নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

এগিয়ে চলা বাংলাদেশের গল্প

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

নানামুখী প্রতিকূলতার ভেতর দিয়েও বাংলাদেশ উন্নয়নের সোপান বেয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে। বৈরী প্রকৃতির ভেতরেও খাদ্যশস্য উৎপাদনে এবং খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ এখন একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। দুর্যোগসহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনেও বাংলাদেশের সাফল্য কম নয়। এছাড়া জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষাকারী মিশনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ক্রয় ক্ষমতার সমতার বিচারে বর্তমান বাংলাদেশের বাজারভিত্তিক অর্থনীতি বিশ্বের বত্রিশতম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং উদীয়মান নেকস্ট ইলেভেন মার্কেটের সারণিতে স্থান লাভ করেছে। ২০১৬ সালে বাংলাদেশের অর্থনীতি ৭.১% গ্রোথ রেটসহ বিশ্বের দ্বিতীয় দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতি হিসেবে পরিচিত হয়েছে। রপ্তানি আয়, রেমিট্যান্স এবং অভ্যন্তরীণ কৃষিখাতে প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে। দীর্ঘকালের কৃষিনির্ভর অর্থনীতি ক্রমে ক্রমে শিল্পনির্ভরতার দিকে ধাবিত হচ্ছে এবং তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, মৎস্য, পাট এবং চামড়াজাত দ্রব্যে রপ্তানিকেন্দ্রিক শিল্পায়ন হচ্ছে। এভাবে বাংলাদেশ-এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এক উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি হিসেবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়ে গেছে। অধিকন্তু, ভারতের মূল ভূখ- এবং এর সপ্ত-ভগি্ন রাজ্যগুলোর (seven sister states) মাঝে অবস্থিত হওয়ায় এবং ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় বাংলাদেশের যে ভূ-রাজনৈতিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে তাকেও অত্যন্ত সফলভাবে, সম্পূর্ণ বাংলাদেশ বান্ধবভাবে ব্যবহার করার যে যোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে নিয়ে তার অসামান্য উন্নয়নের গল্পের পশ্চাতভূমি এটাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.