নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

♠ক্রিকেট ইতিহাসের দ্রুততম এগার জন বোলার ♠

১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দল দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসিয়ে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এ ম্যাচে আমাদের দেশের পেস বোলারদের পারফর্মেন্স ছিল চোখ ধাধানো।

মাশরাফি, তাসকিন ও রুবেলদের আক্রমনাত্মক বোলিংই আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। তিনজনই ১৪০ কি.মি এর বেশি জোরে বল করেছে। তবু তারা কিন্তু বিশ্বের সেরা দ্রুততম বোলার নয়। ক্রিকেট ইতিহাসে অনেক বোলার আছে যারা মাশরাফি, তাসকিন ও রুবেল হোসেনদের চেয়ে বেশি জোরে বল করতে পারে। তার মধ্য থেকে যারা ইতিহাসে শীর্ষ ১০ সর্বাধিক দ্রুততম বোলার হয়ে এখনো আছে। তাদের নাম নিন্মে প্রকাশ করা হলো :



১০. লাসিথ মালিঙ্গা :



লাসিথ মালিঙ্গা-এর বোলিং গতি : ১৫৫.৭ KMPH



লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার রাইট আর্ম ফাস্ট বোলার। মালিঙ্গা অদ্ভুদ অ্যাকশনে বল করে থাকেন। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট মালিঙ্গা একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার। বিশেষ করে স্লগ ওভারের বোলিংয়ে বর্তমানে স্তেই সেরা। মালিঙ্গা তার দ্রুততম বলটি করেন ২০১১ বিশ্বকাপে মুম্বাইএ নিউজিল্যা্ন্ডের বিপক্ষে ।



১০. ডেল স্টেইন :



ডেল স্টেইন-এর বোলিং গতি : ১৫৫.৭ KMPH



ডেল উইলেম স্টেইন দক্ষিণ আফ্রিকার ও বিশ্বের ১ নম্বর ফাস্ট বোলার। নিঃসন্দেহে তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। ফাস্ট বোলিংয়ের ইতিহাসেও অন্যতম সেরা বোলার । তার দ্রুততম ডেলিভারিটি করেন নিউজিল্যান্ড ।



৯. শেন বন্ড :



শেন বন্ড-এর বোলিং গতি : ১৫৬.৪ KMPH

শেন বন্ড এডওয়ার্ড নিউজিল্যান্ড এর ডানহাতি বিপজ্জনক ফাস্ট বোলার ছিলেন । ২০০৩ সালের বিশ্বপাপে বন্ড তার দ্রুততম বলটি করেন ।



৮. মোহাম্মদ সামি :



মোহাম্মদ সামি-এর বোলিং গতি : ১৫৬.৪ KMPH



মোহাম্মদ সামি পাকিস্তানের রাইট আর্ম ফাস্ট বোলার। তিনি পাকিস্তান ও ক্রিকেট ইতিহাসের ৮ম দ্রুততম বোলার। সামি ওয়ানডেতে তার দ্রুততম বলটি করেন ২০০৩ সালের এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে শারজায়।





৭. মিচেল জনসন :



মিচেল জনসন-এর বোলিং গতি : ১৫৬.৮ KMPH



মিচেল জনসন অস্ট্রেলিয়া দলের বিধ্বংসী ফাস্ট বোলার। মিচেল জনসন দ্রুততম বোলার তালিকায় ৭ম। তিনি ২০১৩ সালে ডিসেম্বর এমসিজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪র্থ টেস্টের ৩য়দিন বলটি ডেলিভারি করেন।





৬. ফিদেল এডওয়ার্ডস :





ফিদেল এডওয়ার্ডস-এর বোলিং গতি : ১৫৭.৭ KMPH



ফিদেল হেন্ডারসন এডওয়ার্ডস, ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার। তার অবস্থান ৬ষ্ঠ। তিনি ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুততম বলটি করেন।



৫. অ্যান্ডি রবার্টস :



অ্যান্ডি রবার্টস-এর বোলিং গতি : ১৫৯.৫ KMPH



অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক ফাস্ট বোলার। অ্যান্ডি রবাটর্স একজন পরিপূর্ন ফাস্ট বোলার ছিলেন। তিনি ১৯৭৫ সালে পার্থে অস্টিলিয়ার বিপক্ষে তার দ্রুততম বলটি করেন।



৪. জেফ্রি থম্পসন :



জেফ্রি থম্পসন-এর বোলিং গতি : ১৬০.৪ KMPH



জেফ্রি রবার্ট থমসন তিনি তার যুগের দ্রুততম বোলার মধ্যে একজন ছিলেন। এই সাবেক অস্ট্রেলিয়ান রাইট আর্ম ফাস্ট বোলার ১৯৭৫ সালে পার্থে উয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দ্রুততম বলটি করেন। তার অবস্থান ৪র্থ।



৩. শন টেইট :



শন টেইট-এর বোলিং গতি : ১৬১.১ KMPH



শন উইলিয়াম টেইট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন রাইট আর্ম ফাস্ট বোলার। দ্রুততম বোলার তালিকায় তিনি ৩য়। শন টেইট ইংল্যান্ডের বিপক্ষে তার দ্রুততম বলটি করেন।





২. ব্রেট লি :



ব্রেট লি-এর বোলিং গতি : ১৬১.১ KMPH



ব্রেট লি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের দ্রুততম অস্ট্রেলিয়ান বোলার। ক্রিকেট ইতিহাসে তিনি ২য় দ্রুততম বোলার। লি ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড বিরুদ্ধে তার দ্রুততম ডেলিভারিটি দেন।



১. শোয়েব আখতার :



শোয়েব আখতার-এর বোলিং গতি: ১৬১.৩ KMPH



পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ডানহাতি ফার্স্ট এ বোলারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত এবং ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে গণ্য করা হয়। তিনি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম ডেলিভারিটির মাধ্যমে বিশ্বরেকর্ড করেন। যা এখনও কেউ ভাঙতে পারেনি।



তথ্যসূত্র : View this link , ছবি : গুগল.কম।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার শেয়ার। বেশীর ভাগ বোলারেরই বোলিং দেখার সৌভাগ্য হয়েছে।
সামির ইমেজে ভুলে ডেল স্টেইনের ইমেজ দিয়ে ফেলেছেন।
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন প্রিয় ব্লগার।

ভূলটা সংশোধন করে দিচ্ছি এখনই। :D

ভাল থাকবেন ভাই।

২| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ভালো, এদের বলে চক্কা মারার সুযোগ হয়েছে, অনেক রান দিয়েছেন এরা।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:P

৩| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

কলমের কালি শেষ বলেছেন: মোহাম্মদ সামির ওখানে ছবিটা ভুল আসছে ।


চমৎকার পোস্ট । এদের হাতে কি আছে এমন যে এতো দ্রুত বল করে !

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছবিটা ঠিক করে দিছি ভাই। ভূলের জন্য ক্ষমাপ্রার্থী।

এদের হাতে জোর আছে। :D

ভাল থাকবেন ভাই।

৪| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: শোয়েবের বলটা দেখসিলাম। বাউন্সার ছিলো সম্ভবত। শোয়েব আর ব্রেট লির মাঝে দারুণ একটা প্রতিযোগীতা ছিলো।

ভালো পোস্ট।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শোয়েব- ব্রেটলি এবং সর্বশেষ মুরালিধরণ - শেন ওয়ার্ন এর প্রতিযোগীতা দারুণ লাগত।

ধন্যবাদ হাসান ভাই চমৎকার মন্তব্যে।

৫| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল জিনিস দেখলুম, ভাল লাগল্ ।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই। :D

৬| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টে প্লাচ।
+++


শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দিশেহারা রাজপুত্র,

প্লাসসহ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

ভাল খাকুন সবসময়। শুভকামনা সবসময়।

৭| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভাল

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ। :D

৮| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।
স্পোর্টিওলোজির চেয়ে টেলিগ্রাফের লেখাটা ভাল লেগেছে।

Ten fastest deliveries in cricket history

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনি ঠিকই বলেছেন টেলিগ্রাফের লেখাটা অনেক সুন্দর ও তথ্যসমৃদ্ধ।

ধন্যবাদ ভাই তথ্যটা দেয়ার জন্য।

ভাল থাকুন সেই শুভকামনা।

৯| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫২

মিতক্ষরা বলেছেন: বাংলাদেশের কেউ নেই!!

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আছেতো মাশরাফি, রুবেল ও তাসকিন। ১৫০ কি.মি এর উপরে গতি না উঠলে তারা আমাদের সেরা বোলার। আমাদের স্বপ্নসারথি।

ধন্যবাদ ভাই ।

১০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আশা রাখি টপ টেনে একজন বাংলাদেশী বোলার..............................যদি পরিশ্রম আর দেশপ্রেম আমাদের সাথে থাকে।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমি আশা রাখি। আশা রাখতে দোষ কি?

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

১১| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৭

জাফরুল মবীন বলেছেন: আপনি ধন্যবাদ নিন আর আমি নিলাম প্রিয়তে। :)

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইল মবীন ভাই।

শুভেচ্ছা নিবেন।:)

১২| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার পোষ্ট +

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

ব্লগে আপনাকে দেখে ভাল লাগছে। শরীর কেমন আছে আপনার?

১৩| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

সুমন কর বলেছেন: দারুণ শেয়ার।

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার। :D

১৪| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:




শরীর ভালো। আপনার কি অবস্থা?

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আল্লাহর অশেষ রহমতে ভালই আছি ভাই।

১৫| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ব্রেটলি আমার প্রিয় একজন বোলার

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্রেটলি একজন গ্রেট বোলার। :)


আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ শেয়ার। উপভোগ করলাম পোস্টটা।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার। :D

১৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: জেফ্রি থমসন আর অ্যান্ডি রবার্টসের সময় কি বোলিং গতি মাপা যেত?

অনেকের সর্বোচ্চ গতি সমান হওয়া সত্বেও দেখলাম তাদের অবস্থান আগে-পরে।কেন?

পোস্টে পঞ্চম ভাল লাগা রইল :)

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জেফ্রি থমসর আর অ্যান্ডি রবার্টসের বোলিং গতি মনে আন্দাজে দিছে। ;)

গতি একই হওয়া সত্বেও অবস্থান আগে পড়ে দেওয়ার কোন কারণ নেই। তবে একটা কারণ হতে পারে র‌্যাংকিয়ে স্টেইন এগিয়ে।

মন্তব্য আর ভালো লাগার জন্য কৃতজ্ঞতা রইল প্রিয় ব্লগার।

১৮| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আমাদের বোলারদের বলের গতিবেগ জানাবেন।

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অবশ্যই জানাবো। :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭

দি ডার্ক ম্যান বলেছেন: ভাই ,ইউটূব তো অন্য কথা বলে । মোহাম্মদ সামির নাকি ১৬৪ কিমি তে বল আছে ।
নিচে লিংক দিলাম ।।

View this link

যদিও উইকি মতে সেটা আনঅফিসিয়ালি , তবুও তো জোরে বল ।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভ্রাতা এখানে আর্ন্তজাতিক ম্যাচের হিসেবে দেয়া হয়েছে।

আনঅফিসিয়ালি হলে হবেনা। :)

ধন্যবাদ ভাত্রা মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য। আপনার তথ্যটিকেও স্বাগত জানাই।

২০| ০২ রা মে, ২০১৫ রাত ৩:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা।

০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল থাকুন সবসময়। :D

শুভেচছা আপনাকেও।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন: ভালো লাগল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।

ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.