নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

ঘৃন্য ষড়যন্ত্রের অবসান চাই

০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১


বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হচ্ছে তৈরি পোশাক এবং জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। হামলার আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে এদেশকে অকার্যকর দেশে পরিণত কর। পিছনের শক্তি কারা এবং কাদের এতে বেশী লাভ? দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরী পোশাক খাত থেকে। আবার এককভাবে এ শিল্প খাতটিও সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর এ রফতানি আয়ের পেছনে অন্যতম নিয়ামক হিসেবে যারা কাজ করছেন তারা হলেন বিদেশী ক্রেতা। তারা এদেশ থেকে তৈরি পোশাক কিনে বিদেশের বড় বড় সুপার স্টোরগুলোতে সরবরাহ করে থাকেন। অনেক বিদেশী ক্রেতা এদেশে তাদের বাইং হাউস স্থাপন করে এদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে থাকেন। গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় যে নয় ইতালীয় নাগরিককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে জঙ্গীরা তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা। বাংলাদেশে বর্তমানে যে মেগা ১০ উন্নয়ন প্রকল্পের কাজ চলছে তার একটি হলো মেট্রোরেল। এই রেল ব্যবস্থা স্থাপনের কাজ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ফলে পূর্ণ গতিতে শুরু হবে এ রেল ব্যবস্থার নির্মাণ কাজ। এ লক্ষ্যেই জাপানের উন্নয়ন সংস্থা জাইকার পক্ষে এই বিশেষজ্ঞরা বাংলাদেশে এসেছেন এই প্রকল্পের কাজ তদারকি করতে। আর বেছে বেছে তাদেরই জিম্মি করে হত্যা করা হয়েছে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে। বাংলাদেশের অর্থনীতি বিদেশ নির্ভর। রেমিটেন্স ও রফতানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে টেনে উপরে তুলছে। আবার বিদেশী বিনিয়োগও দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে সৃষ্টি করছে কর্মসংস্থান। তাই কোনভাবে বিদেশীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ভীতি তৈরি করতে পারলে বাংলাদেশকে পঙ্গু করা যাবে। আর সেই উদ্দেশ্য থেকেই গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বেছে বেছে বিদেশীদের হত্যা করা হয়েছে। সরকারের উন্নয়নে শক্তিধর রাষ্ট্রগুলোই যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসারিত করছে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে আর এগুলোকে ঠেকাতে ঈর্ষান্বিত হয়ে সরকারকে বেকায়দায়-চাপে ফেলার উদ্দেশ্যেই এ হামলা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫

অতৃপ্তচোখ বলেছেন: ঠিক বলেছেন ভাই। খুব সুন্দর যুক্তি তুলতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ বিদেশি বিনিয়োগে পাকিস্তানের উপরে অবস্থান করছে। এটা অনেকেই ভালো চোখে দেখছেন না। পাকিস্তান আত্মসমর্পণ করে পালিয়েছিল, কিন্তু কিছু উত্তরসূরী রেখে গিয়েছে, তাদেরই বাংলাদেশের উন্নতি চোখের কাটা হয়ে গেছে

২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

বিজন রয় বলেছেন: অবসান কে করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.