নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজীব নুর

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮



তীল তীল করে তার এ গড়া নিজেকে
রাজীব নূর স্নেহের ভাতিজা আমার
প্রতি দিন পাই তার পোষ্ট উপহার
বিচিত্র বিষয়ে ব্লগে, মুগ্ধতায় ঠাঁসা।
মনোযোগে পড়ে পাই পোষ্ট বাঁকে বাঁকে
কত জ্ঞান কথা আহা কি চমৎকার
দর্শন সেথায় জমা আছে ভাতিজার
মন থেকে যার প্রতি আসে ভালবাসা।

ভাতিজার গুণী বউ সুরভী মা-মনি
স্বামীর পাশেই থেকে সদাচার দিয়ে
তাড়িয়ে বেড়ায় তার কাছে আসা শনি।
রাজীব লেখেন নানা সমাচার নিয়ে
কথা ফুলে গড়ে উঠে অনুপম মালা
যাতে পাঠকের মন হয় যে উজ্বালা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

আকিব হাসান জাভেদ বলেছেন: সবার প্রিয় মুখ আর লেখার গাথনীতে
যে মুগ্ধ করে প্রতিরোজ
সে আর কেউ নয়
সেই আমাদের প্রিয় রাজীব ভাই।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

সনেট কবি বলেছেন: ভাতিজা আমার বড় পরিশ্রমী। দোয়াকরি কর্মগুণে অমর হয়ে থাকুক।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

সনেট খুবই সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনার ভাতিজাকে সঙ্গে অভিনন্দন রইল । বাইরে আছি আজ রাতে ট্রেন আগামী কাল সকালে বাড়ি ফিরব । গিয়ে আপনার কাজে হাত দেব।

বিনম্র শ্রদ্ধা আপনাকে ।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

সনেট কবি বলেছেন: আপনার কাজে সবার আস্থা আছে বলে মনে হয়। দেখি সবাই মিলে ২৫ কোটি বাঙ্গালীর জন্য একটা ভাল বই করতে পারি কি না। চেষ্টা করতে দোষ কি?

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার রাজীব নুর অবশ্যই খুবই উৎসাহী ব্লগার, আপনার সনেট তাঁকে আরো উৎসাহিত করবে!

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

সনেট কবি বলেছেন: তাঁর কলমের ধার বাড়ছে। আশাকরি তা’ বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৫

হাবিব বলেছেন: অসাধারণ লেখনি। ঈর্ষা হচ্ছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

সনেট কবি বলেছেন: আপনারাও ভাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন। সবার প্রচেষ্টায় সবাই উপকৃত হচ্ছে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, শুভ সকাল।
সকালবেলা আপনার সনেট, আমাকে খুব আনন্দ দিল।
সুরভিকে দেখালাম। সে আপনাকে বাসায় দাওয়াত দিল। আগেও একবার দিয়েছিল।
আসলে ব্লগে আমি যে শান্তি পাই। সেটা অন্য কোথাও পাই না।
সব জাগায় কপটতা, চালাকি আর পলিটিক্স।
আসলে প্রতিটা ব্লগার এক একজন সচেতন নাগরিক।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

সনেট কবি বলেছেন: ব্লগের কারণে আমি ফেসবুক ছেড়ে দিয়েছি। এখন এখানেই পড়ে থাকি।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

কে ত ন বলেছেন: ভাতিজার সাথে চাচার কি কখনো সাক্ষাৎ হয়েছে? না হলে এই সুযোগ। ভাতিজার বউ দাওয়াত দিয়েছে - এমন আদর যত্ন করবে, যা নিজের শাশুড়িও কোনদিন করেনি। চাচা, আপনার অবশ্যই উচিত এই দাওয়াত কবুল করা।

আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম মিসেস সুরভীর মেনুতে কি কি ছিল, তাই জানার জন্য।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

সনেট কবি বলেছেন: তেমন সময় ও সুযোগ ঠিক কবে হবে জানি না। তবে ভাতিজার আন্তরিকতায় কোন ঘাটতি নেই।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: আকিব হাসান জাভেদ

ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

সনেট কবি বলেছেন: তিনি ভাল বলেছেন।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



চাচার সুহৃদ হিসেবে তার সাথে আমরাও কি দাওয়াত পেতে পারি?

দু'জনকেই অভিনন্দন।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

সনেট কবি বলেছেন: তা’ আমরা দুই ভাই মিলে একসাথে গেলেই হলো।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: চাচা-ভাতিজা দুজনকেই শুভেচ্ছা আর শুভকামনা।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনি সবার মঙ্গল কামনা করেন এটা ভাল দিক।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

নজসু বলেছেন: সত্যি রাজীব ভাইয়ের পোষ্ট যত পড়ি ততো মুগ্ধ হই।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

সনেট কবি বলেছেন: তিনি মেধা উজাড় করে কিছু একটা করার চেষ্টা করেন।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই সামু ব্লগের হিরো, উনার মাথায় লেখার আইডিয়া সব সময় গিজগিজ করে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন। অনেকের মাথায় বছরেও লেখার মত কিছু আসেনা। অথচ তাঁর কথা কলমের আগায় সব সময় থাকে।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

আরোগ্য বলেছেন: সনেট কবি ও রাজীব ভাইয়ের চির মঙ্গল কামনা করি।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

সনেট কবি বলেছেন: আর আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

শিখা রহমান বলেছেন: কবি ও কবিতার ব্লগার, দুজনকেই শুভকামনা। সনেট ভালো লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উভয়কে ধন্যবাদ ও
আন্তরিক শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

সনেট কবি বলেছেন: ভাতিজার এখনো অনেক বয়স পড়ে আছে। তার থেকে বিরাট কিছু আশা করছি।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগের কারণে আমি ফেসবুক ছেড়ে দিয়েছি। এখন এখানেই পড়ে থাকি।

ইদানিং আমিও ফেসবুকে কম থাকি। ব্লগেই বেশি সময় দেই।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: আমি ফেসবুকের আগ্রহ হারিয়ে ফেলেছি।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কবি একদিন খিলগা থেকে ঘুরেই আসেন না!

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কাছের-মানুষ বলেছেন: চাচা ভাতিজাকে আমার অভিনন্দন।
ব্লগার রাজিব নূর একজন পরিশ্রমী ব্লগার। আপনার সনেট তাকে লেখায় বারতি উৎসাহ জোগাবে।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামু আজকাল স্রেফ রাজীব নুরময়, এমনকি তার নুরে কাকুর(চাঁদকাকু) জেল্লাও ম্লান ঠেকে।
আমি চরমত/পরমত হিংসিত মাইরি............

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, আমি আবার এলাম আপনার পোষ্টে। আবার সনেট টি পড়লাম।
ইচ্ছা আছে সনেটি মুখস্ত করে ফেলব। তারপর আপনাকে যেদিন দেখা হবে শুনিয়ে চমকে দিব।

মন্তব্য গুলো পড়লাম। আর ভালো লাগায় মন ভরে গেল ।

২০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লেগেছে।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

সিগন্যাস বলেছেন: কেমন আছেন প্রিয় কবি?

২২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজিব নূর। একজন সুন্দর গল্পকার। ভালো লাগে খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.