নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইশা আ এর অহংকার চূর্ণ এবং শবে কদরের তাৎপর্য ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৫০

শবে কদরের তাৎপর্য
***********
একদিন নুর নবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন । নবীজী বললেন
ইশা আ একদিন গর্ব করে আল্লাহর নিকট জানতে চাইলেন , হে মাবুদ বর্তমান যামানায় মনে হয় আমার চাইতে বড় বুজুর্গ আর কেউ নেই । মহান আল্লাহ পাক ইশা আ কে বললেন হে ইশা মিথ্যা অহংকার করনা । সামনে একটা পাহাড় আছে ঐ খানে যাও জবাব পেয়ে যাবে । ইশা আ পাহাড়ে প্রকাণ্ড একটা পাথর দেখতে পেলেন । আল্লাহ বললেন পাথরে তোমার হাতের লাটি দ্বারা আঘাত কর । ইশা আ আঘাত করলেন । পাথর ফেটে গেলে সেখানে একজন বৃদ্ধ দরবেশ কে দেখতে পেলেন । হাতে তসবি , জিকিরে মশগুল , লা ইলাহা ইল্লাল্লাহ । ইশা আ অবাক হয়ে দরবেশ কে প্রশ্ন করলেন আপনি কত বছর এ অবস্থায় পাথরের মধ্য আল্লাহর জিকিরে মশগুল । দরবেশ বললেন ৪০০ বছর ।
ইশা আ বললেন তাহলে নিশ্চয় আপনি আমার চাইতে বড় বুজুর্গ । দরবেশ মাথা নাড়িয়ে বললেন ।, আখেরি যামানায় এমন একজন নবী আসবেন তার নাম মোহাম্মাদ সাঁ । তার উম্মতের একরাত্রির এবাদত আমার ৪০০ বছরের এবাদতের সমান । সাহাবায়ে কেরাম ঘটনা শুনে
আশ্চান্নিত হয়ে নবীজীকে প্রশ্ন করলেন ইয়া রাছুলাল্লাহ এর মর্মার্থ কি । নবিজির নিকট সাথে সাথে ওহি নাযিল হল । সুরা কদর । ইন্না আনযালনা হুফি লাইলাতুল ক্বাদরই । ওমা আদ্রাকা মা লাইলাতুল কাদ্রি । লাইলাতুল কাদ্রি খাইরুম মিন আলফি শহ্রি। অর্থ শবে কদর রাত্রি
হাজার মাস রাতের চাইতেও অতি উত্তম ।
এ রাত্রি হল রমজানের ২৭ তারিখ রাত ।
ইশা আ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং আমাদের নবীজীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নিকট দরখাস্ত করলেন । ইশা আ এর দরখাস্ত আল্লাহ কবুল করলেন । তাই ইশা আ কে আল্লাহ পাক জীবিত ৪রথ আকাশে উটিয়ে নিলেন । দাজ্জালের যামানায় ইশা আ আবার তিনি আমাদের নবীজীর উম্মত হয়ে দাজ্জাল কে নাশ করে ৪০ বছর রাজত্ব করবেন ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২৭ তারিখ কোথাও লেখা নেই। শেষ ১০ দিনের বিজোড় রাত্রিতে তালাশ করতে হবে। ফিক্সড ২৭ তারিখ ভাবার কোন কারণ নেই। ধন্যবাদ...

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: তা টিক আছে তবে অনেক মুহাদ্দেস কেরামগন ২৭ তারিখ কেই প্রাধান্য দেয় । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.