নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

সিনেমার দৃশ্য যখন বাস্তব

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৫৭

সিনেমার দৃশ্য যখন বাস্তব

হলিউড, বলিউড, ঢালিউড বা টালিউড বা ঝালিউড যাই বলেন না কেন, কিছু কিছু দৃশ্য আছে যা সবখানেই একরকম। যেমন নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছে ভিলেনের লোকজন, অথবা অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে গিয়ে খুন করছে বা মুক্তিপণ আদায় করছে। প্রায় সবখনেই উপস্থিত থাকে জনতার ঢল, রাস্তায় যেমন খোঁড়াখুরীর কাজ চলাকালে যেমন দারিয়ে দেখা ছাড়া তাদের তেমন কোন কাজ থাকে না। এইখানে ঠিক তেমনই তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করে। যখন এদের কাতারে এসে আইনশৃঙ্খলা বাহিনীর ( বিঃদ্রঃ অসৎ লোক সবজায়গায় আছে, হতে পারে কম , তবে সঙ্গবদ্ধ) সদস্য দাড়ায়। তখন স্বভাবত অনেকেই অন্যায়ের প্রতিবাদ করতে সাহস হারিয়ে ফেলে। ঠিক যেমন দেখেন ছবিতে ভিলেন তার অনেক টাঁকা পয়সা খরচ করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘুরে বেড়ায়। ঠিক তেমনই বাস্তবেও কি এর প্রতিফলন দেখতে পাচ্ছেন না?



আজ অন্য কাউকে আপনার চোখের সামনে দিয়ে ধরে নিয়ে গেলো। কাল আপনি এর শিকার হবেন না এই গ্যারান্টি আছে তো আপনার কাছে?

আপনাকে যখন তুলে নিয়ে যাবে। বাকীরা আপনার মতোই নির্বাক চেয়ে থাকবে। ঠিক যেমনটি আপনি ছিলেন।

সিনেমা ইন্টারেস্টিং হচ্ছে তাই না? এখন সিনেমা অনুযায়ী পুলিশ আসার কথা তাই না?

হ্যাঁ , আসবে তবে আপনার সাঙ্গ শেষ হবার পর। কি ভয় পেলেন?

ভাবছেন এতো প্রশ্ন কেন করি, কারন এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজে পেলে আপনার জীবন সিনেমা স্টাইল হওয়ার হাত থেকে বেচে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.