নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

কত সহজে ?

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:২৭

আমি বিদ্রূপ শুনেছি

প্রিয়তমা তোমার হাসিতে

এতটা অবহেলা

কি প্রাপ্য ছিল ?

এতটা ছলাকলা ?

কেন তবে এমন বলা

আমরা দুজন

আমরা ছাড়া

বড় একেলা ?



খুব সহজ আমি

সরলতা আমার

অভ্যাসগত পাগলামি ।



আর সহজ মানুষকে

কত সহজেই না

কষ্ট দেয়া যায় ?

কোন প্রতিরোধ আসেনা

কখখনো

কোন ক্ষণ

শুধু বুকে নিয়ে আগুন

তারা সর্বংসহা , বিক্ষত

কেবলি থাকে উপেক্ষিত ।



জীবন নিংড়ে পাওয়া

যাপিত সুখানুভূতি

প্রতিনিয়ত ছাই হয়

ধূসর এস্ট্রেতে তবু

নেয় শেষ আশ্রয় ।

মৃত্যুর প্রহর গুনে

জীবনের ইতি টেনে

বুঝতে পারিনা আপন পর

কোনটা বাহির কোনটা ঘর ?



অধিকারের কত রুপ

ফলাতে না পেরে কতজন

থাকে নিশ্চুপ ।

অধিকারের সীমানা

তবু যেন অজানা

এরই মাঝে আবার

চর্চা অনধিকার

কী জানি

হয়ত আমার না

অথবা আমার ।



তবু তোমাকে

নিজের বলে

ভাবতে ইচ্ছে করে

কাছে টেনে নেব তোমায়

থাক তুমি

যত দুরে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: জীবন নিংড়ে পাওয়া
যাপিত সুখানুভূতি
প্রতিনিয়ত ছাই হয়
ধূসর এস্ট্রেতে তবু
নেয় শেষ আশ্রয় ।
মৃত্যুর প্রহর গুনে
জীবনের ইতি টেনে
বুঝতে পারিনা আপন পর
কোনটা বাহির কোনটা ঘর ........


++++

১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫৬

বিষাদ সজল বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ।

২| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:২৬

তারাবেষ্ট বলেছেন: তবু তোমাকে
নিজের বলে
ভাবতে ইচ্ছে করে
কাছে টেনে নেব তোমায়
থাক তুমি
যত দুরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.