নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বিদেশ পাগলা

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫



বিদেশ পাগলা দেশ ছেড়ে বিদেশের
অচেনা অজানা কোন দূর ঠিকানায়
থেকে দেশের চেতনা জেগে ভাবনায়
অস্থির থাকেন খুব অন্তর দহনে।
সবুজ তরু বিথির গ্রাম স্মরনের
সতেজ অবুঝ মন আজ নিরুপায়
হয়ে কাঁদে দূর দেশে। রক্তের কণায়
অপার অসহায়ত্ব হৃদয় গহিনে।

নাগরিক চেতনায় দেশের উন্নতি
একান্ত কাম্য সবার।যেথায় থাকুক
চায়না কেউ কখনো স্বদেশের ক্ষতি।
বিদেশ পাগলা চান তেমন বাঁচুক
নিজের জাতি ও দেশ বাড়িয়ে সুনাম
ঘুচিয়ে সকল ক্ষেত্রে সকল দূর্নাম।



বিঃদ্রঃ তাঁর প্রদত্ত ছবির পোষ্টে কিছুতো রয়েছে। তার ব্লগ ঘুরে এলে সেটা নজরে পড়বে। এ পর্যন্ত আমার ‘সনেট কাব্যে সামু ব্লগার’ পোষ্টে ৭৯ জন ব্লগারের নাম উঠেছে।



ব্লগার বিদেশ পাগলা

সনেট কাব্যে সামু ব্লগার

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: বরাবরের মতো সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

কাইকর বলেছেন: ভাল লাগলো।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: হু, নজরে আনলাম তা। যদিও সেই আশা টা বুঝি ক্ষিণ।

সনেটের ভাল লাগা জানাচ্ছি।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

সনেট কবি বলেছেন: কিন্তু ক্ষিণ হবে কেন?

৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথম মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

অনেককে দেখি প্রথম মন্তব্যকারীকে চা টা খেতে দেয়।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩

সনেট কবি বলেছেন: আপনি যেখানে কেমেরা নিয়ে ছবি তোলার কাজে ব্যস্ত রয়েছেন সেখানে আপনাকে চায়ের কথা বলে বিব্রত করি কেমন করে?

৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

বিদেশ পাগলা বলেছেন: হে মহান কবি ! আমার মতো একজন চুনোপুটি লিলিপুট মার্কা অখ্যাত ব্যক্তিকে নিয়ে লিখেছেন তাতে আমি ধন্য ও গর্ব বোধ করছি। কিন্তু লজ্জা লাগছে এ জন্য যে আমি এ কবিতার উপযুক্ত কিনা ? মহান সৃষ্টি কর্তা্র নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি । আপনার লিখা আমাদের দারুণ অনুপ্রাণিত করে । আপনার কবিতা বাংলা ভাষার সম্পদ । লিখা চালিয়ে যান নবউদ্যমে সাবলীল গতিতে । আমরা আছি আপনার সাথে । ব্লগের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।

অসংখ্য ধন্যবাদ--------- জনাব সনেট কবি
হে মহান কবি ! আমার মতো একজন চুনোপুটি লিলিপুট মার্কা অখ্যাত ব্যক্তিকে নিয়ে লিখেছেন তাতে আমি ধন্য ও গর্ব বোধ করছি। কিন্তু লজ্জা লাগছে এ জন্য যে আমি এ কবিতার উপযুক্ত কিনা ? মহান সৃষ্টি কর্তা্র নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি । আপনার লিখা আমাদের দারুণ অনুপ্রাণিত করে । আপনার কবিতা বাংলা ভাষার সম্পদ । লিখা চালিয়ে যান নবউদ্যমে সাবলীল গতিতে । আমরা আছি আপনার সাথে । ব্লগের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।

অসংখ্য ধন্যবাদ--------- জনাব সনেট কবি

২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

সনেট কবি বলেছেন: মন্তব্য চমৎকার হয়েছে।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি যেখানে কেমেরা নিয়ে ছবি তোলার কাজে ব্যস্ত রয়েছেন সেখানে আপনাকে চায়ের কথা বলে বিব্রত করি কেমন করে?

আপনার অনেক বুদ্ধি চাচা। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.