নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঠিক জানি না ।

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সমন্বয়

হাঁসি আমার শক্তি।

সমন্বয় › বিস্তারিত পোস্টঃ

ছবি মনে হবে ফটোশপে করা, কিন্তু আসলে তা না !!!!!

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:২৭

কিছু সংখ্যক ছবি যা মনে হবে ফটোশপ করা কিন্তু বাস্তবে তা নয়।

বিশ্বের বেশির ভাগ মানুষ এগুলুকে ফটোশপ মনে করেছে।

:P:P:P:P:P:P



১। এখানে এই ছেলে কোন জাদু দেখাচ্ছে না। আসলে এটা ওর পানিতে নামার সময় corret timing ছবি তোলার ফল :):)

যার কারনে মনে হয় ফটোশপ করা। আসলে এর পড়ের দৃশ্য ও পানিতে পরে যায়।



২। এটা আগের টার অনুরুপ । উনি সাইকেল নিয়ে পানিতে চালতে চেয়েছিলেন। উন্নত ক্যামেরার কারনে তার এই ছবি ধরা পড়ে।

যার পড়ের দৃশ্য তিনি পানিতে ডুবে যান।





৩। এটাকে কপি পেস্ট করা ফটোশপ মনে করবেন না। এটা জার্মান একজন জাদুকর। যিনি এই ধরনের জাদু রাস্তায় করে থাকেন।





৪।এটাকে কেউ ফটোশপ এর ওয়ারপ টুল দিয়ে আকা বাকা করে দেয় নি। আসলে new zealand এ ভুমিকম্পের কারনে রাস্তার এই অবস্থা

আর তা রেল কর্মীরা ঠিক করছেন!!!





৫। এটা leipzig airport এর বিমান ল্যান্ডিং এর দৃশ্য যা বাস্তব।



৬। আসলে এটা একটা মুভির জন্য করা stant..



৭। এটাও ফটোশপ করা না ,আপনি যে ছোট মানব কে দেখছেন ভাল করে খেয়াল করলে দেখবেন তিনি দুরে অন্য একটা পাহাড় এ।

মাটির রঙ এবং ক্যামেরার কারনেই এই বিপত্তি।



৮। ভাল করে খেয়াল করলে দেখবেন এটা আসলে গ্লাস এর তৈরি দালান যার কাজ চলছে। এবং সূর্যের কারনে পাশের বিল্ডিং এর প্রতিছবি ধারন করছে।





৯। এটা আসলে সামুদ্রিক শৈবাল যা পানিতে ভেসে আসে এবং সমুদ্রে থাকে।কিছু কিছু জায়গায় এদের বিচ এ দেখা যায়।







১০। এটা আসলে মাহাকাশে স্পেস station এ কাজ করার সময় কোন কর্মী এই পিজ্জার টুকরা এখানে রেখেছিলেন । কারন ওখানেও ওরা পিজ্জা খায়।





১১। এটি new zealand এর এক শিল্পকার এর তৈরি।





১২। এটা বলেতে পারেন সৌখিন মানুষের বাড়ি।





১৩। এটা আসলে এমন এক জায়গা যেখানে বিভিন্ন ঢেউ আসে মিশে যার ফলে এমন দেখা যায়



১৪। এটা কোন সমস্যা না এটা হচ্ছে । সৃজনশীল বিজ্ঞাপন।



১৫।এটা correct time এ তোলা ছবি এখানে এই মেয়ে তার মাথা পেছেনর দিকে নিয়ে গেছেন। এটাই নিয়ম। সবাই এটা দেখে মনে করেছে

যে কোন কারনে বোধয় এই মেয়ে তার মাথা হারিয়েছে কিন্তু বাস্তবে তা নয়।





১৬। এটা আয়নার মত মনে হলেও এটা bolivia এর একটা জায়গা যা এমন।



১৭। একটা হল মানুষ কে বোকা বানানোর পেইন্ট। এটা আসলে পেইন্ট করেছেন Felice Varini





৫ ।নাম্বার মানে বিমানের টা নিয়ে যদি সন্দেহ থাকে তবে দেখে নিন। আর ভাবুন আমারা কত কিছু জানি না। আর জানলেও মিথ্যা মনে হয়।



ধন্যবাদ সবাইকে।

সুত্র ঃ

viralnova.com

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন:
অসাধারন। ৪ এবং ৫ নাম্বারটা একটু সন্দেহজনক।

++++++++++++++্

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

সমন্বয় বলেছেন: আমি নিচে সুত্র উল্লেখ করেছি !! :( :( ! ধন্যবাদ। =p~ =p~

২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

সমন্বয় বলেছেন: :D :D

৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মজার।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০০

সমন্বয় বলেছেন: B-) B-) B-) B-) :D :D :D

৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০১

শান্তির দেবদূত বলেছেন: অবাক করার মত সবগুলোই! সুন্দর পোষ্ট।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

সমন্বয় বলেছেন: ধন্যবাদ,।

৫| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

তিক্তভাষী বলেছেন: সবগুলো ছবিই আকর্ষণীয়। তবে প্রাকৃতিকগুলো [৪, ৯, ১৩, ১৬] অসাধারণ লাগলো।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১১

সমন্বয় বলেছেন: ঠিক বলেছেন।
প্রকৃতির এমন অনেক কিছু আছে যা ফটোশপ কে হার মানায়। B-) B-)

৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

ইলি বিডি বলেছেন: অবাক করার মত সবগুলোই!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০১

সমন্বয় বলেছেন: :D :D :D :) :)

৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

সুরাজ হাসান বলেছেন: অসাধারণ অসাধারণ......এত ভালো ভালো জিনিষ দেখনোর জন্য অনেক ধন্য বাদ ভাই....

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

সমন্বয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:২২

পাজল্‌ড ডক বলেছেন: অবাক হলাম!! B:-)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

সমন্বয় বলেছেন: :P :P :P :P :P

৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

গৃহ বন্দিনী বলেছেন: নয় নম্বরটা কেমন জানি লাগতেসে । এত বড় বড় শৈবাল বিচে ভেসে আসে ক্যামনে !

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

সমন্বয় বলেছেন: আমার জানা মতে কিছু জায়গার বিচ এ এগুলু পানিতেই থাকে। ঢেউ বড় হলেই এদের দেখা যায়। আর এ সকল বিচ খুব বেশি বিখ্যাত নয় বা ভাল নয় বলে জানা হয় না। ছবি টা নির্ভর যোগ্য মাধ্যম থেকে আসা। ধন্যবাদ 8-| 8-| 8-|

১০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

একিউমেন০৮ বলেছেন: ভালা হইছে পিলাস দিলাম। :D

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

সমন্বয় বলেছেন: ধন্যবাদ। :D :D :D

১১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

বলে দিয়েছেন বলেই ব্যাপারগুলো সহজ মনে হলো নতুবা ধরতে কষ্ট হতো হয়তো।

মন্তব্যকারী সবার মন্তব্যের জবাব দেয়াটা আপনার জন্যেই ভালো ।
আজ যার মন্তব্যের জবাব দিবেন না কাল আপনার যতো ভালো পোস্টই পাবলিশ হোক না কেন তিনি আপনার পোস্টে আসতে দ্বিধা করবেন।
শুভকামনা রইল।



০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

সমন্বয় বলেছেন: ধন্যবাদ। !:#P !:#P আসলে আমি সবার মন্তব্য এর । বিশেষ করে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। এবং করব।!! 8-| 8-|

১২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

সমন্বয় বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) :D :D :D :D :D :) :) :)

১৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮

বাংলাদেশী দালাল বলেছেন: ৪ নাম্বার টাতে ছায়া গুলর দিকে খেয়াল করুন। ছায়া গুল ভাঙা ভাঙা এবং অসংলগ্ন। তাছারা লোহার পাত গুল এতটা ইলাসট্রেটেড কখনই হতে পারেনা গলান না গেলে।

৫ নাম্বার টাতে বিমান আর বাকি ছবির আলোর তারতম্যই যথেষ্ট।

B-)) B-)) B-))


০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৪:৪২

সমন্বয় বলেছেন: দলালা ভাই। আমি পোস্ট টাতে এয়ারপোর্ট এর ভিডিও এড করেছি।

আর নতুন ভাই কমেন্ট এ রেলের ভিডিও টি শেয়ার করেছেন।

আশা করছি। ভাল লাগবে।

১৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মজা পেলাম!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:১১

সমন্বয় বলেছেন: ধন্যবাদ।

১৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:৫৯

লুৎফুল আহসান বলেছেন: প্রাকৃতিক সবকিছুই কৃত্তিমতাকে হার মানায়।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ২:৪৭

সমন্বয় বলেছেন: সহমত #:-S B-) B-) B-) B-)

১৬| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ২:৫৯

রাজিব বলেছেন: পঞ্চম +

১৭| ০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৪:১৪

সমন্বয় বলেছেন: ধন্যবাদ।

১৮| ০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৪:১৭

নতুন বলেছেন:

এই ভিডিওতে ভুমিকম্পে বাকা হওয়া. রেল রাস্তার ছবি আছে...

০২ রা আগস্ট, ২০১৪ ভোর ৪:২১

সমন্বয় বলেছেন: ধন্যবাদ।

১৯| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:২৯

কলমের কালি শেষ বলেছেন: মজার জিনিস ।

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫

সমন্বয় বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

২০| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মজার মজার ছবি। চমৎকার!

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

সমন্বয় বলেছেন: :D :D :D :D :D ধন্যবাদ।

২১| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

পার্থ তালুকদার বলেছেন: দারুন সব ছবি !!

খুবই ভাল লাগলো ।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১

সমন্বয় বলেছেন: সত্যি। ধন্যবাদ।

২২| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

মুদ্‌দাকির বলেছেন: " ওয়াও "

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

সমন্বয় বলেছেন: হুম.। B-) B-) B-) B-) B-) B-) B-)

২৩| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর !!

আমিও এমন একটি পোস্ট দিয়েছিলাম।

View this link

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

সমন্বয় বলেছেন: আপনার পোস্ট টি ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.