নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মত আমি

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা

মাহামুদ রোমেল

মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মাহামুদ রোমেল › বিস্তারিত পোস্টঃ

অর্থ নয়, ক্রিকেট চাই

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বোর্ড সভাপতি বলেছেন, বিসিবি এখন কৌশলী অবস্থান নিয়েছে। আইসিসির অন্য সহযোগী দেশগুলার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে যাবে তারা। কিন্তু কথা হচ্ছে, সবার সমস্যা এখানে এক নয়। বাংলাদেশ যেখানে টেষ্ট খেলতে পারা না পারার সন্ধিক্ষনে দাঁড়িয়ে সেখানে দু-একটি ছাড়া অন্য দেশগুলার অবস্থা তেমন নয়। তাই সবাই যা চিন্তা করে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ একইভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবার আগে খেলতে পারাটাকে প্রধান্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। অন্যরা হয়ত আর্থিক লাভালাভের ব্যাপারগুলা চিন্তা করে সিদ্ধান্ত নিবে কিন্তু আমাদের খেলার সুযোগ থাকবে কি থাকবে না তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু এই প্রস্তাব পাশ হলে বাংলাদেশের খেলার সুযোগই কমে যাবে সেহেতু অন্য দেশগুলার অবস্থান যাই হোক বিসিবিকে এর বিপক্ষেই দাঁড়াতে হবে। আমরা আস্থা রাখি বিসিবিতে, আশা করি তারা ষোল কোটি জনতার পক্ষে থাকবে। যদি এর ব্যাতিক্রম হয়, যদি অর্থ বা অন্য কোন প্রলোভনে পড়ে বিসিবি ষোল কোটি বাঙ্গালীর হ্রদয় ভাঙ্গে তবে বিসিবিকে ভাঙ্গতেও বাঙ্গালি দ্বিধা করবে না। সো BE CAREFUL ......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ফিলিংস বলেছেন: অবশ্যই ভাল কিছু হবে...।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

রাজীব বলেছেন: সবতো দাদাদের হাতে আগেই বন্ধক দিয়ে রাখা হয়েছে। এখন পাবলিকের সাথে কৌশল করা হচ্ছে।

তবে উনি সত্য বলেছেন, ওনারা ঠিকই কৌশল করছেন।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নবকবি বলেছেন: পুরা দেশ ভারতের কাছে বাল সরকার বন্ধক দিয়া রাখছে। ....বিসিবি সভাপতি যান বলছেন শেখানো বুলি আর কি। নাটক ভালই চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.