নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সততা

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪



সততা সরল কাব্যে পরিতৃপ্ত মন
আত্মার প্রশান্তি তবে চাকচিক্য কম
অসততা অকালের প্রাণঘাতি যম
নিজেকে হারানো কোন অরণ্য জঙ্গল।
জীবনের সাধনার কেন্দ্রে থাকে ধন
যেভাবেই পায় কেউ না ফুরাতে দম
সেভাবেই তারা খোঁজে সুখ অনুপম
নাবুঝে কোথায় আছে বাস্তবে মঙ্গল!

মন্দকাজে বয়ে আনে মন্দ পরিণতি
সেকথা ভাবেনা কেউ লাভ শুধু দেখে
কূপথে উন্নতি শেষে থাকে অধগতি
সেসব দেখেনা কেউ অন্ধকারে রেখে।
চকচকে অপকর্ম বাস্তবে অসার
সততায় আছে শুধু মঙ্গল অপার।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চালিয়ে যান।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

সনেট কবি বলেছেন: আপনে উঠে বসেন।

২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: চাচা একতা সনেট লিখতে আমার কতটুকু সময় লাগে?

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

সনেট কবি বলেছেন: সর্বনিম্ন ১৩ মিনিটেও লিখেছি।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

সিগন্যাস বলেছেন: আজ সবাই রিকশা নিয়ে লিখছে কেন?

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: আর কে লিখেছে?

৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

লাবণ্য ২ বলেছেন: দারুন!

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন। শেষ দুইলাইন অনবদ্য । :)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সৎ পথে থাকলে বিপদ আসবেই, কিন্তু তা সাময়িক। সত্যর জয় সবসময়।


ভালো লিখেছেন সনেট ভাই।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

সনেট কবি বলেছেন: আপনার বিষয়ে কি সব লেখা দেখলাম।

৭| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ওটা তেমন কিছু না ভাই, ব্যক্তিগত আক্রোশ থেকে সবকিছু করা হয়েছিল ! সামু কর্তপক্ষ এ বিষয়ে সবকিছু খতিয়ে দেখে উল্টা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমিও চাই তাদের শুভ বুদ্ধি উদায় হোক।

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: বিষয়টা বেশ বোরিং মনে হচ্ছিল।

৮| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বলেছেন: অপূর্ব পড়ে মুগ্ধ হলাম

৯| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:





সততা বিরল এক গুণ। এটা ধরে রাখা মানুষগুলো অনেক বড় যোদ্ধা।

কবিতায় বেশ ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.