নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৬

ফুলের হাসি

একটি ফুলের হাসির অভাবে আমার পৃথিবী আলোহীন
প্রতিদিন থরে থরে শতেক ফুল ফোটে নামহীন।
শুধু একটি ফুল হাসলনা বলে
আমার সাজানো বাগান মলিন।

প্রতিদিন দামাল বাতাস এসে
ঢলে ঢলে পড়ে ফুলের গায়ে
প্রতিদিন ভ্রমর এসে কত কথা বলে চুমু খেয়ে
একটি ফুল যে আজও ফুটলনা
সে কথা কি কেউ কখনও মনে করে ?
হোকনা সে ফুল নামহীন, তবু
সে ফুলের অভাবে আমার পৃথিবী আলোহীন।

কতদিন কত কবিতা লেখা হয় ফুলকে ভালবেসে
কতদিন কত প্রেমিক হৃদয় হারিয়ে যায় ফুলের কাছে এসে।
একটি না ফোটা ফুল যে তাদেরকে
নিয়ে যেত অন্য স্বর্গলোকে
সে কথা কি কেউ কখনও মনে করে ?
হোকনা সে ফুল সৌরভহীন, তবু
সে ফুলের অভাবে আমার পৃথিবী আলোহীন।




আকুলিয়া মন


মন তুই আকুলিয়া প্রাণে
এত দুঃখ ঢালিস কেন গানে
তোর কি দুঃখ রাখার জায়গা কোথাও নাই ?
তোর বারমাসি গানে শুধু কাঁদে কেন বেদনারাই ?

তুই হারাতে গিয়ে অন্য প্রাণে
ঠাঁই পেলিনা সেই মনে
তাই কি রে তোর মনের মাঝে
অথৈ সাগর খেলা করে ?
সেই সাগরে ডুব দিবি এমন সাথীও নাই।

তুই নামলি যদি গভীর জলে
উঠলি কেন খালিহাতে ?
তোর কাখের কলসী ভরলনা তবে
ঘরে ফেরার কি হাল হবে ?
একলা পথে তোর কি কেউ চলার সাথী নাই ?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক আপনাকে। ভাল থাকুন সব সময়।

২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: দুটোই ভালো লেগেছে।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকুন সব সময়।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮

তুষার কাব্য বলেছেন: দারুন লেগেছে দুটো কবিতাই ।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য আপনাকে। ভাল থাকুন সব সময়।

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

সুমন কর বলেছেন: ফুলের হাসি বেশী ভালো লেগেছে।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন কর। ভাল থাকুন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে সেলিম আনোয়ার। ভাল থাকুন সব সময়।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫

অর্বাচীন পথিক বলেছেন: আপুর লেখার তো জবাব নেই :)


শুভেচ্ছা রইল আপু

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক আপনাকে। ভাল থাকুন সব সময়।

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর +++

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.