নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

মাথা আমার ব্যাথা সবার

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

ধুর, এইডা কোন কথা হইলো। কিছু দিন পর পর চুলের নতুন স্টাইল আনার চেষ্টা

করি। আমার মাথার সামনের দিকের চুল কক্ষনো পিছনে যায় না। মাঝে মাঝে সামনে বড়

রাখি মাঝে মাঝে পিছনে। কি ভাবছেন? চুল নিয়ে নিবন্ধন লিখতে বসলাম। আরে না,

তেমন কিছুই না। আসলে আমি যেইটা বলতে চাই, আপনি যা করছেন, তা গুটিকয়েক

মানুষের কথায় রাগ করে হাল ছেড়ে দিলে হবে না। কুকুরে কামড়ালে যেমন মানুষ

কুকুরকে কামড়ায় না, ঠিক তেমনি আপনি তাদের কথায় প্রভাবিত হয়েও কুকুর হতে

যাবেন না নিশ্চয়ই? হ্যা ব্যাপারটা সামান্য চুল বড় রাখা নিয়ে হলেও ব্যাপারটা

অনুধাবন করে দেখলাম।

এমন নিশ্চয়ই আপনার বেলাতেও হয়। আপনি কিছু করতে

যাচ্ছেন অথচ অনেকেই আপনার সেই কাজের বিপক্ষে এসে দাড়ায়। কারন টা একটু ভেবে

দেখুন, তারাও এই কাজটি হয়তো করতে চেয়েছিলো, অথবা অন্য কাউকে দেখেছে, যে বা

যাদের কথা দ্বারা প্রভাবিত হয়ে কাজটি করা ছেরে দিয়েছে এবং নিজে তো আর

চেষ্টা করেই নি আপনাকেও করতে নিষেধ করবে। অর্থাৎ প্রভাবিত যে ব্যাপারটা

সেটা কাজ করছে। গতানুগতির বাইরে আপনি কিছু করতে যাবেন বাকিরা আপনাকে

তিরস্কার করবে। আসলে তারা ভয় অথবা হিংসা করে যদি আপনি এমন কিছু করে ফেলতে

পারেন, যা আপনাকে সবার নিকট প্রয় করে তুলবে।

এখন আসুন মানুষের সাধারন

কিছ দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানিঃ ধরুন আপনি বিয়ে করেছেন, আপনার বউ খুব

সুন্দরী, তখন আপনার নামে কত কিছুই না বলা বলি হবে। যেমনঃ বাঁদরের গলায়

মুক্তার মালা টাইপ, মেয়েটা সুন্দরী ঠিক আছে, কিন্তু সুন্দরী মেয়েদের

ব্যাবহার ভালো হয় না, আগডুম বাগডুম আরো অনেক টাইপ।

এখন আসি মেয়েটা যদি

দেখতে একটু শ্যামলা বা একটু কালো বর্ণের হয়, তাইলে তো কথাই না। এই কথাটা

সবার জানা, না আমি মেরিল স্প্লাস এর এড দিতে আসি নাই।

আমি শুধু এতটুকু

বলতে চাই। আশেপাশের মানুষ অনেক কথাই বলবে, তাই বলে আপনার কাজগুলো চালিয়ে

যান, সেই কাজগুলো যা আপনার মতে এই পৃথিবীর সকলের উপকারে আসবে, এমন কিছু যা

আপনার জন্য ভালো, নিজের ইচ্ছের গুরুত্ব দিতে শিখুন। একমাত্র এভবেই আপনার

জগত আপনার ইচ্ছেমাফিক চলবে... বিঃদ্রঃ এইটা শুধুমাত্র আমার নিজস্ব মতাতত

আমার ধারনা আপনার মতের সাথে মিলবে এমন আশা করাটা বোকামি B-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

মিজভী বাপ্পা বলেছেন: :| :| :| :| :| :|

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

একজন সময় জ্ঞানহীন বলেছেন: এতো চিন্তার কিছু নেই। মাথার চুল কাটিয়ে ছোট করিয়ে নিয়েছি :D

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২০

মামুন ইসলাম বলেছেন: :-P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১

একজন সময় জ্ঞানহীন বলেছেন: কি করবো বলেন, মাথা থেকে এর চেয়ে ভালো কিছু বের হয় না :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.