নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

সেন্টার আইল্যাণ্ড - যার সৌন্দর্য্যের তুলনা সে নিজেই

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০





৪ জুন, ২০১৩



পড়াশোনা, কাজ, ব্যস্ততা - সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। সবসময়ের সঙ্গী নাইকন ডি-৯০ ডিএসএলআর ক্যামেরাতেও অনেকদিন ধরে কোন ছবি তোলা হয়না। কোথাও ঘুরতে যাবো যাবো ভাবছি। এমন সময় বান্ধবী সুজানা এসে প্রস্তাব দিলো টরন্টো শহরের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট 'সেন্টার আইল্যাণ্ড এবং হারবার ফ্রন্ট সেন্টারে' বেড়াতে যাবার। সুজানার কথা আপনাদের মনে আছেতো? ওই যে, যার সাথে গেলবার নায়াগারা ফলস-এ ঘুরে এলাম



যেই কথা, সেই কাজ। সাথে সাথে মোবাইল ফোনে আবহাওয়া আর ফেরীর শিডিউল দেখে আমার ল্যাটিন-আমেরিকান বান্ধবী জানালো, মঙ্গলবার 'সানি ডে' থাকবে, আবহাওয়াও চমৎকার। অতএব, মঙ্গলবার খুব সকালেই রওনা হলাম নয়নাভিরাম সেন্টার আইল্যাণ্ডের উদ্দেশ্যে।



ডাউনটাউন টরন্টোর ইউনিয়ন স্টেশনে সাবওয়ে ট্রেন থেকে নেমে জানলাম যে, সেন্টার আইল্যাণ্ডের ফেরী ঘাটে যাবার জন্যে এখান থেকে আগে যে স্ট্রীটকার ছাড়তো, সেটা বন্ধ আছে। অতএব, বাস নম্বর ৫০৯ ধরে চলে এলাম ফেরী ঘাটে।





অবশ্য ডাউনটাউনের অবস্থা দেখে চোখে পানি চলে এলো প্রায়। চারিদিকে শুধু কনস্ট্রাকশন চলছে। মানুষ পায়ে হেঁটে যে শান্তিমতো চলবে, সে উপায়টুকু নেই।



কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোদমে





কনস্ট্রাকশনের কাজের জন্যে রাস্তা-ঘাট সব বন্ধ



বেলা পৌনে এগারোটার দিকে যখন ফেরী ঘাটে পৌঁছালাম, তখন শুনি ঠিক এগারোটায় একটা ফেরী ছাড়বে। সুতরাং দেরী না করে জনপ্রতি ৭ ডলার করে টিকেট কেটে ফেরীঘাটের ভিতরে ঢুকে পড়লাম।









টরন্টো শহর থেকে ফেরীতে সেন্টার আইল্যাণ্ড যেতে প্রায় ১৫ মিনিট লাগবে। এরকম আইল্যাণ্ড আরও কয়েকটি আছে, যেমন ওয়ার্ডস আইল্যাণ্ড, যেগুলো লেক ওন্টারিওর ভেতরে টরন্টোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ।



ফেরীতে ওঠার পথে





ফেরীর ভেতরে



ফেরী থেকে তোলা সি.এন টাওয়ার



সেন্টার আইল্যাণ্ডে চলে এসেছি প্রায়



এখুনি সেন্টার আইল্যাণ্ডে নামবো আমরা



নেমে পড়েছি সেন্টার আইল্যাণ্ডে



নয়নাভিরাম সেন্টার আইল্যাণ্ড



এই কাকায় দেখি পার্কের ভেতরে ১৯০০ সালের এক ভাঙা গাড়ি চালায়!





সেন্টার আইল্যাণ্ডে নেমে শুরুতেই ঢুকে পড়লাম বাচ্চাদের সেন্টারভিল আ্যামিউজমেন্ট পার্কে



কু ঝিক ঝিক লাল ট্রেনে ছোট বাচ্চাদের সাথে তাদের বাবা-মা'রাও উঠেছে!



লাল ট্রেনের সাথে নীল ট্রেন-ও আছে!



পরে বুঝলাম, উপরের ওই কাকা এইখান থেকে গাড়ি নিয়ে চালানো শুরু করেছেন!



ছোট বাচ্চাদের জন্যে কত রাইড যে এই অ্যামিউজমেন্ট পার্কে!



এই হাঁসগুলোর পেটের ভেতরে চড়ে পানিতে ভাসা যায়



কাঠের লগের ভেতরে বসে অনেক উঁচু থেকে পানিতে পড়া যায়





পার্কের ভেতরের ঝর্ণা



এই ক্রুজ শীপে করে সেন্টার আইল্যাণ্ডের পানিতে ভেসে বেড়াতে অনেক আনন্দ



একটা ছোট ক্রুজ শীপ



গাছের ছায়া ঘেরা সেন্টার আইল্যাণ্ড



এখান থেকে সাইকেল ভাড়া করে পার্কের ভেতরে চালানো যায়



পার্কের চারদিকেই লেক ওন্টারিও





সেন্টার আইল্যাণ্ড থেকে তোলা সি.এন টাওয়ারের ছবি



লেক ওন্টারিওর পানিতে ভেসে বেড়াচ্ছে রাজহাঁসের পরিবার



আরও কিছু ছবি:









ঘড়িতে প্রায় ৩ টা বাজতে চললো। অতএব, এবার ফেরার পালা।



বেলা ৩টার ফেরী ধরে ব্যাস্ত টরন্টো শহরের দিকে এগিয়ে চলেছি আমরা



আর একটু পরেই ফেরী থেকে নামবো আমরা



ফেরী ঘাটে লেগে গিয়েছে, আমরা নেমে গেলেই পরের চালানের মানুষজন সেন্টার আইল্যাণ্ড যাবার জন্যে এই ফেরীতে উঠবে



*****

ফেরী থেকে নেমে হাঁটা পথে চলে এলাম হারবার ফ্রন্ট সেন্টারে। আমাদের বাংলাদেশের পতেঙ্গা বীচের মতো অনেকটা।











এই কাকার হিস্টরী হলো, তিনি বন্ধুর সাথে বাজী ধরে লেক ওন্টারিওতে জামাকাপড় খুলে ঝাঁপ দিচ্ছেন।



হারবার ফ্রন্টে এরকম অনেক ক্রুজ শীপ আছে যেগুলো যাত্রীদের নিয়ে লেক ওন্টারিওতে ঘুরে বেড়ায়



এখানে ওপেন এয়ার কনসার্ট হয়





এবার ফেরার পালা, কিন্তু ক্যামেরার শাটার বন্ধ করতে পারছিনা, শুধু ছবি আর ছবি তুলতে ইচ্ছে করছে।















সন্ধ্যা ৬ টায় আইসক্রিম ট্রাকের চকোলেট কোন আইসক্রিম খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯

ঐশীকা বলেছেন: অনেক সুন্দর , আমি থাকলে আরো ছবি তুলতাম... :D :D :D :D
আপনার ছবিগুলো দারুন হয়েছে

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

পয়গম্বর বলেছেন: ছবিতো তুলেছি অনেক অনেক। কিন্তু এ্যাত ছবি এখানে কিভাবে দেই? :| ঐশীকাকে ধন্যবাদ ব্লগে সাথে থাকার জন্যে :)

২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯

এসএমফারুক৮৮ বলেছেন: অপরুপ সৌন্দর্য ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

পয়গম্বর বলেছেন: জ্বি, কথা সত্য :)

৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

আিম এক যাযাবর বলেছেন: এক কথায় চমৎকার। পোস্টে +++++

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

পয়গম্বর বলেছেন: ধইন্যা :)

৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

সোহাগ সকাল বলেছেন: এইসব দেখলে খালি আফসোস লাগে! :(

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

পয়গম্বর বলেছেন: সামনা সামনি দেখলে মনে হয় সব সৌন্দর্য্য যেন ছবিতে বাঁধাই করা।

৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০

ঘাসফুল বলেছেন: দারুন! দারুন!!

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

পয়গম্বর বলেছেন: :) :)

৬| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

সুমন রিশদ বলেছেন: মনে হয় এখুনি চলে যাই ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

পয়গম্বর বলেছেন: সত্যি? :-*

৭| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!! পার্কটা দেখেই তো মনটা ভরে গেল!!!!!
পুরা না পাই, ছবি দেখে কিছুটা তো ভ্রমন হলো! :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

পয়গম্বর বলেছেন: কথা সত্যি। কাল্পনিক_ভালোবাসা ভাইকে ধন্যবাদ ব্লগে সাথে থাকার জন্যে।

৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩

~মাইনাচ~ বলেছেন: অনেক সুন্দরতো :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

বোকামন বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাই :-)

গাছের ছায়া ঘেরা সেন্টার আইল্যাণ্ড সুন্দর !

ভালো থাকবেন

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

পয়গম্বর বলেছেন: আপনিও ভালো থাকবেন - এই কামনা করছি।

১০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: বেরি বেরি নাইসু B-)

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

পয়গম্বর বলেছেন: ধইন্যা পাতা ... আপ্নের জন্যে :)

১১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৮

সালমা শারমিন বলেছেন: আমার কেবলি মনে হয়। আমি এই পৃথীবিতে আছি, এক দিন চলেও যাব।আছে আরও সুন্দর অনেক কিছু। কিন্তু অনেক সীমাবদ্ধতার কারনে দেখা হবেনা কিছুই।তাই সৃষ্টি কর্তার অসীমতা আমি কখনোই উপলদ্ধি করতে পারবো না।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

পয়গম্বর বলেছেন: বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু।

--- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর

১২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪

একজন পথশিশু বলেছেন: সুন্দর তবে কখোনই অতুলনীয় নয়।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ :)

১৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ খুব সুন্দর ছবি ! আশা করি সেখানে ভ্রমণটাও আনন্দদায়ক ছিল ।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

পয়গম্বর বলেছেন: অনেক বেশি রোমান্টিক ছিল ;)

১৪| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

ঢাকাবাসী বলেছেন: অসম্ভব সুন্দর লাগল ছবিগুলো আর চমৎকার এই পোষ্ট।
পোষ্টে +++++++++++

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

পয়গম্বর বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ :)

১৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩

নস্টালজিক বলেছেন: গ্রেইট!
সেন্টার আইল্যান্ড দেখতে দেখতে সিঙ্গাপুরের পুলা উবিন আইল্যান্ডের কথা মনে পড়ে গেলো!

ছবিগুলো দারুণ!

শুভেচ্ছা, পয়গম্বর!

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

পয়গম্বর বলেছেন: নস্টালজিককে ধন্যবাদ।

১৬| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

ভালবাসা007 বলেছেন: কানাডা যেতে চেষ্টায় আছি....

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:২২

পয়গম্বর বলেছেন: ইনশাহআল্লাহ

১৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

ভুং ভাং বলেছেন: ছবিগুলো দারুণ!

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ

১৮| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

এম এ এইচ মিনা বলেছেন: খুব সুন্দর ছবি

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:২৬

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:০৯

নাসের০১৯ বলেছেন: চমৎকার!

২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫২

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: যাইতে মনে হয় পারব না,তয় দেইখা মন ভিজাইছি।

০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৯

পয়গম্বর বলেছেন: সেন্টার আইল্যাণ্ড আমার কাছে আসলেই অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে সারাদিনের জন্যে দল বেঁধে পিকনিক করার জন্যে আদর্শ জায়গা।

২১| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯

ইলি বিডি বলেছেন: কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: যাইতে মনে হয় পারব না,তয় দেইখা মন ভিজাইছি।

০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৫০

পয়গম্বর বলেছেন: সম্প্রতি কানাডার বেশ কিছু দর্শনীয় জায়গা ঘুরলাম। সময়াভাবে লিখে উঠতে পারিনি। তবে আশা করছি খুব শীঘ্রই কিছু ভ্রমণ কাহিনী সবার সাথে শেয়ার করতে পারবো। ব্লগে সাথে থাকার জন্যে ইলি বিডি কে ধন্যবাদ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

নীল সময় বলেছেন: Darun

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.