নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সামুর মডু

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪



সামুর মডু ক্যাচাল সামলে চলেন
নিরিবিলি,সুবিচারে চোখ রেখে খোলা
সর্বদা দেখেন তারা,পরিবেশ ঘোলা
কারা করে অনাহুত, ছড়িয়ে আঁধার?
বিষাক্ত রকমে যারা কূকথা বলেন
ছেঁটেদিয়ে সেসবের কূকথার ঝোলা
তাদের কূকাজে দিয়ে বড় সড় দোলা
সরান সমূলে সব আগাছা বাধার।

ধন্যবাদ মডু দলে তাদের গুণেতে
সুন্দর রয়েছে সামু অনেক অনেক;
প্রশান্তি রয়েছে হেথা সবার মনেতে
শুভেচ্ছা তাদের তাই সময়ে প্রত্যেক।
সামুতো সবার সেরা শুভ্র চন্দ্রিমায়
সবার সামনে থেকে ব্লগ আঙ্গিনায়।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:


সামুর আগাছা গুলোতে নিড়ানি চাই!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

সনেট কবি বলেছেন: আগাছাগুলো মাঝে মাঝে বড্ড জালায়। ব্লগারদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়।

২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: সামুর মডু নিয়ে ভালো লিখেছেন প্রিয় সনেট কবি ভাই।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় বিরহের কবি।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

শামচুল হক বলেছেন: দারুণ দারুণ

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা...

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় সাইন বোর্ড

৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


মড়ুদের অনেক দায়িত্ব; কারণ, ব্লগিং হলো জীবন্ত মানুসের মিলন কেন্দ্র

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১

সনেট কবি বলেছেন: এতে অনেক সময় পথ ভুলে উল্টা-পাল্টা কেউ এসে গন্ডোগোল পাকায় যা মডুদের থামাতে হয়।

৬| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৯

ব্লগ মাস্টার বলেছেন: সামু থেকে সব দুষ্ট লোকদের ছেঁটে ফেলা হোক ।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৩

সনেট কবি বলেছেন: তবে এসব ছাঁটাছাঁটির কাজ একটু দেখেশুনে করতে হয়।

৭| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০২

স্রাঞ্জি সে বলেছেন: আগাছা নিংড়ে কি লাভ, বেকায়দার ব্যক্তি থেকেও নৈতিকতা শিক্ষা পাওয়া যায়।

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: যেমন বেআদব থেকে আদব শিক্ষা করা যায়।

৮| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৫

সিগন্যাস বলেছেন: বেশ সুন্দর কাব্য হয়েছে।এটা লিখতে আপনার কতক্ষণ
লেগেছে?

১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৮

সনেট কবি বলেছেন: আসলে সময়ের হিসেব সবসময় করা হয়না। যে সনেট ১৩ মিনিটে লিখেছিলাম সেটা ছিল প্রতিমন্তব্য সনেট। তো মন্তব্যের ১৩ মিনিট পরে প্রতি মন্তব্য করা হয়েছে সে কথার প্রমাণ সেখানে রয়েছে।

৯| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন আপনার কিবোর্ড শিল্পনীয় কারুকাজ ।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ মামা

১০| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: গ্রেট পোষ্ট।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

১১| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪

আরইউ বলেছেন: সনেট নিয়ে আপনার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে? কখনো কোন কবি যিনি মূলধারার সনেট লিখেছেন তাকে আপনার লেখাগুলো দেখিয়েছেন?
দুঃখিত ব্যক্তিগত প্রশ্ন করার জন্য। জানার আগ্রহ হলো তাই প্রশ্ন করা।
ভালো থাকুন আপনি!

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

সনেট কবি বলেছেন: পাঠ্য পুস্তকে সনেট ছিল। সনেটের ব্যকরণ লিখেন এমন একজন কবি আমার সনেট নিয়ে আলোচনা করেছেন। আর ফেসবুক ও ব্লগে অনেকেই আমার সনেট দেখছে। সনেটের জন্য যে বা যারা আমাকে যে শর্ত দিয়েছে সব শর্ত পূরণ করে আমি সনেট লিখতে পারি বলেই আমার মনে হয়!

১২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

তারেক ফাহিম বলেছেন: সামু এবং আগাছা নিয়ে সুন্দর সনেট।

আপনার সনেট প্রতিভা দেখে বার বার মুদ্ধ হচ্ছি।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় ফাহিম ভাই।

১৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সামুর মডুর ঘিলু কম। #:-S

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সনেট কবি বলেছেন: কম ঘিলু নিয়ে তারা এমন একটা চমৎকার ব্লগ চালান কি করে? তাদের ঘিলু কম হওয়া বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। অবশ্য ঘিলু জিনিস যত বেশী হয় ততই মঙ্গল!

১৪| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

যবড়জং বলেছেন: সাধুবাদ জানাই আপনাকে, সনেটের মত এতো কঠিন সাহিত্যকে কলমের( কি-বোর্ডে) ডগায় নাচানোর জন্যে । অনেক , অনেক শুভ কামনা ।।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।

১৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মডুরা মাঝেমধ্যে পিকনিকে যায়। আর সে সময়টা আগাছারা কাজে লাগায়।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

সনেট কবি বলেছেন: তাদেরোতো শ্রান্তি বিনোদন দরকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.