নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বেতার যন্ত্র আবিষ্কারের ধারনা দিয়েছিল বড়পীর আব্দুল কাদির জিলানী রা ।

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮

আশ্চর্য কাহিনী
************
আধ্যাত্মিক মহামানব বড়পীর গাওছে পাক আব্দুল কাদের জিলানী রা বহু দূর দূরান্তে গিয়ে ওয়াজ নছিহত করতেন । ভক্ত আশেকগন মধুর বানী শ্রবন করে দলে দলে ইসলামের ছায়া সুশীতলে হেদায়েত প্রাপ্ত হতেন । বাগদাদের দূরবর্তী স্থানের কিছু লোক পীর সাহেবের নিকট গিয়ে বললেন , হুজুর আপনার ওয়াজ আমাদের প্রানের গভীরে স্থান লাভ করে কিন্তু ৩০০ মাইল দূর থেকে এসে আপনার অয়াজ শুনা আমাদের পক্ষে সম্ভব নয় । যদি বিশেষ কোন ব্যাবস্থা করে দিতেন তাহলে এত দূর আর আসতে হতনা । বড়পীর সাহেব ভক্তগণের বাড়ীতে
গেলেন । একটা হাতের আশা বা খুটা বাড়ীর মধ্যখানে স্থাপন করলেন । খুঁটির চারদিকে একটা বৃত্ত আঁকলেন । এবার ভক্তগন কে বললেন
আমি হাজার মাইল দূর থেকে যদি অয়াজ করি তাহলে এই লাটির বৃত্তে এসে তা শুনা যাবে ।ভক্তগন দূর থেকে এভাবে বড় পীর সাহেবের কথাবার্তা বা বানী শুনে আধ্যাত্মিক ফায়েজ অর্জন করতেন । সেই থেকেই বেতার তরঙ্গ আবিষ্কারের ধারনা জন্মে বিজ্ঞানীদের মনে ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩

আহা রুবন বলেছেন: কিন্তু পীর সাহেবের বাণী যারা শুনলেন, তার সেই ভক্তরা বিজ্ঞানী হলেন না, হল গিয়ে জগদীশ চন্দ্র আর মার্কনি?

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই মহান অলির ভক্ত বিজ্ঞানীদুজন । ১ম কমেন্টের জন্য ধন্যবাদ ।

২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:



পরিবেশটাই নস্ট করে দিলেন

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: মহান অলিগন সম্পর্কে বাজে ধারনা কেন ? ছিঃ ।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোত্থেকে পান এসব?

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: মহান অলিগন সম্পর্কে বাজে ধারনা কেন ? ছিঃ ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাই আপনি কি এর আগে পাবনা ছিলেন ????

৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৭

কালীদাস বলেছেন: এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: এইডা কী?

ব্যঙ্গ? বিদ্রুপ? সারকাজম? প্রলাপ? আলাপ? কন্সপিরেসি থিওরি?

আমি হতবাক। আমি বিস্মিত। আমি বিমূঢ় (বানান ভুল)।

পরিবেশ বন্ধুর জয় হোক। এভাবেই আমাদের সামনে আরো অনেক অজানা তথ্য তুলে ধরেবেন আশা করি। তবে দয়া করে যে বস্তু খায়া এই জিনিস লিখসেন, সেইটা অফার করবেন না। ফেঁসে যেতে পারেন। দিনকাল ভালা না।

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: হে বন্ধু প্রিয়জন শেষ পক্ষে আপনিও ওদের সাথে তাল মিলালেন ।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩০

মাদিহা মৌ বলেছেন: এটারে কী বলব? ধর্মান্ধতা? সেটাও তো এমন ইলজিক্যাল না!

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: মহান অলিগন সম্পর্কে বাজে ধারনা কেন ? ছিঃ ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ওয়াও।
এইটা হইলো আসল ইতিহাস রে পাগলা। বাকি সব গাজা খেয়ে লেখা। ইতিহাস জানতে হলে পরিবেশ বন্ধুর ব্লগ পড়তে হবে।

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: অলি অর্থ আল্লাহর বন্ধু । তাদের কত আশ্চর্য ইতিহাস । যা একমাত্র মহান অলিগন দেখাতে পারেন । মূর্খরাই না বুঝে তর্ক করে । আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুন ।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

ইমরান আশফাক বলেছেন: এই ধরনের ভুয়া পোস্ট দিয়ে আপনি কি হাসিল করতে চান?

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: মহান অলিগন সম্পর্কে বাজে ধারনা কেন ? ছিঃ ।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২

অন্তু নীল বলেছেন:
টেলিভিশন আবিষ্কারের গল্পঃ

রেডিওর পরে ভক্তগন বড়পীর সাহেবের কাছে আবদার করলেন "পীরসাহেব আপনারে দেখতে চাই"।
যেই কথা সেই কাজ।

বড়পীরএকটা হাতের আশা বা খুটা বাড়ীর মধ্যখানে স্থাপন করলেন । খুঁটির চারদিকে একটা বৃত্ত আঁকলেন । বৃত্তের ভিতরে একটা কাঁসার থালা রাখলেন। এবার ভক্তগন কে বললেন আমি হাজার মাইল দূর থেকে যদি ওয়াজ করি তাহলে এই লাটির বৃত্তে এসে তা দেখতে পারবে।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিবেশ বন্ধু দেখি বোম ফাটাইয়া দিলেন!! =p~ =p~

১২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩২

সাহসী সন্তান বলেছেন: চাঁদগাজী বলেছেন: পরিবেশটাই নস্ট করে দিলেন! =p~ =p~ =p~

ভন্দু, কবিতা ছেড়ে হঠাৎ আধ্যাতিক জগতের দিকে মনোনিবেশ করলেন কবে থেকে? আপনার কাহিনী পইড়া তো আমি টাস্কি খাইয়া বাকরুদ্ধ হইয়া গেলাম! গ্রীনিচ বুকে নাম উঠাইতে আর কত দেরি, পাঞ্জেরী! ;)

আগামীবার নো-বেল পুরষ্কার আপনারই হবে, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নাই! :P

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: জীবনটা ষোল আনাই মিছা, এখনো কত্তো কিছু জানার বাকী B:-)

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০২

বাবাজান বলেছেন: সত্যি কথাটাই লিখেছেন ভাই আপনি..! আর যারা কমেন্ট করছে বিরুদ্ধে তারাই হয়তো গাজা খেয়ে এসেছে...

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: সটিক মন্তব্যর জন্য ধন্যবাদ ।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৯

রানার ব্লগ বলেছেন: :-/ :#) B-))

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: সবই বুঝলাম তবে আব্দুল কাদের জিলানী রা কি বুঝলাম না! আসলে ওনার নামের পরে রা নাকি র হবে সেটা জেনে নিবেন ভাই।

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: মহান অলিদের নামের শেষে রাহমাতুল্লাহ লেখা হয় । রাহমাতুল্লাহ এর খাট রূপ রা ।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: সবই বুঝলাম তবে আব্দুল কাদের জিলানী রা কি বুঝলাম না! আসলে ওনার নামের পরে রা নাকি র হবে সেটা জেনে নিবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.