নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রয়োজনে বেচে আছি । অবিরাম সংগ্রাম শুধুই মাথা তুলে তাকানোর। নেই আর কোন অভিলাষ । পৃথিবীটা মনে হয় শুধুই পরিহাস ।

বিষাদ সজল

স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।

বিষাদ সজল › বিস্তারিত পোস্টঃ

প্রেম সর্বজনীন

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯

নগরীর ব্যাস্ততম রাজপথ
যানজটে আকাল
সকাল বিকাল ।

নাগরিক অনুভূতিহীন মানুষগুলো
যাণ্ত্রিক জীবনের অস্থিরতায়
দিকভুলো
ঢিমতালে ছুটে চলে
সারি সারি গাড়ি
যাত্রীবোঝাই
কোথাও তিল ধারনের জায়গা নাই
ক্রমাগত
ট্রাফিক সাইরেনে নিয়ণ্ত্রিত
এই সড়ক
ক্লান্ত পথরক্ষক
কাজের মাঝে
কী যেন খোজে
অবাক চোখে
সেই পথে চেয়ে।

পিচগলা রোদে
ধূলোর আমুদে
শ্রান্ত শরীর
জীর্ণ ইউনিফর্ম
সস্তা শ্রম
বিবর্ণ হাতঘড়ি ।

ঠিক নয়টা বিশ
বুক দুরুদুরু করছে অহর্ণিশ
উচাটন মন
চায় কার আগমন ?

রোজকার মত
রিকশায় আনীত
সেই মায়াবতী মেয়ে
কোথায় ?
কেন তার দেখা নাই ?

প্রতীক্ষার যাতনা
হয় আরো দীর্ঘায়িত
জেগে ওঠে সুপ্ত
বাসনা যত ।
সেই চোখে চোখ
এলো চুল
বাতাসে অবাধ্য ওড়না সংবরণের
আনাড়ি চেষ্টা
লাজুক হাসি
মিইয়ে দিত
ক্ষণিকের রেশটা ।

সিগনাল আটকে আছে
সময় গড়িয়ে গেছে
নেই কোন হুশ
বাড়ছে গাড়ির বহর
কাটছে কতটা প্রহর
বিরক্ত পথমানুষ ।

তবু নির্বিকার যে সে
জানেনা কী হবে শেষে ?
উদভ্রান্ত হয়ে
তাকায় আশপাশ
মনে হয় চাকুরী এক
যণ্ত্রনার নাগপাশ ।

সব দায়িত্ব ভুলে
আজ রিক্ত হলে
খুব কি ছিল ক্ষতি ?
সে ও তো মানুষ
ওড়ায় ফানুস
প্রেমের সাঝবাতি ।

ট্রাফিক
শুধুই আক্ষরিক
এক পেশা
আছে তার
জাগতিক
প্রেম ভালবাসা ।

(ছবি: সংগৃহীত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.