নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মা যখন লাশ

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩

মা যখন লাশ


মা আমার ঘুমাইয়্যাছে
খাঁচার পাখি উইড়া গেছে
উইড়া গিয়া লুকাইছে পাখি অচিন ঠিকানায়।
আমি কেমন করে ভাঙাবো সেই ঘুম
কোন সে অছিলায়।

মা----মাগো-----মা।
তোরে এত ডাকছি পরাণ খুইলা
চোখের জলে নদী বহাইয়া
তবু মা তোর সাড়া মিলেনা।
সন্তানের ডাক কি তোর কানে পৌঁছেনা
তুই কি ঘুম ঘুমাইলি রে মা
ভাসাইয়া আমায় অকূল দরিয়ায়।

দূর আকাশে পূর্ণিমার চাঁদ
ভেঙে দিয়েছে আঁধারের বাঁধ
আতর গোলাপের সুবাস ছড়াইয়া
মা আমার আছে শুইয়া
মায়ের মুখের হাসির নিচে
চাঁদের হাসি হারাইয়া গেছে
মায়ের সেলাই ছাড়া সাদা জামায়
চান্দি পসর রাত চমকায়।

আমি ভাবি এই দুনিয়ায়
থাকবো কেমনে মা হারাইয়া।
ওগো আল্লাহ-----
আল্লাহ তুমি দয়ার সাগর
তবু বুঝিনা তোমার ছল
মা ছাড়া এই দুনিয়ায়
এতিম আমি অসহায়
বুঝেও তুমি কেন বুঝলানা।

১৩-০২-০৯

(বি.দ্র. - ২০০৯ সালে আমার মা যেদিন মারা যান সেদিন মাকে দাফন করার পর এই কবিতাটি লিখেছিলাম। আজ এতদিন পর কবিতাটি খুঁজে পেয়ে মায়ের জন্য মনটা কেঁদে উঠল।)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: আপনার মা পরকালে ভালো থাকুক এই কামনা করছি।

দূর আকাশে পূর্ণিমার চাঁদ
ভেঙে দিয়েছে আঁধারের বাঁধ

পুরো কবিতার টোনের সাথে বোল্ডকৃত অংশটা ঠিক যায় না। ভাইঙ্গা দিছে লিখলে ঠিক হতো।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকুন সব সময়।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: কিছুটা গানের মতো হয়েছে।


আপনার মা'র আত্মার শান্তি কামনা করি।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।

৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫

শান্তি প্রিয় একজন মানুষ বলেছেন: আজ ৩০/০৮/২০০৫ইং তারিখে আমার মা মারা যান। আপনার কবিতাটি হৃদয় ছুয়ে গেল। মায়ের জন্য মনটা আবার কেদে উঠলো।দোয়া করবেন।

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

সুফিয়া বলেছেন: আপনার মায়ের আত্মার শান্তি কামনা করছি। আপনিও ভাল থাকুন সব সময়।

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

অর্বাচীন পথিক বলেছেন: এটা পড়ে খুব ভয় লাগছে আমার
"আমার মা কে আমি খুব ভাল বাসি"

সে না থাকলে আমার কি হবে !! :(( এটা ভাবতেই আমার কান্না এসে যাচ্ছে :(

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

সুফিয়া বলেছেন: কিন্তু এটাই সত্যি যে একদিন তাকে হারাতে হবে। আমার মা বেঁচে থাকতে আমারও এরকম হতো। কিন্তু আম্মা যখন মারা গেলেন এরপর দেখলাম কি আশ্চর্যজনকভাবে আমরা সব সয়ে গেছি। এটাই বাস্তবতা। দোয়া করি আপনার আম্মা আরও অনেকদিন আপনাদের মাঝে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকুক।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.