নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম একজন অলস ব্লগারের খেরোখাতায়।

বঙ্গভূমির রঙ্গমেলায়

ভালবাসি বাংলাদেশকে।

বঙ্গভূমির রঙ্গমেলায় › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কিছু দুষ্প্রাপ্য এবং নস্টালজিক ফটোগ্রাফ - ১

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২১

কিছু কিছু ফটোগ্রাফ আছে যে গুলোতে বাংলাদেশের ঐতিহাসিক ও পুরনো স্থান, সময়, ঘটনা, ইতিহাস, এতিহ্য, জীবনধারা ইত্যাদি এবং বাংলাদেশের চমৎকার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুঁটে আছে। এ ফটোগ্রাফগুলো অনেকেই অনেক জায়গায় শেয়ার করেছে। আমিও করলাম কারণ ফটোগ্রাফগুলো দেখতে ভাল লাগে আর ভাবতে ভাল লাগে। কিছু ফটোগ্রাফে অতীতের বাংলাদেশকে দেখে মনটা কষ্টে ভরে যায়। কি অদ্ভুত সুন্দর! ছিল আমাদের দেশ। সবকিছুতেই ছিমছাম পরিপাটি। কিন্তু আফসোস! বর্তমানে দুর্নীতি, ঘুষ, ক্রমবর্ধমান জনসংখ্যা, পরিবেশ দূষণ, নোংরা রাজনীতি ও নীতিনির্ধারকদের ভূল সিদ্ধান্তে বদলে গেছে বাংলাদেশ। মোহময় সৌন্দর্য আর নেই। তবুও মাঝে আমি এই ফটোগ্রাফ গুলি দেখি ও সাথে স্বপ্ন আঁকি। বাংলাদেশ এএকদিন স্বপ্নের বাংলাদেশ হবে।

প্রত্যেক ছবিতেই আমার নিজস্ব একটা ভাবনা/ক্যাপশন আছে, সেটা দিয়ে আপনাদের দেখার মজা নষ্ট করলাম না। আপনারা দেখুন আর নিজের মতো ভাবুন, ক্যাপশন দিন।




























































































































































অনেক দিন ধরেই ব্যস্ততার কারনে পোস্ট দিতে পারছিলাম না। অনেক প্রিয় সহব্লগার নতুন পোস্ট দেয়ার জন্য প্রতিনিয়ত তাগাদা দিয়ে আসছিল। বিশেষ করে গেম চেঞ্জার, দ্যা রয়েল বেঙ্গল টাইগার, আরজুপনি, রেজোয়ানা আলী তনিমা,বিজন রয় ভাই। বিজন রয় ভাইয়ের সাথে কথা দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে নতুন পোস্ট দিব। তাই শত ব্যস্ততার মধ্যেও স্বল্প পরিশ্রমের পোস্ট। পোস্টটি তাদেরকেই উৎসর্গ করলাম। ভাল থাকুন আপনারা। আর এখন থেকে ব্লগে নিয়মিত হওয়ার ইচ্ছা রাখি। :D

তথ্যসূত্র :
১. view this link
২. বিভিন্ন ফটোগ্রাফের সাইট, ফেসবুক ওয়াল, অর্ন্তজাল ইত্যাদি।

মন্তব্য ১৭৭ টি রেটিং +৪২/-০

মন্তব্য (১৭৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৫

বিজন রয় বলেছেন: আগেই দেখেছিলাম অনেকগুলো।
শেয়ারিং এর জন্য ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছবিগুলো বহুল ব্যবহৃত। তাই আমরা অজান্তেই অনেক খানে দেখে ফেলি।

ধন্যবাদ বিজন ভাই। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। :)

ভাল থাকুন নিরন্তর।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন। কেমন আছেন?

দুর্লভ সব ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হ্যা। মেলা দিন পর পোস্ট দিলাম।

আপনাদের শুভকামনায় ভালই আছি।

আপনি আছেন কেমন?

ব্লগ কি পানসে হয়ে গেলু নাকি সুমনদা। :)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: অসাধারন..........

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সোহানী আপু কেমন আছেন?

অনেক দিন পর আপনাদের সাহচর্য পাচ্ছি। এখনো মনে রেখেছেন দেখে ভাল লাগছে।

শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন। :)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

মুসাফির নামা বলেছেন: পুরাই যাদুঘর।প্রিয়তে রাখলাম।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা রইল। :)

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যেন ফিরে গেলাম অতীতে!

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আহ! অতীত

কেমন আছেন সাধু ভাই?

ভাল থাকুন শুভকামনায়...

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

অশ্রুকারিগর বলেছেন: বেশিরভাগ ছবিই প্রথমবার দেখলাম। ভালো লাগল ৩ কিংবদন্তীর একসাথে ছবি দেখে। বিস্মিত হলাম পিলখানার হাতির বহর দেখে। এ যে মোঘল আমলের মত লাগছে ! কষ্ট পেলাম ডিয়ার পার্ক বা বর্তমান রমনা দেখে , এতোগুলো হরিন কই গেলো !

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এমন মন্তব্যে আর কিছুই বলার নাই।

এক্কেবারে মনের সব কথা মোক্ষমভাবে বলেছেন।

অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। :)

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় তে নিলাম :)

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ আপু।

ভাল থাকুন নিরন্তর। :)

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনাকেও ধন্যবাদ জেন রসি ভাই।

শুভকামনা রইল। ভাল থাকুন :)

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: মন ভরে দেখলাম।

০১ লা মে, ২০১৬ সকাল ৭:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ধন্যবাদ ঐন্দিলা আপু

ভাল থাকুন শুভেচ্ছাসহ:(

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রীতম বলেছেন: এক কথায় "অসাধারন"।
তোমার প্রতিটি পোষ্টেরই একটা গভির মর্ম থাকে। যখন উপলব্ধ হয় তখন মন ভরে উঠে।
খুব করে ধন্যবাদ মন ভারানো একটি প্রাঞ্জল পোস্টের জন্য।

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রশংসা বেশি হয়ে গেল না? :)

আপনার সুস্থতা কামনা করি। দ্রুত আরোগ্য লাভ করুন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শতবছেরর পিছনে ঘুরিয়ে আনলেন! অদ্ভুত অনুভবে ভরে যাচ্ছিল মন!!

সেই ছবিতো আছে ! সেই মানুষগুলো কই? কত স্বপ্ন, কত সূখ, দু:খ হাসি কান্না.. কালের আবর্থের আমারও এইরকম ছবি হয়ে যাব! অথবা তাও নয়!

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সেই ছবিতো আছে ! সেই মানুষগুলো কই? কত স্বপ্ন, কত সূখ, দু:খ হাসি কান্না.. কালের আবর্থের আমারও এইরকম ছবি হয়ে যাব! অথবা তাও নয়! একেবারে খাটিঁ কথা।


ধন্যবাদ ভৃগু ভাই চমৎকার মন্তব্যের জন্য। :)

ভাল থাকুন নিরন্তর।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খুবই ভালো লাগলো। দারুণ পোস্ট!!

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ সাইফুল ভাই।

ভাল থাকুন।:)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা ।

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মাহজাবীন আপু,



আমার ব্লগবািড়তে স্বাগতম আপনাকে।:)

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: এমন ইতিহাসগুলো ভালো কো্থাও আমাদের সংরক্ষণ করা উচিৎ........অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সহমত আপনার সাথে।

শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার।:)

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দিলটা ঠান্ডা হয়া গেল।

আপনিও এক না দুই গ্লাস শরবত খান কোন শরবতের দোকান থেকে। টাকা যা লাগে আপনি দিয়েন:)

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল খুব , ধন্যবাদ

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক শুভেচ্ছা রইল।:)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

আরণ্যক রাখাল বলেছেন: প্রিয়তে নিলাম।
অসাধারণ পোস্ট।
সেসময়ের এতোগুলো পিক একসাথে দেখে যেন চলে গিয়েছিলাম একেবারে সেই সময়ে। তবে মাঝেমাঝে একটু ঝামেলা হয়েছে টাইমট্রাভেলে। একটু সাজিয়ে দিতে পারতেন। ধরুন ১৯০০ সালের আগের পিকগুলো একখানে, তারপরের গুলো একজায়গায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুলো আলাদা করতে পারতেন, আলাদা করতে পারতেন মুক্তিযুদ্ধের গুলোও।
তবে সেটা হয়ে যেত বিশাল খাটনির ব্যাপার।
যা করেছেন সেটাই বা কম কি?
অনেক ধন্যবাদ।
+++++++++

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত পরামর্শের জন্য।

সময় টাইম ট্রাভেল অনযায়ী এডিট করব।

ভাল থাকুন নিরন্তর।:)

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

সাহাবুব আলম বলেছেন: অনেক সুন্দর হয়ছে

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন:)

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ছবি গুলা দেখেছি-আবারো দেখে নিলাম।
ভিকারুন্নিসার ছবিটা দেখে ভাবছি :) :)

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনারকে পেয়ে ভাল লাগছে খুব শাকিল ভাই।


ভিকারুননেসা দেখে লুলায়িত ফায়দা নাই। আপনি কফিল উদ্দিন কিংবা খাদিজাতে ট্রাই করেন। নিজের এলাকা বলে কথা:)

২০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ পোস্ট। +++++

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় হামা ভাই।:)

২১| ০১ লা মে, ২০১৬ রাত ১:৩১

রাঙা মীয়া বলেছেন: দুর্দান্ত +++++ B-)

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধইন্যা এক বস্তা আপনার জন্য:)

২২| ০১ লা মে, ২০১৬ সকাল ৭:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ঐন্দিলা আপু।

ভাল থাকুন শুভেচ্ছাসহ:(

২৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মূল্যবান পোস্ট।

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মঈনুল ভাই,

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। :)

২৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:২৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মন্তব্য ও প্রিয়তে রাখার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানা্‌ই।

শুভকামনা। :)

২৫| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৩২

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার আয়োজন। এবং অবশ্যই প্রিয়তে নিলাম। B-))

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ ভুত ভাই।

ভুত সাহেব অচম মানে কি? :P

২৬| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:৩৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেকদিন পর খুব চমৎকার ঐতিহাসিক একটা পোস্ট করেছেন! যদিও প্রায় সবগুলো ছবিই আমারও কালেকশনে আছে, এবং অনেকবার দেখেছি। তারপরেও আরো একবার দেখলাম! খুব ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছবিগুলো অনেকের কালেকশনেই আছে। আমার হার্ডডিস্কেও আছে।

তবুও কখন কি হয় বলা যায় না। তাই সামুতে বন্দি করে রাখলাম। সাথে ড্রপবস্কেও। :)

আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল । :)

২৭| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ফাতেমা আপু।

ভাল থাকুৃন সেই শুভকামনা। :)

২৮| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
comotkar coLLection.

০১ লা মে, ২০১৬ বিকাল ৩:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
থ্যাংকস মুন ভাই।

কেমন আছেন? :)

২৯| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৪৭

আব্দুল্যাহ বলেছেন: এমন টাইম মেশিনে ঘুরতে ভালোই লাগে

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমিও আনন্দিত টাইম মেশিনে ঘুরাতে পেরে।

ভাল থাকুন নিরন্তর। :)

৩০| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
AL Hamdu LiLLah. how you doin?

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

৩১| ০১ লা মে, ২০১৬ রাত ১০:২৫

জুন বলেছেন: বিমান বন্দর এলাকাটি এত সুন্দর ছিল! আমার প্রিয় ঢাকা এখন কংক্রিট এর জংগল। অনেক ভালোলাগা রইলো।
+

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সত্যিই খুব সুন্দর ছিল। আফসোস লাগে এখন :(

৩২| ০২ রা মে, ২০১৬ রাত ১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: একেবারেই অনেক আগের।। কিছুটা আমারও আগের।। তবে বুড়িগঙ্গার মরনদশা একেবারেই অসহ্য।।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এভাবে সুন্দর সুন্দর নদীগুরো দূষিত হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে।

দু:খজনক। কিন্তু কৃর্তপক্ষের বোধোদয় নেই।

৩৩| ০২ রা মে, ২০১৬ রাত ২:৩৬

অন্তু নীল বলেছেন:









০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ চমৎকার ছবিগুলো দিয়ে পোস্টটি সমৃদ্ধ করার জন্য।

ভাল থাকুন নিরন্তর। :)

৩৪| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

জনৈক অচম ভুত বলেছেন: অচম এক করুণ ইতিহাস। একবার জনৈক ভুতের খুব অচল হবার সাধ জেগেছিল। কিন্তু কী-বোর্ড মীর জাফরের ন্যায় বিশ্বাসঘাতকতা করায় জনৈক অচল ভুত অচল হতে পারল না! সে হয়ে গেল জনৈক অচম ভুত। :| |-)

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কি সাংঘাতিক দুর্ঘটনা।

ভূত সমাজের পক্ষ থেকে এক দিন শোক দিবস পালন করা হৌক। :P

৩৫| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ঈশান আহম্মেদ বলেছেন: ভালো লাগলো ছবি গুলা। :)

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভকামনা। :)

৩৬| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৬

আমি তুমি আমরা বলেছেন: কিছু ছবি ফেসবুকে ওল্ড ফটো আর্কাইভস পেজে আগে দেখেছিলাম। আর কিছু ছবি নতুন দেখলাম।সবমিলিয়ে ভালই লাগল।

প্রিয়তে নিলাম :)

২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর মন্তব্য ও প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন নিরন্তর। :)

৩৭| ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৩০

সাহসী সন্তান বলেছেন: ছবিগুলো সত্যিই নষ্টালজিক! সেই পুরানো দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়ার মত! খুব ভাল লাগলো!

ধন্যবাদ পোস্টের জন্য! শুভ কামনা জানবেন!

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক ধন্যবাদ সাহসী ভাই


শুভকামনা জানবেন। :)

৩৮| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: যদিও এসব ছবির মধ্যে অনেকগুলোই আগেও দেখেছিলাম, তবুও এসব ছবি কখনো পুরনো হয় না। তাই বারবার দেখলেও দেখতে ইচ্ছে করে।
একটা ভালো কাজ করেছেন। 'লাইক'।

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সত্যি বলেছেন আহসান ভাই।

লাইকের জন্য অনেক ধন্যবাদ ভাই। :)

৩৯| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৬

দীপান্বিতা বলেছেন: দারুন!

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিক ধন্যবাদ আপু। :)

৪০| ২০ শে মে, ২০১৬ রাত ১:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ। প্রিয়তে নিয়ে নিলাম।

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেদ ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম।

ভাল থাকুন প্রিয় শঙ্কুদা। :)

৪১| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:০১

অদৃশ্য বলেছেন:



অসাধারণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম... ছবি দেখে মুখ বন্ধ হয়ে গ্যাছে...

শুভকামনা...

২৩ শে মে, ২০১৬ দুপুর ১:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য পেয়ে বাক্রুদ্ধ!!! ;)

৪২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । ধন্যবাদ ।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।


শুভকামনা রইল :)

৪৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: এই পোস্ট প্রিয়তে নিতে আসলাম ভাইয়া!:)

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ শায়মাপু। :)

৪৪| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: কাজটি মোটেও স্বল্প পরিশ্রমের নয় বেশ প্রয়াশলব্দ কাজ । দুম্প্রাপ্য অনেক ছবির সমাহার । প্রিয়তে গেল আর কিছু গেল গবেষণাগারে । কিছু কিছু ছবি হৃদয় কাড়ে। ছবি নির্বাচনে একদিকে ঐতিহাসিক অন্যদিকে সমসাময়িক , একদিকে ইতিহাসের কিংবদন্তির তিন মহানায়ক অন্যদিকে সমাজের অবহেলিত মুচি সমাবেশ, একদিকে মুক্তি যোদ্ধার কাধে শহীদ সহযুদ্ধার লাস অপরদিকে রাজাকার কষাই, শিক্ষা সাগর ভাইস চ্যান্সেলর অপর দিকে নিরক্ষর গ্রাম্য মজুর , একদিকে মনন্তর অন্যদিকে নারিকেলের খোসা থেকে হুক্কা উৎপাদন, সামাজিক চিত্র, শিক্ষা, ঐতিহাসিক স্থাপত্য , জীব বৈচিত্র , হাতির পাল , সুকুমার দৃশ্য বিবাহ অনুষ্ঠান , দেশের যোগাযোগ ক্ষেত্রের কালক্রমিক বিবর্তন ,ঢাকার একাল সেকাল , দ্বিতীয় বিশ্ব যুদ্ধ থেকে আমাদের মুক্তি যুদ্ধ কোন কিছুই বাদ যায়নি । এর অনেক কিছুই হয়তবা বা আমাদের অনেকের দেখা কিন্তু কঠিন হল সে গুলিকে নবপ্রজম্মের জন্য ধরে রাখা ও একত্রে গেথে উপস্থাপন করা । এই অতি প্রয়াসলব্দ কর্মসাধনার জন্য এর সংগ্রাহক ও উপস্থাপকের প্রতি রইল আন্তরিক সাধুবাদ ও প্রাণডালা শুভেচ্ছা ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
একটা পোস্টে এরকম একটা মন্তব্য পেলে আর কিছু লাগেনা। :)

পুরো পোস্টটি গভীর ভাবার্থই ফুঠে উঠেছে আপনার মন্তব্যে। আপনার মন্তব্যে আমার পোস্টটি আরো সমৃদ্ধ হলো।

অনেক শুভকামনা। ভাল থাকবেন ভাই।

৪৫| ১৭ ই জুন, ২০১৬ রাত ১:০৮

মানবী বলেছেন: অসাধারন! চমৎকার সংগ্রহ!

ছবির সারল্য আর স্নিগ্ধতা দেখে মনে হয়, কি প্রয়োজন ছিলো তথাকথিত আধুনিক হবার। এই নির্মল নিখাদ জীবনটা হাজার গুনে ভালো ছিলো।

শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্যিই আমরা আধুনিক হতে গিয়ে আমাদের নির্মল নিখাদ জীবনটা হারিয়েছি। আর হারিয়েছি আমাদের সুন্দর প্রকৃতি।

অনেক ধন্যবাদ আপু। ভাল থাকুন শুভকামনা। :)

৪৬| ১৭ ই জুন, ২০১৬ রাত ১:১০

মানবী বলেছেন: বেগম ভিখারুন্নিসার পাশে ডাঁযানো পাচক বিখ্যাত "ফখরুদ্দিন বাবুর্চি" হতেও পারেন মনে হয়!!!

:-)

আর ঐ খাসি জবাই করছেন যিনি তিনি সত্যিই রাজাকার? সাধারন ভালো মানুষ নন, রাজাকার এমনটা কিভাবে নিশ্চিত হওয়া যায়!

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমিও বুজতে পারতেসি নাহ। । :)

তবে নিজে নিজে অনুমান করে নেন। :D

আবারো শুভকামনা আপু।

৪৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন একটি পোস্ট ।

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

আপনার অনুপ্রেরনায় প্রীত হলাম।

ভাল থাকুন নিরন্তর। :)

৪৮| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কালনী নদী বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়ে ভালোলাগল!!

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে প্রিয় কালনী নদী।

ভাল থাকুন সেই শুভকামনা....। :)

৪৯| ২০ শে জুন, ২০১৬ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,



কি অদ্ভুত সুন্দর! ছিল আমাদের দেশ।


এখন শুধুই হাহাকার ঘেরা ইটের বস্তি হয়েছে এদেশ !!!!!!!

২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জী এস ভাই পুরনো ছবিতে বাংলাদেশের রূপ দেখলে মনটা হু হু করে উঠে। ভাবি আরো ১০০ বছর আগে কেন পৃথিবীতে আসলাম না।

বাংলা এই সৌন্দর্য স্বচক্ষে উপভোগ করতে পারতাম।

আমাদের পূর্বপুরুষরা দেখত চারদিকে ফুল-ফলের গাছে ভরা তার মাঝে বসতি,
আর আমরা দেখি ময়লা-আবর্জনায় ভরা গিঞ্জি ইটের বস্তি।

ভাল থাকুন ভাই। :)

৫০| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

একটি ভাল পোস্ট দিয়ে আবার হাওয়া। নতুন পোস্ট দিন।

এই পোস্ট এতদিন প্রিয়তে না নিয়ে আমি অপরাধ করেছি।
ক্ষমা করে দিয়েন।

২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল আছি। :)

নতুন পোস্টের কাজ চলছে দিব শীঘ্রই।

আপনার অপরাধ মাফ করা যাবে না। কিছু মানুষের অপরাধ মাফ করা যায় না। :P

শুভ কামনা রইল বিজন দা। ভাল থাকুন নিরন্তর।

৫১| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেন টাইম ট্র্যাভেলএ অতীত থেকে ঘুরে এলাম !
সুন্দর পোস্টে ভাল লাগা ।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ গিয়াস ভাই।

ভাল থাকুন নিরন্তর। :)

৫২| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: অতুলনীয় একটা পাওয়া। যা আজানা অনেক অনুভূতির স্বাদ আস্বাদন করায়। এধরনের আরো..চাই। শুভেচ্ছা ও অভিনন্দন।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্যে।

ভাল থাকুন। আপনাকেও শুভেচ্ছা ও অভিন্দন আমার ব্লগ বাড়িতে। :)

৫৩| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: ১৯৭২ সালের তুরাগ নদী ছবিটা পুরাই রূপকথার মতো সুন্দর

২৪ শে জুন, ২০১৬ সকাল ১০:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ছবিটাও রূপকথাই। :((

ভাল বলেছেন উদাসী ভাই। :P

৫৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৮

কল্লোল পথিক বলেছেন:



অসাধারন পোস্ট।
পুরা যাদুঘর।

২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন শুভকামনা নিরন্তর। :D

৫৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

আবুল হায়াত রকি বলেছেন: আসলেই ছবিগুলা দূর্লভ। ভাই।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। :)

ভাল থাকুন শুভকামনা।

৫৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: অনেক ঐতিহাসিক ছবি দেখে ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ প্রামানিক।

আশা করি সুস্থ্য আছেন। :)

৫৭| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪১

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বিভিন্ন চাপে ব্লগে আসা হয়ে ওঠেনা। এসে খুব ভাল লাগল। ভাল থাকবেন।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার ভাল লাগায় আমি আনন্দিত।:)

ভাল থাকুন নিরন্তর।

চাপ কমিয়ে ব্লগে নিয়মিত হোন।

৫৮| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪১

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বিভিন্ন চাপে ব্লগে আসা হয়ে ওঠেনা। এসে খুব ভাল লাগল। ভাল থাকবেন।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা রইল।

৫৯| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

গোফরান চ.বি বলেছেন: অসম্ভব ভালো পোস্ট। ভালো লাগলো ব্রো। + এবং প্রিয়তে।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভাল থাকুন সুস্থ্য থাকুন।

শুভকামনা। :)

৬০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন হয়ে গেল ভাই। এবার নতুন পোস্ট দেয়াটা আসে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কেমন আছেন ভাই? :)

নতুন পোস্ট শেষ পর্যায়ে দিয়ে এই সপ্তাহেই.........।

আগাম ঈদ মোবারক ভাই। !:#P

৬১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।

অনেক অনেক ভালোলাগা রেখেগেলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। :)

ঈদ মোবারক রইল আপনার প্রতি.........। !:#P

৬২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: অসাধারণ একটি পোস্ট। খুব খুব খুব ভাল লেগেছে।অতীতের ঢাকাকে দেখে মনে হচ্ছে কারফিউ জারি করা হয়েছে। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপু|।

ঈদ মোবারক। :)

৬৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। :)

সেই সাথে আপনাকে ও আপনার পরিবারকে জানাই ঈদের শুভেচ্ছা। !:#P

৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

চানাচুর বলেছেন: ভাল্লাগছে পোস্ট :D

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)

শুভকামনা জানবেন।

৬৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০

শুপ্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। পরান ডা জুরাইয়া গেলো। অনেক অজানা কে জানা গেল।

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই্।

ভাল থাকুন শুভকামনা। :)

৬৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

শাব্দিক হিমু বলেছেন: ১৮০০ শতকের ছবি সংগ্রহ বিষয়ক বিস্তারিত একটু জানতে চাই। কতটা সম্ভব আসলে। ক্যামেরার জন্ম কি তখন হয়েছিল?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হিমু ভাই আপনি এই পোস্টটি পড়ে দেখতে পারেন। আশা করি অনেক উত্তর পেয়ে যাবেন। :)

view this link

ভাল থাকুন ভাই।

৬৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

কালীদাস বলেছেন: চমৎকার কালেকশন। এই হল ব্লগে ইরেগুলার হওয়ার কুফল, রেয়ার ভাল পোস্ট মিস হয়ে যায়।
আহ, ব্রিটিশ আমলে ঢাকা শহর কত সুন্দর ছিল। এবং স্ট্রাকচারটাও ইউরোপিয়ান কমন টাইপের ছিল, শহরের সেন্টার হচ্ছে ওল্ড টাউনে বা লাগোয়া এবং এর সাথেই থাকবে শহরের সেন্ট্রাল রেইল স্টেশন। গুলিস্তানের কাছাকাছি যে রেলস্টেশন ছিল ফুলবাড়িয়ায়, নয়া জেনারেশনের অনেকে হয়ত জানেই না। পুরানো ঢাকার চৌদ্দটা বাজিয়ে ছেড়েছি আমরা জগাখিচুরি বাণিজ্য বিতান বানিয়ে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পরিকল্পিক পরিকল্পনা না থাকলে এমনই হয় কালিদাস ভাই।

খুবই খারাপ লাগে ভাই।

ব্লগে রেগুলার হয়ে যান। কি আমিও এখন ইরেগুলার হয়ে গেছি। :)

৬৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বিজন ভাই কেমন আছেন?

ভাই লেখার কনসেপ্ট পাচ্ছি না। :``>>

৬৯| ০১ লা মে, ২০১৭ রাত ২:৪২

আমি তুমি আমরা বলেছেন: এক বছর হয়ে গেল ভাই। এবার নতুন পোস্ট দেয়াটা আসে।

০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্লগিংটা ভূলে গেছি ভাই। :``>>

চেষ্টা করতেছি ফিরে আসার...

কেমন আছেন ভাই?

৭০| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনের মতো পোষ্ট।

১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন। :)

৭১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'চেয়ে চেয়ে দেখলাম!''

১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
স্বাগতম লিটন ভা্‌ই।

শুভেচ্ছা রইল। :)

৭২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর পোষ্ট+

১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভা্ই। :)

৭৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,








২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জী এস ভাই।

আপনার প্রতিও রইল ঈদ মোবারক। ভাল থাকুন নিরন্তর। !:#P

৭৪| ২৮ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



বিশালভাবে মিস করেছিলাম।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধণ্যবাদ চাঁদগাজী ভাই।

ভাল থাকুন নিরন্তর।

বিশাল মিস কিছুটা হলে কেটেছে বোধহয়? :)

৭৫| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন: অসাধারন সুন্দর

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ অপু ভাই।

শুভকামনা। :)

৭৬| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর!

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নকিব ভাই,

আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৭৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন :)

৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। :)

৭৮| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



ছবি দেখলাম, এবার কিছু শুনি

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অপেক্ষা করুন প্রিয় ব্লগার। :)

আপাতত সময় দিতে পারছি না।

৭৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ছবিগুলি ভালো লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আন্তরিত ধন্যবাদ আপু।

আপনার সিরিজটাও ভাল হচ্ছে। :)

৮০| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

মলাসইলমুইনা বলেছেন: টাইম মেশিনে করেতো অতীতে নিয়ে গেলেন একেবারে ! অনেক ফটোই আগে দেখিনি | খুব সুন্দর ঢাকার হারানো দিনের ফটোগুলো | ভালো লাগলো |

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমাদের দেশটা কত সুন্দর ছিল এই ছবিগুলো দেখলে বুঝা। বর্তমানে শুধুই আফসোসের গল্প। :(

সেই অতীতে আর ফিরো যাওয়া যাবে না তাই ছবি দেখে দুধের স্বাধ ঘোলে মেটালাম।

ভাল থাকুন নিরন্তর। :)

৮১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন????

নতুন পোস্ট তাহলে আর দিবেন না??

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আলহামদুলিল্লাহ ভাল আছি বিজন ভাই।

আপনি কেমন আছেন?

নতুন পোস্ট শিগ্রই দিচ্ছি ভাই। :``>>

৮২| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।
এবার নতুন পোস্ট না দিলে অনেক রাগ করবো আপনার উপর।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি ভাই।

এবার অবশ্যই একটা পোস্ট দিব ইনশাল্লাহ।

আপনি কেমন আছেন। ভাল আছেন নিশ্চয়ই

৮৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো উপভোগ করবো।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভকামনা রইল। :)

৮৪| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৩৭

অন্তরন্তর বলেছেন: দুঃখিত। এতগুলো প্রশ্নের মধ্যে একটা মাত্র কমন পড়েছে। ১৯৭৫ ঢাকার রাজপথ। আমি ফেলটুস ছাত্র।
আসলেই ছবিগুলো অনেক দুষ্প্রাপ্য। আমার মনে হইছিল আমি এই পোস্টে কমেন্ট করেছিলাম। কিন্তু পাইলাম না। শুভ কামনা। অনেক দিন পর আপনাকে দেখলাম।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

একটা কমেন্ট ভূলে ডিলেট হয়ে গেছিল হতে পারে আপনার। তারজন্য লজ্জিত। :``>>

শুভকামনা নিরন্তর।

৮৫| ৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা ভালোলাগা এবং ভালোলাগা

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

ভাল থাকুন, সুস্থ্য থাকুন সপরিবারে.......।শুভকামনা রইল :)

৮৬| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:০৫

বিজন রয় বলেছেন: এবার একটি নতুন পোস্ট দিন আর ব্লগে নিয়মিত হন।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এবার থেকে নিয়মিত হচ্ছি দাদা।

আপাতত পাঠক হিসেবে, লেখক কবে নাগাদ হব বলতে পারছি না।

অনেক ধন্যবাদ, ভাল থাকুন সপরিবারে শুভকামনা রইল।

৮৭| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এজন্যই প্রচুর পরিমাণে ছবি তোলা দরকার এবং সেগুলো আর্কাইভে রাখা দরকার।

২২ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সত্য কথা বলেছেন ভাই।
আর বর্তমানে ফেসবুক ও নেট থাকতে আর কোন চিন্তা নাই।

এখন সবাই ছবি তুলে ফেসবুকে নাহলে অন্যান্য মাধ্যমে ঠিকই আপলোড করে রাখে।

৮৮| ২২ শে জুন, ২০২০ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম আপনার সুন্দর নিকটির টানে। কি সুন্দর মিষ্টি নাম আপনার নিকটির। এসে পেলাম পরমামৃত।এক কথায় অসাধারণ পোস্ট। +++++

কিন্তু দীর্ঘ দিন ধরে আপনার মত বরেণ্য ব্লগারের অনুপস্থিতির কারণ বুঝলাম না। মনে যাই থাকুক সেটা নিয়ে অনধিকার চর্চা করবো না। শুধু অনুরোধ করবো আবার ব্লগে নিয়মিত হোন। আমরা আপনার সুবাদে বঙ্গভূমির রঙ্গের সন্ধান লাভ করি।

শুভেচ্ছা নিয়েন।

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন দাদা আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টর করছি। আশা করছি শীঘ্রই ফিরতে পারব ইনশাল্লাহ।

ভাল থাকুন নিরন্তর। শুভকামনা রইল আপনার ও পরিবারের প্রতি। :)

৮৯| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ব্লগে সাম্প্রতিক আপনার পদচারণা দেখে এসেছিলাম যদি কোনো নুতন পোস্ট পাই...

আপনারা কেন যে আর ব্লগে পোস্ট দিচ্ছেন না..... বিষয়টি খুবই বিষণ্ণের।

৯০| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪১

মেহবুবা বলেছেন: অভিভূত!
আমাদের অতীত চোখের সামনে, ধন্যবাদ ।
নর্থব্রুক হল, মির্টফোর্ড হাসপাতাল, গড়াই নদী, টঙ্গী ব্রীজ অনবদ্য, তেজগাঁও বিমানবন্দর অনবদ্য ।

প্রিয়তে নিতে হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.