নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭




সুন্দরবনের দস্যুবাহিনীর আরো একটি দল তাদের অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। জাহাঙ্গীর বাহিনী নামক এই দলটি সুন্দরবনের সবচাইতে বড় বনদস্যুবাহিনী ছিল বলে পত্রিকান্তরে প্রকাশিত এক খবরে জানা গেছে। ঐ বাহিনী প্রধান জাহাঙ্গীরসহ ২০ সদস্য বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণের এই ঘটনার মধ্য দিয়া বিগত ৯ মাসে মোট ৯টি জলদস্যু ও বনদস্যু বাহিনী আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট আত্মসমর্পণ করল। সুন্দরবন এলাকায় এই সকল বন ও জলদস্যুদের নৃশংস ও ক্রমাগত উৎপাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। তাদের অত্যাচারে সামগ্রিক জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকায় অবতীর্ণ হলে সাম্প্রতিককালে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে শুরু করে। আর এরই সুফলরূপে একের পর এক বনদস্যু ও জলদস্যু বাহিনীর এই সাম্প্রতিক আত্মসমর্পণ শুরু হয়। বনদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আত্মসমর্পণ করছে। রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ক্ষমতাধর যে সকল ব্যক্তি এই জাতীয় দস্যুদের গডফাদার তাদেরকে ধরাশায়ী করতে হবে তা নাহলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই দস্যুদের বিরুদ্ধে র্যা ব-পুলিশ ও প্রশাসনের অভিযান ও ব্যবস্থাদিকেও খাটো করিয়া দেখার কোনো অবকাশ নেই। এ ক্ষেত্রে তাদের সাফল্য ও আন্তরিকতা সকলেরই দৃষ্টি কেড়েছে। সরকারের এই ভূমিকা তথা অভিযানের দরুন দস্যুদের অপতৎপরতা যথেষ্ট হ্রাস যে পেয়েছে তা বলাই বাহুল্য। সুতরাং, একদিকে প্রভাবশালীদের অন্যায় প্রভাব ও কর্তৃত্ব নির্মূলকরণ এবং অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের অব্যাহত ও কঠোর অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সংকট বা উৎপাত বন্ধের প্রকৃত স্থায়ী সমাধানটি নির্ভর করছে। সুন্দরবনের নিরাপত্তা বিধান শুধু যে এলাকাবাসীর জন্য জরুরি তা নয়, দেশের অর্থনীতির চাকা ঘূর্ণায়মান রাখতেও সেখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। আর এই চেতনা ও সত্যোপলব্ধি সংশ্লিষ্ট মহলের মাঝে যত দ্রুত সঞ্চারিত হবে ততই দেশের জন্য মঙ্গল। বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই অভিযান অব্যাহত রাখবে এবং দেশে শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে এ প্রত্যাশা সবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

উত্তরের উপাখ্যান বলেছেন: সরকারের পক্ষ থেকে এধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

ইয়াসিরআরাফাত বলেছেন: সততাই সুখ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.