নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

আমার নতুন গ্রাফিক্স কার্ড nvidia GT630

২০ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

গতকাল, উত্তরা সাইদ গ্র্যান্ড সেন্টারে অনেক ঘুরাঘুরি করেও Nvidia GT630 (গ্রাফিক্স

কার্ড) পাই নাই। সো আমাকে বাধ্য হয়েই আগারগাঁ যেতে হয়েছিলো ।

IDB ওরফে BCS COMPUTER CITY যাওয়ার জন্য কনক নামক এক পরিবহনে উঠলাম, জিজ্ঞেস করে উঠেছিলাম যে আগারগাঁ যাবে কি না, তার হ্যাঁ সূচক মাথা নাড়ানো দেখে বাসে উঠি। বিশ্বরোডের কাছাকাছি আসার পর যখন ভাড়া দিতে যাবো তখন বলে আগারগাঁ যাবে না। বিরাট এক মুসিবতে পরলাম। নামিয়ে দিলো মিরপুর ১০, সেইখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। তারপর বাসে উঠে নামলাম ঠিক IDB ভবনের সামনে। অনেক্ষন ছিলাম সেখানে। প্রথমে গেলাম ryans computer এ কারন তাদের ওয়েবসাইটে গ্রাফিক্স কার্ডের বিবরণ দেখেছি। এর একদিন আগে তাদের কাছ থেকে core i3 একটা প্রসেসর কিনেছিলাম। গ্রাফিক্স কার্ড পেলাম কিন্তু মডেলটা একটু ভিন্ন তাই আমি যেইটা দেখে গেছি সেইটার মেমোরি ব্যান্ডউইথ ছিলো 128bit কিন্তু তারা আমাকে যেটা দেখিয়েছে সেইটা 64bit. তাই আরো কিছুক্ষণ কয়েকটা দোকান ঘুরে সেই কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ড, ৫৬০০ টাঁকায় কিনলাম। তারপর খুদায় পেট চৌচির হয়ে যাওয়ার অবস্তা। আর হ্যাঁ পুরো'টা রাস্তা ভ্রমন করেছি, সেই বেশতো'র টিশার্ট পরে,

টিশার্টের জন্য অনেকের দৃষ্টিতে পরেছি, কিন্তু এমন কাউকে পাই নি, যে সামনে এসে বলবে "আপনি কি বেশতো ইউজার? আমিও তো "



খাওয়ার জন্য গেলাম, এক্কেবারে উপরের তলায়, ফ্রাইড চিকেন আর চিকেন প্যাডিস

এগুলো খাওয়া শেষ করে নিলাম আইসক্রিম। অবশ্যই আমার প্রিয় ব্লাক ফরেস্ট



এরপর বের হয়ে কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা, বাড়ি ফিরতে ফিরতে রাত ৮ টা বেজে গেলো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.