নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড দেশের জন্য বিশাল অর্জন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭


প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গবর্নেন্স এ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে আগামীকাল সোমবার এ পুরস্কার। ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আইসিটি বিভাগে নেতৃত্বদান ও দৃঢ়তার সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টেকসই উন্নয়নের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এ বছর থেকে শুরু হওয়া পুরস্কারটি পরবর্তীতে প্রতি বছরে একবার প্রদান করা হবে। এ বছর পুরস্কারটি প্রদান করবেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি। জয় এই পুরস্কারে ভুষিত হলেন। ভারতের পালানি হিলসের কোদাইক্যানাল আন্তর্জাতিক স্কুলে তার শিক্ষাজীবন শুরু। কলেজ পাস করেন তামিলনাডুর সেন্ট জোসেফ কলেজ থেকে। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রী নেন ফিজিক্স ও ম্যাথম্যাটিকস বিষয়ে। কম্পিউটার সায়েন্স বিভাগে তার আগ্রহের কারণেই যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পুনরায় বিএসসি ডিগ্রী নেন। সর্বশেষ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেনেডি স্কুল অব গবর্নমেন্ট থেকে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন তিনি।প্রথম বাংলাদেশী হয়ে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ এ্যাওয়ার্ড লাভ করেন আইটি বিশেষজ্ঞ হিসেবে। নিজ সমাজ ও পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতি বছর বিশ্বে ২৫০ তরুণ নেতৃত্বকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসব যোগ্যতার পাশাপাশি নিজ লেখা দিয়ে মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা, ইউরোপের ও ভারতের সব স্কুলের ১০ শ্রেণীর সবাই এই পুরস্কার পাওয়া উচিত।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, সবকিছুর ব্যবস্হা উনি নিজে করেছেন!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

শিশুগাছ বলেছেন: :-B

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



উনি যখনই কিছু বলেন, ভুল বলেন; সেটা বুঝতে পেরেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.