নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

কিডনি লাগবে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯


আধুনিক জীবনের গতিময় লাইফস্টাইলে মানুষের মনে তীব্র হয়ে উঠেছে ফাস্টফুডের প্রতি ভালোবাসা। পরিণতিতে জীবনের এই চাকচিক্যকে উপহাস করতেই যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর হয়ে উঠছে রোগের ডিপো। বারোটা বাজছে হার্ট, ফুসফুস, লিভার, কিডনি নামের দেহযন্ত্রগুলির। সমাজে বর্তমানে ক্রমশঃ ক্রনিক হয়ে উঠেছে কিডনি রোগ। জীবনে তীব্রগতির মূল্য পরিশোধ করতে গিয়ে ডায়ালাইসিসের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আর যদি নষ্ট হয়ে যায় কিডনি? তবে সমাধানের রাস্তা একটাই, কিডনি প্রতিস্থাপন। তবে খরচের বাহুল্যে এখনো অনেকেই পিছিয়ে আসতে হয়। তবে এ সমস্যার সমাধান হতে চলেছে অচিরেই, এবার হাতের কাছেই মুশকিল আসান। বাঙালি বিজ্ঞানী শুভ রায় সমস্যা সমাধানে তৈরি করে ফেলেছেন কৃত্রিম কিডনি। খুব শিগগিরই বাজারে আসছে এই কৃত্রিম কিডনি। আকারে হাতের মুঠোর সমান। খরচ তুলনায় অনেকটাই কম। ২০১৯-এর মধ্যেই বাজারে আসার সম্ভাবনা এই কৃত্রিম কিডনির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক শুভ রায় এবং তার সহযোগীদের উদ্ভাবিত এই কৃত্রিম কিডনি চলতি দশকের শেষে অথবা নয়া দশকের গোড়াতেই বাজারে পাওয়া যাবে। আমেরিকায় তৈরি এই যন্ত্র আপাতত সেদেশের কয়েক হাজার রোগীর দেহে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। শারীরিক সুরক্ষা ও সর্বাঙ্গীন সাফল্যের পরীক্ষার বৈতরনী উতরোলেই তা বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার অনুমতি দেবে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক এফডিএ। কিভাবে কাজ করে এটি? শুভ রায়ের বরাতে জানা যায়, যন্ত্রটি সহজেই পেটের ভিতরে স্থাপন করা যায়। স্বাভাবিক কিডনির মতো রক্ত শোধন করা ছাড়াও হরমোন উৎপাদন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সক্ষম। সাধারণ হিমোডায়ালাইসিস প্রক্রিয়ার মতো রক্ত থেকে বিষাক্ত বর্জ্য বাদ দেয়া ছাড়াও জীবন্ত কিডনি কোষ দিয়ে তৈরি বায়ো রিঅ্যাক্টর এবং সূক্ষ্ণ পর্দার মাধ্যমে রক্ত শোধনের কাজ নিখুঁতভাবে করতে পারে এই কৃত্রিম কিডনি। বর্তমানে কিডনি সমস্যায় বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির ক্রনিক সমস্যা সমাধানে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের অনেক খরচই তার অন্যতম কারণ। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের চেয়ে ব্যয় সাশ্রয়ী এই কৃত্রিম কিডনি, কিডনি রোগীদের জন্য খুলে দিবে সম্ভাবনার নব দিগন্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুসংবাদ।


ধন্যবাদ স্বপ্ন বীথি।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

টারজান০০০০৭ বলেছেন: সুসংবাদ। জলদি দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.