে রুপে যোজন-যোজন দূরত্ব গড়েছিলো অক্ষত ঈশ্বর।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৭

শায়মা বলেছেন: এমন মুক্ত গদ্য কেউ আর লেখে না এখানে। :(


কতদিন পরে এলে.....


অনেক ভালো লাগা....

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...
লিখতে তো চাই কিন্তু সময় হয়ে উঠে না।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আপনার লেখা বুঝতে বেগ পেতে হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ ।।

এরপর থেকে সহজ লিখব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.