নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত রক্ষায় নতুন মাত্রা যোগ হল বিজিবিতে

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

গৌরবময় বাংলাদেশ সীমান্ত রক্ষায় নতুন মাত্রা যোগ হল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিজিবিতে যোগ দিয়েছেন ৯৭ জন নারী সৈনিক। সীমান্তের অতন্দ্র পাহারায় এখন তাঁরা শৃঙ্খলা ও দক্ষতার প্রতীক। দেশমাতৃকা রক্ষায় নারীর এই অংশগ্রহণ যেন গৌরবময় বাংলাদেশের নতুন মাত্রা। বেনাপোল চেকপোস্টে গতকাল সোমবার সকাল থেকে বিজিবির ১৫ জন নারী সৈনিক তাঁদের কার্যক্রম শুরু করেছেন। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি চেকপোস্ট ক্যাম্পে যোগ দিয়েছেন ঋতু, নার্গিস, তানিয়া সুলতানা, মৌসুমী, সাগরিকাসহ মোট ১৩ জন। আমড়াখালি চেকপোস্ট ক্যাম্পে বাকি দুজন যোগ দেন। নারীপাচার, মাদকসহ সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদ্য নিয়োগপ্রাপ্ত এসব নারী সৈনিক তাঁদের পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। দেশের জন্য কাজ করতে পেরে ভালোই লাগছে তাদের। সীমান্তে চোরাচালান ঠেকাতে পারলে আরো ভালো লাগবে। প্রশিক্ষণ শেষে গতকালই তাঁরা যশোরের বেনাপোল সীমান্তে যোগ দিয়ে দায়িত্ব পালন শুরু করছেন। নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৫ জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে বিজিবিতে ৯৭ জন নারী সৈনিক যোগ দেন। বিজিবির একজন সদস্য হিসেবে এসব নারী সৈনিকের কাছে দেশ ভালো কিছুর আশা রাখে। আমার বিশ্বাস, তারা সে আশা পূরণে সক্ষম। শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে নারীপাচার, মাদকসহ সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে পুরুষ সৈনিকদের পাশাপাশি নারী সৈনিকরাও ভালো কাজ করতে পারবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দরকার ছিল না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.