নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি ফিরে আসবে সেদিন

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭

তুমি ফিরে আসবে সেদিন


দিনক্ষণ ঠিক নেইই
সময়ের হিসেব নেই
শুধু মনে আছে
পান্ডুর কোন দুপুরে
ভেসে যাওয়া মেঘেদের দলে
উড়ায়ে দিয়ে মন
অপেক্ষায় ছিলাম আমি
তুমি আসবে কখন।

মেঘ ভেসে গেল দূর নীলিমার পাণে
চন্দ্র-সূর্য-তারা-নক্ষত্ররাজি
সমর্পিত হলো মহাজাগতিক শক্তির কাছে।
পাহাড়-নদী-সাগর-বাতাস সবই
ফিরে গেল আপন বলয়ে।
শুধু ফিরে আসা হলনা তোমার।
তাই আমি আজও
উড়ে যাওয়া মেঘের পাণে তাকিয়ে,
সাগর-নদী-পাহাড়ের গায়ে কান পেতে,
তোমার আগমনী গান শুনি আর
আশায় প্রকম্পিত হই
এই বুঝি তুমি এলে।

আজও আমি সময়ের প্রহর গুণি
ডুবডুবু সূর্যবেলার সন্ধিক্ষণে বসে।
এক এক করে হাজার-লক্ষ সূর্য
ডুবে গেল দিনান্তের অবসানে।
শুধু ফিরে আসা হলনা তোমার।
দিন-ক্ষণ-সময়ের হিসেব তাই
আমি করিনা আর।
তবু অপেক্ষায় থাকি
সময়ের গাণিতিক বিভাজন
মিথ্যে হয়ে যাবে একদিন।
তুমি ফিরে আসবে সেদিন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ বোন সুফিয়া।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজও আমি সময়ের প্রহর গুণি
ডুবডুবু সূর্যবেলার সন্ধিক্ষণে বসে।
এক এক করে হাজার-লক্ষ সূর্য
ডুবে গেল দিনান্তের অবসানে।
শুধু ফিরে আসা হলনা তোমার।
তাইতো পথ চেয়ে বসে আছি, তুমি আসবে ফিরে কোন একদিন...

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখাটা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৩| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৯

আজাদ মোল্লা বলেছেন:
দিনক্ষণ ঠিক নেইই
সময়ের হিসেব নেই
শুধু মনে আছে
পান্ডুর কোন দুপুরে
ভেসে যাওয়া মেঘেদের দলে
উড়ায়ে দিয়ে মন
অপেক্ষায় ছিলাম আমি
তুমি আসবে কখন ।

অনেক অনেক ভালো লেগেছে লাইন কখানি ।
ভালো কবিতা সুফিয়া আপু ।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: আপনিও অনেক অনেক ভাল থাকুন। কবিতাটি পড়ার কন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজও আমি সময়ের প্রহর গুণি
ডুবডুবু সূর্যবেলার সন্ধিক্ষণে বসে।


বিশেষ কারো জন্যে অপেক্ষার প্রহর গোনাতেও আনন্দ আছে ।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬

সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: অপেক্ষার অবসান হোক। ভালো লাগলো কবিতা।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.