নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে সরকারী নীতিমালা ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:২২

ফেসবুক ব্যাবহারের শর্তসমুহ ।
*************
১। অশ্লীল অসামাজিক কুরুচি সম্পন্ন কোন ছবি , অংকন বা অন্যকিছু আপলোড করা যাবেনা । যদি এমনটি হয় তাহলে প্রথমে তার আইডি লাইভে চেঞ্জ ওয়ার্নিং বার্তা প্রেরন করা হবে । ২য় বার ভুল করার সাথে সাথে তার আইডি বাতিল হওয়ার সম্ভবনা ১০০% ।
২। এমন কোন রাস্টবিরুধি বা অশালিন মন্তব্য করবেন না যার জন্য আপনার আইডি বাতিল হতে পারে ।
৩।অন্যর আইডি বা ছবি বা লেখা ব্ল্যাকমেইল করবেন না ।
৪। ব্যাবসা বানিন্য , বিজ্ঞান প্রজন্ম খেলা ধুলা শিক্ষা সাহিত্য সংক্রিতি ধর্ম যে বিষয় নিয়েই স্ট্যাটাস দেন সটিক তথ্য উপস্থাপনে মনযোগী হবেন ।
৫। সাইবার আইন এর আওতায় যে ধরনের গোপন তথ্য পাঁশ হলে আপনার নিকটতম আত্মীয় বা বন্ধুর জীবনের ক্ষতি হতে পারে এমন তথ্য প্রদান থেকে বিরত থাকুন।
৬।গনমাধ্যম এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য উপাথ্য উপস্থাপন নির্ভরশীল হওয়া চাই ।
৭।বিজ্ঞাপন ব্যাসাবানিজ্য সহ সব ধরণের স্ট্যাটাস ভুয়া বা জালিয়াত যেন না হয় সেদিকে দৃষ্টিপাত চাই।
৮।স্বাধীন মতামত যেন অন্যর অন্তরায় হয়ে না দ্বারায় সেদিকে দৃষ্টিপাত ।
৯। সামাজিক যোগাযোগ ফেসবুক এর সকল কার্যক্রম হবে স্বচ্ছ নির্ভুল এবং পরিবারের সবার কেত্রে ব্যাহহার উপযোগী একটি
আধুনিক নির্ভরশীল দিক দর্শন।
১০।ফেসবুক হোক শিক্ষা , চেতনা, স্বাস্থ্য , উন্নয়ন ও রহস্য উদঘাটনের একটি আধুনিক দিকপাল।
বিধি কার্যক্রমে
বাংলাদেশ ফেসবুক এডমিন কর্ত্রীপক্ষ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

ট্রিপল আর বলেছেন: বেকুব সরকার ;)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সরকার বলে কথা

২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

রুবিনা পাহলান বলেছেন: হিহিহি...............................................সরকারী নীতিমালা একটাই.........কেউ কাউকে ইনবক্স করলে তাৎক্ষনিক তার আইডি বন্ধ করে দেয়া হবে..............

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকটা কাব্জাব হবে ।

৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

ডি মুন বলেছেন: বহুদিন পর ব্লগে এসে আপনার পোস্ট পড়ে ফেসবুক বিষয়ক সরকারী নীতিমালার অনেক বিষয় জানতে পারলাম। নাইলে খবর আছিল !!!

ব্লগে প্রতিনিয়ত যে পরিমাণ বিনোদনের খোরাক আপনি যোগাচ্ছেন তাতে করে আপনার নাম ব্লগ-ইতিহাসে অমর হয়ে রইবে। :)

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ ডিমুন । বিনোদন কতটুকু দিতে পারছি জানিনা অবে পাঠকের ভাল্লাগাই আমার আনন্দ ।

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩

কালনী নদী বলেছেন: হায় হায় এখন আমার কি উপায়।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: ধুর এসব আবার কিছু নাকি ।

৫| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৮

কালনী নদী বলেছেন: গরীব মানুষ ভাই এদের জীবনটা্ই বড়লোকদের কাছে অভিশাপ।

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: এজন্য ধরয্য চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.