নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

চলে গেছ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

কখনো কখনো

নীলাভ আকাশের

সবটুকু নীল চুরি করা

হতচ্ছাড়া

মেঘের দলের বাউলেপনা

ভীষণ অসহ্য ঠেকে

নদীর বহমান স্রোতকে

মনে হয় বেশ্যা রমনী।



চলে গেছ আজ

অনেক দুরে

ঠুনকো বাধনটুকুও

দিয়েছ ছিড়ে ।



হয়তো আমিও

ঠিক দায়ী না

সেই অর্থে অভিযুক্ত

প্রেমের খেলায় কেউ কেউ

হয়ে যায় রিক্ত ।



কী যেন বলে লোকে

মেঘলা আকাশটা

রোদ ঝকঝকে

দিনকে ঢেকে রাখে ।



মুখচোরা অভিমান

ছোট ছোট পিছুটান

এসে ভিড় করে

মনের ভিতরে ।



মন আকাশে

অজস্র ধূসরতা

সবুজাভ হৃদয়টারে

ঘিরে ধরে অসাড়তা ।



উদভ্রান্ত চাওয়া পাওয়া

কেবলি পিছু ধাওয়া

এরি মাঝে ঘোত্তা খাওয়া

ঘুড়ির ন্যায় নিম্নমুখিতা

চেপে ধরে

বিপন্ন শকুনের

আবর্জণা ঘেটে পাওয়া উন্মাদনা

যায় সরে ।



শুধু আমি

নিথর নিশ্চুপ

বসে দেখি তোমার

একই অঙ্গে কত রুপ।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

রাতুল_শাহ বলেছেন: হুম

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বিষাদ সজল বলেছেন: কিছু বুঝা গেল ভাই ?

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর......

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ সোনালী ডানার চিল ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

শ্যামল জাহির বলেছেন: কবিতা ভাল লাগলো অনেক।

শুভ কামনা।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ শ্যামল জাহির ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.