নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

:| :) :-B আপনার বুদ্ধি ও দৃষ্টিশক্তি কতটা প্রখর ও তীক্ষ্ণ পরীক্ষা করুন এই ১০টি ছবিতে :) :D

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৯

আজকে আপনাদের পরীক্ষার জন্য রয়েছে কিছুটা ভিন্নধর্মী প্রাণীজগতের ছবি। ছবিগুলো ভালো করে দেখে বলুন এই ক্যামেরাবন্দি ছবিগুলো আসলে কোন প্রাণীর ছবি। কীভাবে এবং কি করে এই ছবিগুলো তোলা হয়েছে । চলুন এরকম ১০ টি ছবি দেখা যাক, যেগুলো আপনাকে চমকে দেবে এবং আপনার বুদ্ধি ও দৃষ্টিশক্তির পরীক্ষা হয়ে যাবে। কেননা ছবির এই প্রাণীগুলো আসলে মানুষ! এবং বডি পেইন্টের ছদ্মবেশে তারা নানান পশুপাখির এমন আশ্চর্য বেশ ধরেছেন!



ছবিতে দেখতে পাচ্ছেন রঙবেরঙের পালকের অতুলনীয় সুন্দর পাখি। আসলেই কি তাই? একটু ভালো করে লক্ষ্য করুন তো। দেখুন তো কোনো মানুষ চোখে পড়ছে কিনা।



পাতার ওপর বসে আছে একটি ব্যাঙ। আসলেই কি তাই? লক্ষ্য করে দেখুন তো অন্য কিছু নজরে পড়ছে কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন। ৫ জন মানুষ দিয়ে তৈরি অসাধারণ সুন্দর একটি আর্ট।



এই ছবিতে কি দেখতে পাচ্ছেন? একটি গিরগিটি? আসলে কি তাই! তাহলে আবার ভালো করে দেখুন।



ঈগল পাখির মুখের এই অবয়বটি তৈরি হয়েছে মানুষের হাত দিয়ে। হাতের ওপর আঁকা এই অসাধারণ সুন্দর ঈগল পাখিটির মুখ।

বিশালাকৃতির রোমশ মাকড়শা। অনেকেরই মাকড়শায় ভয় রয়েছে। কিন্তু এই মাকড়শা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন মাকড়শার পেইন্টিং করা একটি মানব দেহ।

মাছরাঙার নীল শরীর। অনেক বেশি সুন্দর, তাই নয় কি? দেখুন তো এখানেও কোনো মানব দেহের দেখা পান কি না।

অজগর সাপ দেখলে গা ঘিন ঘিন করার কথা অনেকেরই। কিন্তু এই সাপটি তৈরি হয়েছে মানব দেহ দিয়েই। এটিও একটি বডি আর্ট।

ফুল থেকে মধু নেয় হামিং বার্ড। সব চাইতে ছোট্ট শরীরের পাখিটি। এই সুন্দর দৃশ্যটিও তৈরি হয়েছে বডি আর্টের মাধ্যমে।

ফুলের ওপর বসে থাকা অসাধারণ এই প্রজাপতিটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। এটি মানুষের মুখের ওপর আঁকা হয়েছে। বিষাস হয়?

এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভয়ানক সুন্দর প্রাণীটি। হ্যাঁ, একটি বাঘের ছবি এটি। এক মিনিট, আবার দেখুন। আসলেই কি তাই?



আর এ লেখাটি নিচের লিংক থেকে সংগ্রহ করা।

View this link



ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন নিরন্তর।

মন্তব্য ৮০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩

খাটাস বলেছেন: আরে রঙ্গ ভাই প্রথমেই বলে দিয়ে টুইস্ট নষ্ট করে দিছেন। X(
যাই হোক, আমার চোখ মাশ আল্লাহ ভাল। :)
ভাল লাগিল পোস্ট। প্লাস নেন। :)

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধইন্যা ভাই।

২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৩নং ছবিটার কোন সূত্র খুঁজে পেলাম না!!

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমিও পাই নাই। :D :D

৩| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

গাধা গরু বলেছেন: কিছুই দেখলাম না

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল কইরা দেখেন। :D :D

৪| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

গাধা গরু বলেছেন: কিছুই দেখলাম না

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল কইরা দেখেন। :D :D

৫| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯

আপেক্ষিক বলেছেন: সুন্দর পোস্ট। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ ভাই।:D :D

৬| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: চমৎকার !!

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস।:D :D

ভাল থাকুন.............

৭| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: ২, ৪, ৫, ৭ এবং ১০ নং বের করতে পেরেছি। ৮ নং ছবিতে মানুষের অবস্থান বের করতে পেরেছি কিন্তু কিভাবে তোলা তা বের করতে পারি নি।

আর বাকি গুলো দেখি বের করতে পারি কি না।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেষ্টা করতে থাকেন:D :D

এরপর আমারে জানাইয়েন :P

৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি তিনটা বুঝতে পেরেছি। অন্যগুলো আর একটু সময় নিয়ে দেখতে হবে।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দেখতে থাকুন :D :D

৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮

জুন বলেছেন: আমি সবগুলোই বুঝতে পেরেছি । উল্লেখ করতে হবে কি ? প্রথম টা একজন একটি গাছের গুড়ির উপর এক পা ভাজ করে আরেক পা সোজা করে মুখ বাকিয়ে বসে আছে। আর গুলো কি বলতে হবে ?
কুইজ আর পাজল আমার খুব পছন্দের বিষয় বঙ্গভুমি ।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কি বলেন আপা বলতে হবে না আপনার প্রতি সে বিশ্বাস আছে।:D :D

ভাল থাকবেন আপু।

১০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:২২

আজব অহন বলেছেন: মজা পাইলাম ভাই

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D :D

১১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৮

সুস্মিতা শ্যামা বলেছেন: ২ নংটা এখনো বুঝি নি। :(

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেষ্টা করতে থাকেন।

অবশ্যই পারবেন।:D :D

১২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: ৮ নং বাদে সব কয়টা পেরেছি। ৮ নং এর ছবিটা কিভাবে তোলা তা বুঝতে পারছি না।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমারতো একই কেস।:D :D

১৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ভাগ্গিস চোখে চশমাটা ছিল।চশমা ছারা তো এইসব বের করা অসম্ভব ছিল। :D

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উহ!!! আমার এমন একটা চশমার দরকার ছিল।:D :D

১৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ভাগ্গিস চোখে চশমাটা ছিল।চশমা ছারা তো এইসব বের করা অসম্ভব ছিল। :D

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উহ!!! আমার এমন একটা চশমার দরকার ছিল।:D :D

১৫| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯

শুঁটকি মাছ বলেছেন: সুপার!!!!!

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস। :D

১৬| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অদ্ভুত !

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :-B

১৭| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিব্বাহ!! জব্বর জিনিস দেখি! :-B

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আবেব্বাহ!! জব্বর মন্তব্য হইছে দেখি! :P

১৮| ১০ ই জুলাই, ২০১৪ রাত ২:১০

জাফরুল মবীন বলেছেন: ভাই অাপনার অপটিক্যাল ইলিউশনের ছবিগুলো দেখে পুরাই টাসকি খেয়ে গেলাম।আপাততঃ পোষ্ট পর্যবেক্ষণে রাখলাম।ভাল করে দেখতে হবে! :-*

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মবীন ভাই সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।:D

ভাল থাকবেন।

১৯| ১০ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি তো সব গুলাতেই রঙ্গীলা মানুষ দেখিলাম।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পুরা পোস্টটাই রঙ্গীলা।:D


ধন্যবাদ সিদ্দিকী ভাই সুন্দর মন্তব্যে।

২০| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

মুদ্‌দাকির বলেছেন: প্রথম ছবিটা না বলে দিলে ধরা খুব কঠিন হত !!

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথা সত্য মুদদাকির ভাই।:D

ভাল থাকুন নিরন্তর।

২১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর । বলে না দিলে ধরা কঠিন হত ।

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D :D

২২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৪

জাহাঙ্গীর জান বলেছেন: অপূর্ব অনেক সুন্দর পোস্ট ।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

২৩| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

মো: আক্তার হোসেন বলেছেন: মাথা খাটাইন্না পোস্ট।++

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D :D :D

২৪| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

লিরিকস বলেছেন: গিরগিটি কি পিঠের উপর আঁকা ছবি?

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হতে পারে। :D

২৫| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪

বলাকাবিহঙ্গ বলেছেন: I like all of them- good for concentration!

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

২৬| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

স্বাধীনতা_bd বলেছেন: সুন্দর সংগ্রহ, ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D :D

২৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আমি হালায় কোন কামেরই না - এইটাই প্রমাণ হইল এই; পোষ্টে !!

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: "আমি হালায় কোন কামেরই না" :P :P

এইটা কি বললেন মাহমুদ ভাই। :)

২৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

নীল জোসনা বলেছেন: আমার চোখ ও বুদ্ধি মাশাল্লাহ্ দুটোই ভালো । তবে পরীক্ষার কথা বইলা নিজেই প্রশ্ন ফাস করলেন ....এইটা কিছু হইলো ?

৩ নং ছবিটা মেয়েটার পিঠের উপর আকা ।
৮ নং ছবিটাতে পর পর মানুষ সারি বেধে দাড়িয়ে হাত পেছনে রেখে তোলা হয়েছে । অনেকটা নাচের মুদ্রার মতো ।

অবশেষে অনেক ধন্যবাদ ।

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আফনে পরীক্ষায় পাস করছেন। :P

শুভকামনা রইল নীল জোসনা।

২৯| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

নীল জোসনা বলেছেন: পরীক্ষায় পাস করার খুশিতে এই নেন মিষ্টি খান ।



১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থেংকু, থেংকু। আপনিও দুইডা খান আমি একা খাইতে পারুম না।

৩০| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস ভাই। :) :)

৩১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪

ইমিনা বলেছেন: ৪,৫,৭ ছাড়া অন্য ছবিগুলো যা দেখতেছি তা ই সত্য। আপনার কথা বিশ্বাস করি না ।

আপনাকে আর খুব একটা দেখি না :( :(
কোথায় কোথায় থাকেন ?
:-0

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার কথা বিশ্বাস করবেন না আপনার চোখকে অবিশ্বাস করবেন? :)

অবশ্যই আপনার চোখকে। :P

প্রচন্ড ব্যস্ততায় আছি। দেখা শিগগির ইনশাল্লাহ।

কেমন আছেন আপনি?

৩২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

সোহানী বলেছেন: অসাধারন......... নিজের চোখকে বিস্বাস ই করতে পরছি না।

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবিশ্বাস্য হলেও সত্যি। :D :D

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। :)

ভাল থাকবেন।

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

ইমিনা বলেছেন: জ্বী, আমি ভালো আছি
:) :)

খুব শিগগির একটা পোস্ট দিয়ে দিবেন। ঠিক আছে?

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেষ্টা করব তারাতারি একটা পোস্ট দেয়ার।

ভাল থাকবেন। :)

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮

লেখোয়াড় বলেছেন:
অদ্ভূত!!! সম্ভব?

আসলেই কি?

দুইটি না তিনটি বুঝিনি।

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অদ্ভূত ও সম্ভব!!!!

চেষ্টা করেন বুঝে ফেলবেন। আমিও প্রথম প্রথম বুঝি নাই। :D

৩৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিহ!! চমৎকার সোহেল ভাই ...

কি দিলেন এইটা! আমি এই জিনিস দেখলাম কিনা এত্তো দেরীতে!!

৯ম প্লাস ...

ভালোকথা, আমি কিন্তু একদম প্রথমটাই ধরতে পারলাম না ... /:)

মানুষটা কই !?

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ নাসিফ ভাই। :)

মানুষটা আছে চেষ্টা করেন পাইয়া যাইবেন। ;)

কেমন আছেন আপনি।

অনেকদিন পর ব্লগে আসলাম। প্রচন্ড ব্যস্ততায় আছি।

৩৭| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

উপস্থাপনটা দারুন !

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস আরজুপনি আপু। :)

ভাল আছেন নি:সন্দেহে। আর ভাল থাকুন নিরন্তর ।

৩৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

একজন ঘূণপোকা বলেছেন:
চোখ ব্যাথা, মাথা ব্যাথা হয়ে গেলো তাকিয়ে থাকতে থাকতে

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সমস্যা নাই মলম আছে।:):):)

৩৯| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৯

গোলক ধাঁধা বলেছেন: :-0 :-0

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: |-) |-) :)

৪০| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগল , চমৎকার ।।

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.