নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখির নীড়

লাকমিনা জেসমিন সোমা

নিজেকে জানার চেষ্টা করিছ। প্রতিনিয়ত, প্রতিক্ষণ।

লাকমিনা জেসমিন সোমা › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকের কমনসেন্স দেখেন! লজ্জা হয় নিজের পরিচয় দিতে!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ছবিটিতে সাংবাদিকের কমন সেন্স দেখেন! একজন মানুষ দগ্ধ হয়ে কেমন মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। আরেকজন তার মুখের সামনে বুম ধরে বলছে আপনার অনুভূতি কী? এই হলো সাংবাদিকতা। একজনের কাছে শুনলাম, তিনি নাকি ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র সাংবাদিক। এক্সক্লুসিভ নিউজ দিয়ে হিরো হওয়ার চেষ্টা করেছে।



এমন একটি প্রতিষ্ঠানে এইসব `মাথামোটা' মানুষ কীভাবে চাকরি পাই জানিনা। আমি দুঃখিত যে তাকে মাথা মোটা বলতে বাধ্য হলাম। কেননা, সিনিয়ির রিপোর্টার হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা না হয় বাদ’ই দিলাম। স্বাভাবিকভাবে সাংবাদিকতা বিষয়ে যে বেইসিক দুই-একটা ট্রেনিং দেওয়া হয় তাতে বারবার এ কথাই বলা হয় যে পরিস্থিতি বুঝে ভিকটিম বা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলতে হবে। কী বিষয়ে কথা বলা উচিৎ বা কী বিষয়ে উচিৎ হবে না সেটাওে রিপোর্টার কে বুঝতে হবে। আর এমন টাইপের ট্রেনিং এর আয়োজন সব সময় হয়েই থাকে। এতটুকু শিক্ষা পেতে তেমন কোন ডিগ্রি বা অভিজ্ঞতা লাগেনা। অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন কেইস। কিন্তু যে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে, যার বাবা মা অথবা সন্তান মারা গেছে তাকে নিশ্চয় প্রশ্ন করা যায় না আপনার অনুভূতি কী? এটা যেমন অমানবিক তেমনি সাংবাদিকতার নিয়ম বহির্ভূত।



এক্সক্লুসিভ কিছু দিয়ে হিরো হওয়ার বদলে যখন হাউজের ঝাড়ি খাবেন (জানিনা তার হাউজ পলিসি কেমন) তখন আশা করি তার এ বিষয়ে জ্ঞান ফিরবে।



এর আগে রানা প্লাজায় যখন শত শত মানুষ মারা গেল, সময় টেলিভিশনের এক রিপোর্টার এমন এক কান্ড ঘটিয়েছিলেন। সেখানে নিহতদের জন্য যে সারি সারি কবর খোড়া হয়েছিল সেই কবরে মধ্যে জুতা পায়ে দাড়িয়ে লাইভ দিয়েছিলেন। এই হলো আজকের এই গ্লামার পেশার অবস্থা।



নিজে একজন সাংবাদিক হয়ে লজ্জা লাগে। এ পেশায় নতুন হিসেবে অনেক কিছুই অজানা। কিন্তু বড় বড় মিডিয়া প্রতিষ্ঠানের বড় বড় সাংবাদিকরা (তথাকথিত) যখন এমন মৌলিক বিষয়ে অথর্বের মত কাজ করে তখন নিজের পরিচয় দিতে আসলেই লজ্জা করে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
জনাব বোধহ​য় মুন্নি সাহার ফলোয়ার !

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: হা..হা..হা। মন্দ বলৈননি.......

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মোঃ শিলন রেজা বলেছেন: আহা পোস্ট মনটা বড়ই খারাপ করে দিল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: আসলেই অমানবিক...।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এটা কমনসেন্স ইস্যূ না। এটা ইচ্ছে করে করা হইছে যে দেখাইতে যে হরতালকারীরা কত বদ!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সেইটা হলে..ওই ছবিটাই যথেষ্ট ছিল...সাংবাদিকের এই ভূমিকায় না আসলেও চলত....।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

রাতুল রেজা বলেছেন: আমার মতে যে ওই আহত মানুষটার মুখের সামনে মাইক্রোফোন ধরে আছে সে মানুষের কাতারে পড়ে না। নোংরা সাংবাদিকতার জলন্ত প্রমান এই ছবি। এমন না হয় ওই সাংবাদিক নিজেই একদিন ওরকম ভাবে পড়ে থাকবে আর কাতরাবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: তাকে এই পরিস্থিতিতে না পড়তে হোক....তার সেন্স ফিরে আসুক...অন্যরাও এই ভুল থেকে সতর্ক হোক, এটাই কাম্য।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

নষ্ট ছেলে বলেছেন: রিপোর্টারের ুটকি দিয়া মাইক্রোফোনটা ঢুকিয়ে দেওয়া দরকার ছিল X( X( X( X(

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাটার চাকরী কি এখনো আছে ???

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: এদের চাকরি সহজে যায়না। সিনিয়র না? লল..! সময় টিভিতে যে রিপোর্টার রানা প্লাজায় নিহত ব্যক্তিদের জন্য খোড়া কবরের মধ্যে দাড়িয়ে লাইভ দিয়েছিল...তার চাকরি এখনো আছে....।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: আহত ব্যক্তিটি মানুষরূপী একটি শয়তান। সে পকেটে বোম নিয়ে এসেছিল নিরিহ পথচারিদের হত্যা করতে। আর এই সাংবাদিকের কাছে আহত ব্যক্তিটিরর দেয়া তথ্যই দেশের মানুষের জন্য জরুরি।
একবার ভাবুন এই নরপশুর বোমা হামলায় ৫জন মানুষ মারা গেলে আপনি কি করতেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: প্রথমত শাস্তি দেওয়ার দায়িত্ব সাংবাদিকের না। দ্বিতীয়ত , আমি যতদূর জানি, সে এমন কোন তথ্য দিচ্ছিলনা। তৃতীয়ত, গণমাধ্যমে এমন বিভৎস ছবি দেখানোর ব্যাপারে কতগুলো নিয়ম আছে, যেটা সে মানেনি। যে যত বড় খারাপ বা ক্রিমিনাল হোক সেটার বিষয়ে পার্সনাল ভিউ সিদ্ধান্ত বা মন্তব্য করার দায়িত্ব সাংবাদিকের না। যেমন- কোন খুনী, যুদ্ধাপরাধী থেকে শুরু করে চোর বা তারও নিম্মমানের কাউকে নিউজে আপনি করেই সম্বোধন করতে হয়। জানি সে'ই খুন করেছে কিন্তু আদালত তাকে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত তাকে মামলার কথা উল্লেখ না করে আমরা সরাসরি আসামী লিখতে পারিনা। লিখতে হয় অভিযুক্ত। কারো নামে মামলা হওয়ার আগেই পুলিশ ধরলে তাকে আটক লিখতে হয়, গ্রেপ্তার লেখা যায় না। এমন অনেক বিষয়ই আছে। যাইহোক মানুষের জন্য আপনার চিন্তা নি:সন্দেহে প্রসংশনীয়। ধন্যবাদ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মোমেরমানুষ৭১ বলেছেন:

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। আমার পোস্টের নিচের প্যারায় আমি এই ঘটনার কথাই বলছিলাম। ছবিটি খুঁজে পাচ্ছিলাম না। আবার সংগ্রহ করলাম।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আপানি কি মারা যান নাই? X(

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আশীষ কুমার বলেছেন: মানবিকতা থাকলে বিশ্বজিৎকে সাংবাদিকরাই বাঁচাতে পারতেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সেটা ঠিক...সে অমানবিক এবং সাংবাদিকতার ইথকস্ বিষয়ে অজ্ঞ..।।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

আহ্নিক অনমিত্র বলেছেন: এগুলা হইল রাজনৈতিক ভোদাঁই...
এগুলা সাংবাদিকতা করে পলিটিকাল এজেন্ডা নিয়া, এদের কাছ থেকে মানুসিকতা আশা করা যায় না...

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: :-(

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

বোকামন বলেছেন:
দুঃখজনক .... খুবই দুঃখজনক ....

কী আর বলবো ! সাংবাদিকতা এখন লাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে ।
খবর হচ্ছে তাদের জন্য পণ্য ....

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: অনেকটা তাই..

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

শান্তির দেবদূত বলেছেন: এ তো সাংঘাতিক!

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

ঈশান মাহমুদ বলেছেন: কি সাংঘাতিক ! ব্যাঙের ছাতার মতো যতো মিডিয়া গজাচ্ছে, ততোই এই ধরণের ছবি দেখতে হচ্ছে ! সাম্বাবাদিক সমাজের মধ্যে এখন যেন কোন মানুষ অবশিষ্ট নেই। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: এটা ঠিক না, সবাই কি আর এক??!

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

দিশার বলেছেন: জানওয়ার এর বাচ্চাটা পকেট য়ে কি মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছিল না বোমা? মানুষের জন্য মানবিকতা, জানোয়ার এর জন্য পাশবিকতা . এই ভিডিও সব চ্যানেল যে ২৪ ঘন্টা প্রচার করা হোক।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: প্রথমত শাস্তি দেওয়ার দায়িত্ব সাংবাদিকের না। দ্বিতীয়ত , আমি যতদূর জানি, সে এমন কোন তথ্য দিচ্ছিলনা। তৃতীয়ত, গণমাধ্যমে এমন বিভৎস ছবি দেখানোর ব্যাপারে কতগুলো নিয়ম আছে, যেটা সে মানেনি। যে যত বড় খারাপ বা ক্রিমিনাল হোক সেটার বিষয়ে পার্সনাল ভিউ সিদ্ধান্ত বা মন্তব্য করার দায়িত্ব সাংবাদিকের না। যেমন- কোন খুনী, যুদ্ধাপরাধী থেকে শুরু করে চোর বা তারও নিম্মমানের কাউকে নিউজে আপনি করেই সম্বোধন করতে হয়। জানি সে'ই খুন করেছে কিন্তু আদালত তাকে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত তাকে মামলার কথা উল্লেখ না করে আমরা সরাসরি আসামী লিখতে পারিনা। লিখতে হয় অভিযুক্ত। কারো নামে মামলা হওয়ার আগেই পুলিশ ধরলে তাকে আটক লিখতে হয়, গ্রেপ্তার লেখা যায় না। এমন অনেক বিষয়ই আছে। যাইহোক মানুষের জন্য আপনার চিন্তা নি:সন্দেহে প্রসংশনীয়। ধন্যবাদ।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

খেয়া ঘাট বলেছেন: আহ্নিক অনমিত্র বলেছেন: এগুলা হইল রাজনৈতিক ভোদাঁই...
এগুলা সাংবাদিকতা করে পলিটিকাল এজেন্ডা নিয়া, এদের কাছ থেকে মানুসিকতা আশা করা যায় না...

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

গোবর গণেশ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আহ্নিক অনমিত্র বলেছেন: এগুলা হইল রাজনৈতিক ভোদাঁই...
এগুলা সাংবাদিকতা করে পলিটিকাল এজেন্ডা নিয়া, এদের কাছ থেকে মানুসিকতা আশা করা যায় না...

১০০ভাগ একমত। নিরপেক্ষ রিপোর্টিং নাই।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

মোঃ শিলন রেজা বলেছেন: সাংবাদিকেরা নেতাদের দুরনীতি নিয়ে হাজার হাজার কথা বলে কিন্তু তারা নিজেরাও যে বড় বড় দুর্নীতি করে তার খবর কে রাখে, আপনাদের বলার লোভ সাম্লাতে পারছি না। কিছুদিন আগে আমাদের জেলা শহর মেহেরপুরে একটা বেসরকারি টিভি সাংবাদিক আফসাউল্লাহ খান এক নেতার কাছ থেকে কিছু ঘুষ চাই উনি দিতে নারাজ হলে উনার নামে নাকি মিথ্যা খবর ছোড়ানর হুমকি দেওয়া হয়।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: মফস্বলে এইগুলি একটু বেশি হয়...

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

দিশার বলেছেন: নীতি বাক্য , ব্লগ য়ে ভালো লাগে। কিন্তু যখন আপনার সারা জীবন এর সঞ্চয় দিয়ে কেনা গাড়িটা তে শিবির কর্মী পেট্রল ঢালতে আসবে, তখন আপনে নীতি বাক্য না শুনায়ে হাতে বন্দুক থাকলে গুলি করবেন। পকেট য়ে করে বোমা নিয়ে তো ই জানওয়ার লোক নিজের পরিবার এর গায়ে মারত না, আপনার গায়ে মারত। এরে অপরাধী বলতে আইন আদালত লাগবে কেন ? গোলাম এর পুত রে রাজাকার বলতে আপনার কি ২০১৩ তে মামলার রায় দেয়ার জন্য অপেক্ষা করতে হইসে? কোরুনা আপনার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: আপনার হয়ত ভুল হচ্ছে....। আমি আপনার জায়গা হতে আই মিন জেনারেল পাবলিক এর জায়গা থেকে কথা বললে এই বোমা বহনকারীর বিরুদ্ধে আপনার চেয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতাম। আপনার বুঝতে হবে আমার পোস্টটি একেবারেই সাংবাদিকতার ইথিকস্ নিয়ে কথা বলা। আশা করি বুঝতে পেরেছেন। এ পেশায় যদি কখনো না আসেন, তবে বিষয়টি না বুঝলেও চলবে। ধন্যবাদ জ্বী।

২০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

জাগতিক ভালবাসা বলেছেন: সাংবাদিক হয়ে সাংবাদিকের সমালোচনা করতে পেরেছেন,সালাম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.