নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

শুনে কষ্ট লাগে জঙ্গিরা নাকি ইসলাম ধর্মের অনুসারী

২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০



আমরা বাঙালীরা শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিত। দাঙ্গা-হাঙ্গামা অশান্তি এইসব আমাদের একদমই পছন্দ নয়। এছাড়া এদেশের ৯২ শতাংশ মানুষ শান্তির ধর্ম ইসলামের অনুসারী হওয়ায় সর্বোচ্চ শান্তি বিরাজ করছে। তার উপর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশে গতিশীল উন্নয়নের ছোঁয়া লেগেছে। দরিদ্রের হার কমেছে, মাথাপিছু আয় বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ চলছে। শেখ হাসিনার হাত ধরে এই দেশ যখন দিনকে দিন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, যখন এ দেশে রাজাকারদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হচ্ছে। ঠিক তখনি একটি কুচক্রি মহল নিজেদের ব্যক্তি স্বার্থ, সমষ্টিগত বা দলীয় স্বার্থে এ দেশে জঙ্গি হামলা, গুম, খুন, বোমা হামলা, ইত্যাদি সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে দেশের শান্তি বিনষ্ট করে চলেছে। মূলত দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা সহ বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বর্তমানে এদের মূল উদ্দেশ্য। এ দেশের মানুষ কখনই জঙ্গিবাদে সমর্থন করেনা। দেশে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই দিনের পর দিন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। সেই সাথে ইসলাম ধর্মকেও অপব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে,জঙ্গিদের পুরোপুরিভাবে নির্মূল করতে হলে জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জঙ্গিরা কোন ভিন গ্রহের প্রাণী নয়, তারাও আমাদের মত মানুষ। তাদেরও আমাদের মত বাবা-মা পরিবার পরিজন রয়েছে। যেকোনোভাবে তারা ভুল শিক্ষা পেয়ে বা সঙ্গ পেয়ে জঙ্গি সংশ্লিষ্টতায় চলে গেছে। আমাদের উচিৎ আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে সবসময় নজরদারিতে রাখা। যাতে করে সন্তানরা ভুল পথে চলে না যায়, ভুল শিক্ষা না পায়, সেইদিকে খেয়াল রাখা। এছাড়া তাদেরকে সঠিকভাবে ইসলামকে জানানো। তা নাহলে হয়তো আপনার-আপনার সন্তানটিও একদিন জঙ্গিবাদে জড়িয়ে পড়বে। জঙ্গিবাদের একাধিক ঘটনায় দেশ আজ আক্রান্ত, দেশের মানুষ আক্রান্ত। সবচেয়ে শুনে কষ্ট লাগে যখন জানতে পারি জঙ্গিরা ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু ইসলাম তো কখনই জঙ্গিবাদে সমর্থন করেনা। মানুষ হত্যা, হামলা, বোমাবাজি এইসব করে জঙ্গিরা কি ধরনের ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমার জানা নেই। কতটা নিচে নামতে পারলে জঙ্গিরা জান্নাত-আখিরাতের পাসপোর্ট বানাচ্ছে, আল্লাহর নাম নিয়ে মানুষ খুন করছে, বিভিন্নরকম জঙ্গিবাদে উৎসাহি জিহাদি বই লিখছে। সত্যিই কি এরা মুসলিম? এরা মূলত ইসলাম ধর্মকে ব্যবহার করছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে নম্র ও বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। নাশকতামূলক কর্মকাণ্ড করে জঙ্গিরা কিভাবে নিজেদের মুসলিম বলে দাবি করে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


"এছাড়া এদেশের ৯২ শতাংশ মানুষ শান্তির ধর্ম ইসলামের অনুসারী হওয়ায় সর্বোচ্চ শান্তি বিরাজ করছে। "

-শতকরা বাকী ৭ শতাংশ কি "অশান্তির ধর্মের" লোকজন? ১০০% মুসলমান হলে, শান্তি বাড়ার কথা; চিন্তা করেন। আপনার মগজ ছোট!

২| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


জংগীরা অন্য ধর্মের লোকজন; খুশী?

৩| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর আলোচনা।

ইসলাম শান্তি ও বিনয়ের শিক্ষা দেয়।

৪| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৮

আনন্দ পাল বলেছেন: এদেশে সর্বোচ্চ শান্তি বিরাজ করছে ??? চরম হাঁসি পেল ...

৫| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

নতুন বলেছেন: আপনার সব পোস্ট সরকারের সুনাম করে কেন? আপনি কি কাজ করছেন?

তবে এই রকমের ব্লগ লেখার জন্য সরকারী টাকা অপচয় করা ঠিক না।

৬| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

পুকু বলেছেন: ভাই কি ক্লাস ফোরের গরুর রচনা লিখতে বসছেন!! ঘুম থেকে দেরীতে উঠেছেন মনে হয়।দুনিয়াদারির খবর কম রাখেন মনে হয় মিঞা।কি শান্তি! কি শান্তি অাহা অাকাশে বাতাসে!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.