নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

আমি একদিকে ভদ্র , আরেকদিকে অভদ্র পর্ব -১

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

কেন জানি না, আজ এই কথাগুলো শেয়ার করতে মন চাইছে,

আমি এমন এক এলাকায় থাকি, যেখানে মেয়েদের সাথে কোন ছেলে কথা বলছে বা হাত ধরে হাঁটছে একদমই বেমানান। সে হোক স্বামী-স্ত্রী, আমি এইটাকে কখনো আড় চোখে দেখিনি। মাঝে মাঝে মনে হয় আসে পাঁশের মানুষগুলো অনেক স্টিকি প্রকিতির। তবে আমি নিজের কাছে সবসময় পরিস্কার ছিলাম, আছি আর থাকবো। তবে স্কুল লাইফের কয়েকটা কথা না বললে আসলে বোঝা কষ্টকর হবে, আমি কোন ধরনের ছেলে। আমি আমার স্কুল লাইফে কোন মেয়ে ক্লাসমেটের চোখের দিকে তাকিয়ে কোন কথা বলতে পারিনি। চোখ থাকতো মাটিতে অথবা টেবিলে , কিন্তু কথা বলতাম। আবার অন্য মনস্ক ভাব নিয়ে দেখতাম, ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা কার দিকে তাকিয়ে আছে। আমি কোন মেয়েকে কলম দিলে , তা আর মনে করতে পারতাম না, যে আমি কাকে কলম দিয়েছি। ক্লাস নাইনে থাকতে আমি প্রথম মোবাইল ইউজ শুরু করি। কত নাম্বারে যে মিস কল দিয়েছি, তা অবশ্যই গুনে রাখি নি। তবে প্রথম প্রথম কোন মেয়ের কণ্ঠ শুনলে হয় কেটে দিতাম, তা হলে আমার কাজিন সুমন ভাইকে দিয়ে রিসিভ করাতাম। না একদম চাপাবাজি করতে বসি নাই। একদম সত্য ঘটনা, একজনই জানে আমার লাইফের ঘটনা গুলো, আর সে যতটুকুন জানে না, ততটুকু পর্যন্ত শেয়ার হবে। তা না হলে বুঝবেন ক্যামনে আমি কেমন পোলা?



আজ এই পর্যন্ত , খুব শীঘ্রই আবার ২য় পার্ট নিয়ে হাজির হবো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.