নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

সাবাস বাঙালি!!! গতকাল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলো, আজ তারাই যোগ দিয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রমে। " কে বলে পরিবর্তন সম্ভব নয়? "

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪










প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ দেশে নিজে রাস্তায় ঝাড়ু হাতে নেমে স্বচ্ছ ভারতের স্লোগান দিয়ে রাস্তা পরিষ্কারের কাজে নামেন। গতকাল আমাদের দেশেও কিছু বিদেশী সেই কাজ করে সাধারণ মানুষকে উৎসাহিত করলেন। কিন্তু আমাদের দেশের লোকেরা দাড়িয়ে দাড়িয়ে ছবি তুলেছে এবং ভিডিও করেছে। সেই কাজে আনন্দের সহিত সামিল হয় নি। তাই নিয়ে অর্ন্তজালে আলোচনা-সমালোচনার অন্ত নেই। আজকেই বাঙালিরা প্রমাণ করে দিল বাঙালিরা কাজকে সম্মান করতে জানে। আমি বাংলাদেশ ও বাঙালীদের নিয়ে গর্ববোধ করি

সবশেষে সকলের প্রতি আহবান
"পরিষ্কার-পরিছন্ন বাংলাদেশ" নামে একটি ক্যাম্পেইন চালু করে যার যার এলাকায় পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম শুরু করি। আমরাই পারি বাংলাদেশকে বদলে দিতে।


ছবির তথ্যসূত্র ইমরান এইচ সরকারের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহকৃত view this link

মন্তব্য ৯৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

বিদ্রোহী সিপাহী বলেছেন: চমৎকার।

উপরের সকলকে লাল সালাম

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


"পরিষ্কার-পরিছন্ন বাংলাদেশ" নামে একটি ক্যাম্পেইন চালু করে আপনার এলাকা পরিষ্কার পরিছন্ন করতে পারেন। :)

২| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

সুমন কর বলেছেন: সবার মিলিত প্রচেষ্টা আর সচেতনা থাকার দরকার।

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আপনার সাথে সহমত সুমন ভাই।

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

বলাকা মন বলেছেন: ভালো লাগছে দেখে।

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুধু ভাল লাগলে হপে? আপনার এলাকায় আপনিও "পরিষ্কার-পরিছন্ন বাংলাদেশ" নামে একটি ক্যাম্পেইন চালু করেন। :)


ধন্যবাদ ভাই।

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: দেখাদেখি মানুষের কত পরিবর্তন।

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ঠিক বলেছেন প্রামানিক ভাই। আমি এই বাংলাদেশকে নিয়ে আশাবাদী।

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭

বলাকা মন বলেছেন: লেখক বলেছেন:
শুধু ভাল লাগলে হপে? আপনার এলাকায় আপনিও "পরিষ্কার-পরিছন্ন বাংলাদেশ" নামে একটি ক্যাম্পেইন চালু করেন। :)


ধন্যবাদ ভাই।

ভেরি গুড
এভাবেই চেতনার উন্মেষ ঘটে।

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ বলাকা মন। :)


ভাল থাকুন নিরন্তর।

৬| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঙ্গালী নতুন বউয়ের মত , শরম ভাঙ্গাই দিলে , আর শরম পায় না ।
পজেটিভ পোষ্টে ++++++++

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কথা সত্য গিয়াস ভাই সেই আপনার রসবোধও চমৎকার☺

৭| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাপারে দরকার হইলে সরকারী ছুটি দিয়া কার্যক্রম চালানো উচিত। স্কুলের বাচ্চাদেরও শেখাতে হবে। ওরাই দেশের ভবিষ্যত। ওদের মনে এসব ব্যাপার ঢুকানো দরকার।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমি আপনার সাথে সহমত নদী ভাই। সেই সমাজের সেলিব্রেটিরাও যদি এগিয়ে আসতে হবে।

৮| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০০

গেম চেঞ্জার বলেছেন: আসল কথা হইল স্বভাব । দৌড়ের উপ্রে রাখলে সব বাঙালিই ঠিকঠাক কাজ শুরু । এই না হলে বাঙালি

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঠিকই বলসেন ভাই।

এজন্যই বলে ঠেলার নাম বাবাজি।:((

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি নিউজ। এভাবেই পরিবর্তন আসুক।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা প্রবাসী ভাই। :)

ব্লগে আবার নিয়মিত হচ্ছেন দেখে ভাল লাগছে।

১০| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

মো: আক্তার হোসেন বলেছেন:
গিয়াসলিটন বলেছেন: বাঙ্গালী নতুন বউয়ের মত , শরম ভাঙ্গাই দিলে , আর শরম পায় না ।
পজেটিভ পোষ্টে ++++++++

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:)

১১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো দেখে। ধন্যবাদ শেয়ারের জন্যে।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা হাসান ভাই। :)

ভাল থাকুন নিরন্তর।

১২| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

মহান অতন্দ্র বলেছেন: ভালো কাজ। আপনাকেও ধন্যবাদ শেয়ার করার জন্যে।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকেও।


শুভেচ্ছা নিবেন।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৮

যমুনার চোরাবালি বলেছেন:




ভাই গতপরশু ও গতকাল যে একগাদা গালাগালি করলেন তার কি হবে এখন বলেই।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আসলে আমরা হুজুগে বাঙালী কোন বাছ-বিচার না করেই একটা সিদ্ধান্তে উপনীত হই।

আমরা বাঙালীরা অতটা অলস নই। যারা পরশু ও গতকাল বাঙালীদের সমালোচনা করেছে।


শুছেচ্ছা জানবেন ভাই। :)

১৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৫

দীপংকর চন্দ বলেছেন: শুভ উদ্যোগ!!

শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুভেচ্ছা ও ধন্যবাদ দীপংকর দা।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯

আল ইমরান বলেছেন: দিন বদলাবে। অবশ্যই বদলাবে।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দিন অবশ্যই বদলাবে এবং আমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুভেচ্ছা নিবেন।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: এভাবেই পরিবর্তন আসুক। ভাল লেগেছে :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঈদ মোবারক । :)

১৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

গেম চেঞ্জার বলেছেন: নতুন পোস্ট চাই!

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অক্কে দিব। খুব তারাতারিই। তবে আগে ব্যস্ততা কমিয়ে নেই।

ভাল থাকবেন। সেই শুভকামনা। প্রিয় ব্লগার। :)

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুব তারাতারিই দিব । পোস্টের কাজ চলছে।

তবে আমার মধ্যে ইদানিং কিছুটা আলসেমি ও বিষন্নতায় ভূগছি তাই একটু দেরী হচ্ছে।

শুভকামনা ভাই।

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: আমরা চাইলেই পারি...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঠিক বলেছেন........।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

পরিচ্ছন্নতার ব্যাপারটি বাবা-মা তার বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই যদি শিক্ষা দেন তবে কিন্তু রাস্তা পরিস্কারের দরকারই হয় না কেননা রাস্তা নোঙরা না করলে পরিস্কার করার কোন প্রয়োজন নেই ।

রিক্সা, প্রাইভেট কার, বাস বা সোজা কথায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা আবর্জনা যেখানে সেখানে না ফেলার অভ্যাসটা বড়দেরকে সচেতনভাবে করতে হবে যেনো তা দেখে ছোটরাও শেখে ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত আপনার সাথে।

সচেতনতাকে আমরা প্রত্যেক মানুষই এড়িয়ে চলতে পছন্দ্ করি। আর কিছু মানুষ আছে সচেতেনতা কি বুঝেই না। তাই এসব ব্যাপারে নিজেদেরকে সচেতন থাকার পাশাপাশি আশে পাশের মানুষদেরকে সচেতন করতে হবে।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)


ভাল থাকুন নিরন্তর।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষেরা কাজ করতে চান, তাদেরকে জোর করে দুরে সরায়ে রেখেছে সরকারগুলো

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সরকারের পাশাপাশি আমরা নিজেরাও দূরে সরে গেছি এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে ভালবাসি।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

হাসান নাঈম বলেছেন: আমরা চাইলেই পারি...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অবশ্যই। :)


ধন্যবাদ আপনাকে।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: "পরিষ্কার-পরিছন্ন বাংলাদেশ" নামে একটি ক্যাম্পেইন চালু করে যার যার এলাকায় পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম শুরু করি। আমরাই পারি বাংলাদেশকে বদলে দিতে।


আহবান চমৎকার। কিন্তু বাস্তবতায় পারা যায় না। অন্তত নিজের অভিজ্ঞতাটা খুবই খারাপ!
আমরা ৯ জন মিলে শুরু করেছিলাম। সকলেই গ্রাজুয়েট মাষ্টার্স। প্রাকটিক্যালি সবার হাতে ঝাড়ু! বড় বড়!
এ মাথা ওমাথা বিশাল এলাকা পরিস্কার করলাম।
ব্যসানা দিয়ে সচেতনতার চেস্টা!
বাঁধা এলো ময়লা পরিবহন চক্রের কাছ থেকে! তাদের ইনকাম জানলে মাথা খারাপ হয়ে যায়!
তারা ভয় পেল আমাদের খানা শেষ! তাও আলোচনা শেষে- গেলার নগর ভবনে।
পরিচ্ছন্নতা বিভাগে কাগজ পত্র যা যা চাইলো সব নিয়ে আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে কাজটাকে স্থায়ী রুপ দিতে চাইছিলাম।
৩ দিন যাবার পরও তথাকথিত এক আর্মি অফিসার কর্মকর্তা- দেখলাম ওভার টাইমের বিল- ন হরেও কয়েকশ পাতা সই করতেই ব্যাস্ত।
আমরাযে ৩ জন আধা ঘন্টার উপর উনার সামনে বসা! ভ্রুক্ষেপ নেই।
অবশেষে- ব্লা ব্লা ব্লা- এটা ানুমতি দেয়া যাবে না!

বেরিয়ে রাগের চোটে ফাইল ডাস্টবিনে ছড়ুে ফেলে ইস্তফা!

হ্যা বিচ্ছিন্ন ভাবে এদ দুদিন করলে বেশ কর্পোরেট বাহবা পাওয়া যায়। কিন্তু আনুষ্ঠানিক ভাবে যে এগিয়ে যাওয়া তাতে শতেক বাঁধা! নানা চক্র।!
তবুও আশা বাদি
একদি দিন বদলাবেই। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হতাশ হওয়ার মতোই ব্যাপার।

ভাল কাজে উৎসাহ দিবে দূর থাক উপরন্তু বাধা আসে।

চালিয়ে ভৃগু ভাই একদিন সফল হবেন। হতাশ হইয়েন না।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

গেম চেঞ্জার বলেছেন: বিদ্রোহী ভাইয়ের মন্তব্যে আশাহত হলাম। তবে আশা ছাড়িনি....। একদিন মানসিকতার বদল হবেই.....। আমরা পারবো.....।



(আপনি সেই ক-মাস আগে কথা দিয়েছিলেন......। এখনো তো কোন পোস্ট দেননি দেখি :| :|| )

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লিখবরে ভাই কিন্তু ইদানিং আলসেমি লাগছে।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

গোধুলী রঙ বলেছেন: বাবা যদি সন্তানকে সাথে নিয়ে কাজ করেন তবে সন্তান অনেক উতসাহ পায়,আমাদের সরকার তো আমাদেরই পিতৃসম, কিন্তু কোনদিন এই ধরনের ক্যাম্পেইনের কথা শুনবেন না।

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

হুম। ঠিক বলছেন।

তাতে আমরা সাধারণ লোকেরাও দায় এড়াতে পারি না। আমরা দোষী।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

সায়ন্তন রফিক বলেছেন: প্রেরণাদায়ী পোস্ট।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।


শুভকামনা জানবেন।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

কল্লোল পথিক বলেছেন: সবার মিলিত প্রচেষ্টা আর সচেতনা দরকার।
শুভ উদ্যোগ!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত।

ধন্যবাদ আপনাকে। :D

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: লাস্ট পোস্ট সেই আগষ্ট মাসে। নতুন কোন পোস্ট করছেন না কেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রতিদিনই লিখতে বসি কিন্তু লেখা আর হচ্ছে না। :(

খরা চলতাসে। :)

খুব শীঘ্রই খরা কাটবে মনে হচ্ছে।


২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অাপনার পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম! B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমিও আমার পোস্টে আপনার উপস্থিতির আশায় রইলাম। :)

৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বিদ্রোহী ভৃগুর কমেন্ট, অনেক না বলা কথাই বলে দেয়। যারা দীর্ঘ দিন প্রবাসে কষ্টের অর্থ, জমিয়ে, নিজ নিজ গ্রামে সামান্য উন্নয়ন কাজ করতে গিয়েছেন, তাদের অনেকের অভিজ্ঞতাই তিক্ত। যাহোক, তবুও ভালো কাজের প্রতি উৎসাহ দেয়া এবং তাতে সামিল হওয়া আমাদের সবার কর্তব্য।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত।

সাথে ধন্যবাদ আপনাকে।

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন:

১৯ নম্বরের আমার কমেন্টটার জবাব দেননি কেন জানিনা ।

হয়তো কোন কারণে মিস করে গেছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
স্যরি আপু ভূলবশত: মিস হয়ে গেছে।

ভাল আছেন তো?

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:

ভালো আছি।
কিন্তু অনেকদিন পোস্ট দিচ্ছেন না ।
নতুন পোস্ট চাই ...।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি ভাল আছেন জেনে ভাল লাগল।

লেখায় মুড আসছে না। চেষ্টা করছি কিন্তু হচ্ছে না।

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কত আগের পোস্ট! নতুন কিছু লিখুন, পনি আপুর সাথে আমারও অনুরোধ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

:)

৩৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন এবার ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনুরোধের চাপ বাড়ছে। :)


শুভকামনা রইল। শ্রীঘ্রই দিব।

৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া অনেকদিন পর তোমার নিকটা দেখলাম।:) কিন্তু লেখা লিখি কি ছেড়েই দিয়েছো নাকি ভাইয়ামনি??? :(

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এক্কেবারে ছাড়ি নাই শায়মা আপু। :)

ভাল আছেন তো?

৩৬| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।:)

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মনে তো হয় না। :)

৩৭| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: :(

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কোন সমস্যা নাই। সঠিক পথে থাকেন।

দেখবেন সকল সমস্যাই প্রবলেমে পড়বে।


একটু আধটু ঝড়-ঝাপটা আসতে হয়। না হলে জীবন অপরিপূর্ণ থাকে। :)


৩৮| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: জানি


তবে এক খানা শিক্ষা হইলো যারা বলেন সরাসরি কথা পছন্দ করেন তারা সরাসরি অতি ভদ্রভাবে কিছু বললেও তা সইতে পারেন না।

আর

যারা বলেন মালটি কেনো মালটি কেনো তারাই নিজেরাই মালটি পরিবেষ্টিত হইয়া এবং নিজেরাও মালটি লইয়া সরাসরি ঝাঁপাইয়া পড়েন। সোজা ভাষার মালটির খপ্পরে মালটি!

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার কথার সাথে দ্বিমত করার কোন কারন নেই। :)

ব্লগে নামি-দামি কিংবা কমদামি বেশিরভাগ ব্লগারেরই মাল্টি আছে।

এই অধমেরও আছে। তবে সেগুলো থেকে লেখা বা কমেন্ট করা হয় না্। শুধু এই নিকের ব্যাকআপের জন্য রাখা হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


আর কেউ যদি একাধিক নিক থেকে পোস্ট দেয় আর সেগুলো ভাল হয় তাহলে আমি আপত্তি কিছু দেখি না্। দেখা যায় অনেক ব্লগার একই দিনে তিন চার লেখা তৈরী করে যদি সে একটা নিকে দিতে যায় তাহলে সমস্যা তাই মাল্টির আশ্রয় নিতেই পারে।

মাল্টি দিয়ে যখন ব্যক্তি আক্রমন, গালি, কুরুচিপূর্ন ছবি বা ব্লগের পরিবেশ নষ্ট করে তখন সেটা খারাপ। তখন পানিশমেন্টের ব্যবস্থা গ্রহন করা যেতে পারে। সেই দায়িত্ব নেয়ার জন্য মডারেটর আছে বা তাদের কাছে অভিযোগ করা যেতে পারে।

৩৯| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: মালটি শুধুমাত্র যে দোষে দুষ্ট সেই দুষ্ট মালটিগুলি নিয়ে তাই কোনো ম্যুভমেন্ট হয় না। বরং মালটিগুলি থেকে যদি লেখালিখির চর্চা হয় তবেই তা সার্থক হবে। তবে আবার সেসব মালটিগুলিকে ছোট করার জন্য কেউ উঠে পড়ে লাগবে না আশা করি। তবে তারই দীনতা প্রকাশ পাবে। কারণ মালটি দিয়ে কাউকে আক্রমন ছাড়া সে তার লেখা নিয়ে যত কিছুই করুক না কেনো অন্যের ঘাড়ে না লেগে তা কোনো দোষের নয়।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:)

৪০| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

হাসান বিন নজরুল বলেছেন: পজেটিভ পরিবর্তন আসুক সারা দেশে।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পজেটিভ পরিবর্তন আসুক সারা দেশে।

ভাল থাকুন নিরন্তর নজরুল ভাই। :)

৪১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: ঢাকার ২ কোটি মানুষের মধ্যে যদি ১ লক্ষ মানুষ ও যদি এরকম করে ঢাকা পুরো চক চক হয়ে যেতো

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত আপনার সাথে।

কিন্তু সেইরকম মানুষিকতা নাই।

৪২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: আপনি কি লেখালেখি ছাইড়া দিছেন?

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
না ভাই ছাড়ি নাই। তবে একটু দূরে আছি..........

ভাল থাকুন নিরন্তর। :)

৪৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি কে? লিংক দেন

৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:



ঢাকা তো এতদিনে কিছু হলেও পরিস্কার হয়ে যাবার কথা, নতুন ছবি দেন, মিলিয়ে দেখি

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্তমান সরকার এ দেশ পরিষ্কারের ব্যাপারে খুব ভাল উদ্যোগ নিচ্ছে।

আপনি খেয়াল করলেই দেখতে পারবেন। :)

চাঁদগাজী ভাই আপনার মন্তব্য মানেই বিশেষ কিছু। ব্যস্ত থাকায় নতুন ছবি/পোস্ট দিতে পারছি না। আপাতত আপনাদের পোস্ট পড়ছি।

মনে রাখার জন্য ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

৪৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন লেখা দিতে বলেছিলাম অনেক আগেই।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল আছি ভাই।

আপনি কেমন আছেন?

নতুন লেখা? মনে আছে :) কিন্তু লিখা আসছে না। দিব কিভাবে :)

৪৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: দুই লাইনের একটি কবিতা লিখে পোস্ট করুন নাহয়।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

হা.হা.হা

দুই লাইনের কবিতা দিলে ভাল হবে?

আচ্ছা যান এক সপ্তাহের মধ্যে নতুন পোস্ট দিচ্ছি। :)

৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা। !:#P

৪৮| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১

মোঃ গাউছুল আজম বলেছেন: এরকম ভাল কাজ সবাই মিলে করা উচিত

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত এবং আন্তরিক ধণ্যবাদ রইল।

৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন এরকম করে পরিস্কার রাখা উচিত।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঠিক বলেছেন।

তবে আমরা বাঙালি বিষয়টা ভূলে গেলে চলবে না। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.