নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তেমন কিছু জানিনা . . .

পলক শাহরিয়ার

Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!

পলক শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আর বৃষ্টির গান

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৪


বৃষ্টি আর বর্ষা নিয়ে কি অসাধারণ সব গান আমাদের বাংলা ভাষায়....অন্য কোন ভাষায় এমন বৈচিত্রময় রোমান্টিক গান অন্যকোন ভাষায় কি আছে? কবিগুরুর আজি ঝরঝর মুখর বাদল দিনে বা এমনো দিনে তারে বলা যায়...এগুলো তো চিরদিনের গান।।এই মেঘলা দিনে একলা– হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লার ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা’
অথবা নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ ও সুবীর নন্দীর ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’ – কি অপূর্ব সব সৃষ্টি।
অঞ্জন দত্তের ‘আমি বৃষ্টি দেখেছি’, শ্রীকান্ত আচার্যের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ সোলসের পার্থ বড়ুয়ার ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’। জীবনের রোমান্টিকতম সময়ের গানগুলি ভাললাগায় তালিকায় শীর্ষে ছিল।
ডিফরেন্ট টাচ ব্যান্ডের ‘শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে’ গানটি ছোটবেলায় কি যে দারুন লাগত । ওয়ারফেজের মিজানের গাওয়া 'বৃষ্টি, কি আনন্দ....স্কুলব্যাগ কাধে নিয়ে শ্রান্ত বর্ষাদিনে কতদিন একা একা ঘুরেছি'.... কত নস্টলজিক প্রায় সময় বন্দি হয়ে আছে গানগুলোর লাইনে লাইনে সুরে সুরে।
নতুন প্রজন্মের তৌসিফের ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে’ অদিতের ‘আজ এই আকাশ’, হাবিবের ‘ চলো বৃষ্টিতে ভিজি’,গানগুলো কম্পোজিশন আর মেলোডিতে এক কথায় অনবদ্য। বাপ্পার বৃষ্টি পড়ে গানটাতে সম্ভবত একটা লাইন আছে এমন - স্মৃতির বৃক্ষপাতারা জানে মেঘের চাষবাস.. কি অপূর্ব লাইন ! আর অর্থহীনের এপিটাফ তো কথা আর কাব্যে অতুলনীয়...ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে..... তবে কি যুদ্ধে গেলাম, তোমায় হারাতে...? আহা! বৃষ্টিমূখর গানে কি অপূর্ব সব শব্দমালা, শব্দবিন্দু, অথবা বলা যায় শব্দফোটা।
হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি অনুরাগে শাওনের অনবদ্য কণ্ঠে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়’ শ্রোতাকে আবেগ আর রোমান্টিক বিষাদে ডুবিয়ে দেয়। ইংরেজিতে্ও দারুন কিছু গান আছে...uriah heep এর Rain গানটা এরকম 'Rain in my tears.....Measuring carefully my years.....see what u h done to my life….তবু কেন জানি বাংলা গানের মত পরানের গহীনে স্পর্শ করেনা এমন করে ।

প্রিয় বৃষ্টির গান......
১.যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়-শাওন
২.বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান (চলো বৃষ্টিতে ভিজি- হাবিব)
৩. এপিটাফ(বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে) - অর্থহীন
৪. শিরোনামহীনের ‘ভালোবাসা মেঘ’
৫.আমার সারাটা দিন মেঘলা আকাশ,বৃষ্টি তোমাকে দিলাম-শ্রীকান্ত
৬. আজ এই আকাশ – অদিত
৭. আজ এই বৃষ্টির কান্না দেখে-নিয়াজ মোহাম্মদ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

পলক শাহরিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: বাংলাদেশের বৃষ্টি পুরো পৃথিবীর মধ্যে সেরা!

বাপ্পার বৃষ্টি পড়ে গানটাতে সম্ভবত একটা লাইন আছে এমন - স্মৃতির বৃক্ষপাতারা জানে মেঘের চাষবাস.. কি অপূর্ব লাইন !

গানটির নাম 'গাছ'। দলছুটের হৃদয়পুর এ্যালবামে ছিলো। গানটি লিখেছেন আমার ভাই রানা।

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২

পলক শাহরিয়ার বলেছেন: তাই!! আসলে অসাধারন একটা গান! রানা ভাই ব্লগের নস্টালজিক নিকের তাইতো?দারুন একটা তথ্য দিলেন।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯

জুন বলেছেন: ভালোলাগলো বৃষ্টির গান

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৪

পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আপু। ভাললাগায় আনন্দিত হলাম।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৪

অনিক্স বলেছেন: 'Rain in my tears.....Measuring carefully my years.....see what u h done to my life…
লাইনটা পছন্দ হলো, দেখি খুঁজে দেখি। কেমন আছেন মামা?

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

পলক শাহরিয়ার বলেছেন: বাকি গানগুলো শুনেছ নিশ্চয়ই! তোমার প্রিয় বর্ষার গান কোনটা?
আমি ভাল আছি,তুমি কেমন আছ?

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

অনিক্স বলেছেন: সবগুলোই ভাল লাগে, ৪ও৭ এখনো শোনা হয়নি।

বৃষ্টি রাতে - অর্ণব
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে - ?
এসো তবে বৃষ্টি নামাই - হাবীব
বরষা - কণা

আরো কয়েকটা... মনে পড়ছে না এখন। আজকাল "এই বৃষ্টি ভেজা রাতে আজ আমি একা - studio 58" বেশি শোনা হচ্ছে।
তবে এমনিতে বৃষ্টি শুরু হলে বেশিরভাগ সময় ইন্সট্রুমেন্টাল শুনি - the piano (Enigma)

আমিও ভালো আছি।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

পলক শাহরিয়ার বলেছেন: এই রে! তোমার কবেকার কমেন্ট। মিস করে গেছি। 'এই বৃষ্টি ভেজা রাতে আজ আমি একা - studio 58' এই গান টা কার গাওয়া?
Enigma'র বেশ কিছু ইন্সট্রুমেন্টাল আছে। অসাধারণ!

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

জুন বলেছেন: বাংলা তো আছেই তারপর অ madona r rain গানটা শুনবেন আশাকরি পলক শাহরিয়ার

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার গান আপু। ধন্যবাদ এরকম একটা গান শেয়ার করার জন্য।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

এটা কিছু হলো ?
গানের সাথে এমপি থ্রি বা ইউটিউব লিঙ্ক দিবেন না? নগদে শুনতে পেতাম ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

পলক শাহরিয়ার বলেছেন: আলসেমিতে দেয়া হয়নি আপু। আপনি কষ্ট করে সার্চ দিয়ে দিয়ে শুনে জানান,প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.