নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-বাসীর

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯



আল-বাসীর দেখায় সর্বদ্রষ্টা হয়ে
যা আছে দেখেন সব।তাঁর থেকে আর
লুকিয়ে থাকার স্থান, কোথা আছে কার?
সবার সকল তিনি সবটা দেখেন।
তিনি থাকেন যাদের চিন্তা বোধদয়ে
তাদের থাকেনা মন কূ-পথে চলার
আল-বাসীরে দেখায় কি থাকে বলার?
সবার কাজের তিনি হিসেব রাখেন।

পাপীরা ধোকায় পড়ে করে পাপ কাজ
অবিশ্বাস তাদেরকে রাখছে কূ-মতে
অহমিকা ভরা সব পাপীর সমাজ।
পাপীর ভীষণ রাগ পাপের অমতে
সব কিছু শেষ হবে মরনের ডাকে
তখন সবাই সত্য খুব বুঝে থাকে


বাসীর

বাসীরু প্রদর্শন কারী সত্য মিথ্যা ভেদ
সুচারু সুন্দর করে সাবলিল ভাবে
দেখতে যে চায় তার নিখাদ ইচ্ছায়
মনপ্রাণ এক করে বিনয়ের সাথে।
যে ভাবে একাজ নয় তেনার গরজ
তার জন্য অজ্ঞতার অন্ধকার আছে
সত্যের সুন্দর তার নজর এড়িয়ে
চলে যায় ভিন্ন পথে চিরকাল জন্যে।

বাসীরের প্রিয়জনে আদবের সাথে
সম্মান জানিয়ে জান সত্যের সুপথ
নতুবা মিলবে ভাগ্যে অপার বিপদ।
নিজের জ্ঞানেতে নয় বড়াই কখনো
জ্ঞানীকে জিজ্ঞাস কর কি জানেন তিনি
জেনে শুনে কর পরে জীবন যাপন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবি ভাই,
আল-বাসীর এর পর, এর বাংলা অর্থ দিলে ভালো হয়।





লিখতে থাকুন সাথে আছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

সনেট কবি বলেছেন: শিরনাম বড় করতে চাচ্ছিনা। তবে অর্থ কবিতার ভিতর দিয়ে দিচ্ছি। আরেকটা ঝামেলা হলো একেক তালিকায় একেক রকম অর্থ দেখাযাচ্ছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

আল - বাসীর চিন্তা আমাদের সবার আসুক । সুন্দর সনেট। ++ ++


শুভেচ্ছা আপনাকে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

সনেট কবি বলেছেন: চৌধুরি ভাই ‘আল-আলীম’ পোষ্টটি মনে হয় আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। তবে এ পোষ্টের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল-আসমাউল হুসনা বিষয়ে একটা বই করার ইচ্ছা আছে। আমি স্বপ্নে এ সংক্রান্ত কবিতাগুলো আরশে আজিমে প্রদর্শিত হতে দেখেছি। এ গ্রন্থ যদি আমার পরকালে নাজাতের কারণ হয় তবে মন্দ হবেনা। ভাবছি ৫০০ কপি ছাপিয়ে এলাকার মসজিদে মসজিদে বিতরন করব। ডঃ এম আলীর মত গঠনমূলক মন্তব্য পেলে আশা করছি বইয়ে ছাপিয়ে দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.