নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখির নীড়

লাকমিনা জেসমিন সোমা

নিজেকে জানার চেষ্টা করিছ। প্রতিনিয়ত, প্রতিক্ষণ।

লাকমিনা জেসমিন সোমা › বিস্তারিত পোস্টঃ

খবর শুনে বাবা বললেন,“এত গর্ব কোথায় রাখব !”

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

খবরটা শুনে বাবা বললেন,“আমার এত গর্ব কোথায় রাখব !” সত্যি বলতে নিজেও ভাবিনি এই সম্মাননাটি আমিই পাবো! আন্তর্জাতিক নারী দিবসে স্কয়ার গ্রুপ এর পক্ষ থেকে আমাকে 'কীর্তিমতি নারী সাংবাদিক' এর সম্মাননা দেয়া হবে। বিশিষ্টজনদের উপস্থিতিতে ওই দিন আরো দুইজন নারী তাদের অসাধারন কাজের স্বীকৃতি স্মরূপ 'কীর্তিমতি হিতৈষী' ও 'কীর্তিমতি উদ্যোক্তা' হিসেবে সম্মাননা পাবেন। এটি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এবং পুরো অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশন (৮মার্চ) রাত ৯ টায় সম্প্রচার করবে।

রাজশাহী থেকে যারা আমাকে মনোনায়ন দিয়েছেন সেই সব বড় ভাই এবং সহকর্মীদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে রাজশাহীতে সাংবাদিকতা ক্ষেত্রে যা কিছু করতে পারিনি সেসব কাটিয়ে উঠে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে যেন ঢাকায় সফলভাবে কাজ করে যেতে পারি- সবাই সেই দোয়া’ই করবেন।

আজ নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে। সেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে প্রথম বর্ষ থেকেই বাংলাদেশ প্রতিদিন এ সাংবাদিকতা শুরু করেছিলাম। তৃতীয় বর্ষে উঠে জেলার স্টাফ রির্পোটার হিসেকে কাজ করি। পাশাপাশি দেশের প্রথম কমিউনিটি রেডিও-“রেডিও পদ্মায় কাজ করেছি দুই বছর। এরই মধ্যে আমি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ইংল্যান্ডে স্ট্যাডিট্যুর এর সুযোগ পেয়েছি। বাংলাদেশ থেকে আমেরিকার ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ (আইসিএফজে)’র একমাত্র নারী ফেলো হিসেবে নেপালে ওয়ার্কশপ এবং সাংবাদিকতা করতে পেরেছি। এছাড়া গত কয়েকমাস আগেই আমেরিকার সরকারের অর্থায়নে ফিল্ম এন্ড টেলিভিশন জার্নালিজম এর উপর বিশেষ ট্রেনিং এবং ইিউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় এক সেমিস্টার পড়াশুনার সুযোগ পেয়েছি। স্বচক্ষে দেখেছি ইউনিভার্সাল স্টুডিও, হলিউড। মাস্টার্স পরীক্ষা শেষে গত একমাস হলো বাংলাদেশ প্রতিদিন এ ঢাকা অফিসে পলিটিক্যাল বিটে কাজ শুরু করেছি। স্বপ্ন বহুদূর। তবে তা বিদেশে পাচারযোগ্য না! আমি আমার দেশেকে ভালোবাসি। ভালেবাসি এ দেশের মানুষকে। এ দেশের জন্যই কিছু করতে চাই। এ দেশের মাটিতেই মরতে চাই। সবাই দোয়া করবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন আপনাকে। আর আপনার শেষের কথাগুলোর জন্য আমার প্রিয়তে নয় প্রিয় তালিকায় থাকবেন আপনি।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...:)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

কাজ করছেন, নাকি জ্যাক লাগায়েেছেন?

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: মানে?

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

কবির আহমেদ (কবির) বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য, আশা করছি সততার সাথে সামনে এগিয়ে যাবেন।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: জ্বী,,,দোয়া করবেন....

৪| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:০৫

শায়মা বলেছেন: বাহ আপুনি!!

অনেক অনেক শুভকামনা!

৫| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ...:)

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: দোয়া থাকলো অনেক অনেক ।

৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪২

এম এম করিম বলেছেন: অভিনন্দন।

এগিয়ে যান।

শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.