নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

ছেলেটি অমুক আর মেয়েটু তমুক (ভালোবাসা দিবস স্পেশাল) পর্ব২ এবং পর্ব৩

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

পর্ব২

সেই অমুক ছেলেটি, আজ তার মন খারাপ। আজ তমুক মেয়েটি ভার্সিটি আসেনাই।
ক্লাস করার কোন ইচ্ছেই তার ছিলো না, মনে হচ্ছিল নিজেকে জোর করেই ক্লাসের চার দেয়ালে বন্দি করছিলো সে। মাঠের এক কোনায় বসে সারাদিন তমুকের কথাই ভেবেছে। ফোন করে জিজ্ঞেস করার সাহস করতে পারেনি, বন্ধুদের কেউ কেউ এসেছিলো। জানতে চেয়াছিলো কি হয়েছে, কিন্তু সে সবার কাছে গোপন করেছে।

তমুক মেয়েটি আজ অসুস্থ, কাউকে জানানো হয় নি, গতরাতে তার খুব জ্বর আসে, এখনো অনেক দুর্বল সে। ফেইসবুকে স্ট্যাটাস দিতেও ইচ্ছে করছে না তার।

পর্ব৩

আজ তিনদিন পর তমুক ভার্সিটিতে এসেছে, তাকে আজ খুব সুন্দর লাগছে। হালকা মেকআপ এবং কপালে কালো টিপ, পরেছিলো নীল রঙের জামা।

অমুক জানে, এমনিতেই দেখতে তমুক অনেক সুন্দর, তবে তার কাছে আরো বেশি ভালো লাগছে, কারন তিন দিন পর সে তমুককে দেখছে। গতকাল সে তার এক ফ্রেন্ডের মোবাইল দেখতে চেয়ে, তাকে না জানিয়ে তমুকের নাম্বার নিয়ে নিয়েছিলো। কিন্তু ফোন করার সাহস হয়ে উঠেনি।আজ সে অনেক খুশি, বন্ধুরা তার এতো খুশির কারন জানতে চেয়েছিলো। সে এবারো নিরব ছিলো।

তমুকের মনে হচ্ছিলো কে যেন তার দিকে তাকাচ্ছে, হঠাৎ অমুকের দিকে তাকাতেই, অমুক লজ্জায় মুখ ঘুরিয়ে নিলো। অমুক অনেকটা ঘাবড়ে গিয়েছিলো, ক্লাশ চলছে। কিন্তু লেকচারে মনযোগ নেই অমুকের।
অমুকের মনে শুধু তমুক ... তমুক আর তমুক ছাড়া আর কিচ্ছু নাই ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


ভালো লাগেনি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

একজন সময় জ্ঞানহীন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ,
চেস্টা করছি ভাই, ভালো লেখার জন্য। দোয়া করবেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.