নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো হে শিক্ষাগুরু

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

ক্ষমা করো হে শিক্ষাগুরু

আমার এ লজ্জা মুছে দাও হে কালের বৈভব
সময়ের ক্ষত দূর করে দাও যতটা পারো।
আমার শিক্ষক লাঞ্চিত হয় তার ছাত্রদের হাতে
এতো পিতার লাঞ্চনা তার সন্তানের হাতে,
মাতার লাঞ্চনা তার বুকের ওমে বড় করে তোলা
আত্মজের কাছে। কিংবা তারও বেশি।
এ আমাদের জাতির লজ্জা
বইব কেমন করে ?

এ লজ্জা দেখিবার আগে
আমার চৈতন্যের সবগুলো দুয়ার কেন
বন্ধ হয়ে গেলনা চিরতরে ?
আমার শিক্ষক তিল তিল করে
নিজের সবটুক জ্ঞান-গরিমা ঢেলে দিয়ে
সম্ভাবনার স্বপ্ন বুনেছেন তার ছাত্রদের মনে।
সেই সম্ভাবনাময় তরুণদের হাতে লাঞ্চিত হয়ে
আমার শিক্ষক যখন
বুকের যন্ত্রণা ভুলতে আশ্রয় নেন
জলাধারের কাছে।
লেখনির কবর রচনা করেন পরিতাপের যন্ত্রণা ভুলতে।
তখন আমাদের এ লজ্জা রাখার জায়গা কোথায় ?
তাই তুমিই পারো হে সময়ের বিহঙ্গ পথিক,
আমাদের সব লজ্জা-যন্ত্রণা মুছে দিয়ে
সেই শিক্ষকদের সামনে দাঁড় করাতে অবনত শিরে।

আমরা ক্ষমা চাই সেই তোমাদের কাছে
হে আমাদের শিক্ষাগুরু।
সময়ের মূর্খতার বাহনে চড়ে আমরা
তোমাদের করেছি যন্ত্রণাকাতর।
তোমরা পারতো ক্ষমা করো আমাদের।
তোমাদের মান রাখতে পারিনি আমরা
তাই ব্যর্থতার সব দায়ভার মাথায় নিয়ে
করজোড়ে ক্ষমা চাইছি তোমাদের কাছে।


তোমাদের হৃদয়ের প্রসন্নতা,
চিন্তার উদারতা,
কথার মোহময়তা,
জ্ঞানের গভীরতা,
ভালবাসার নিস্কলুষতা,
বুদ্ধির প্রখরতা
সবকিছু ঢেলে দিয়ে গড়ে তোলা
তোমাদের স্বপ্নের সৌষ্টব মূর্তি আজ
ভেঙে পড়েছে তোমাদেরই সামনে।
নিজের সৃষ্টির এ পরাজয় দেখতে চাওনি তোমরা।
তাই আজ তোমাদের বুকের গভীরে তৈরি হয়েছে রক্তের প্রসবন।
সেটা খরস্রোতা নদী হয়ে
ভাসিয়ে নিয়ে গেছে আমাদেরকেও।
আমরা তোমাদের সমব্যথী হে শিক্ষাগুরু।
কিন্তু তোমাদের যন্ত্রণার দহন দূর করার ক্ষমতা আমাদের নেই।
তাই প্রার্থনা, হে মহাকালের আরাধ্য সময়,
আমাদের এ লজ্জা মুছে দিয়ে যাও।
দূর করে দাও এ ক্ষত।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

কেলকুলাস বলেছেন: সুন্দর কবিতা লিখে শিক্ষকদের মনের যন্ত্রণা কমবে কী না জানি না , তবে নিজের দায়বোধের বোঝা হালকা হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা লেখার জন্যে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সুফিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হে মহাকালের আরাধ্য সময়,
আমাদের এ লজ্জা মুছে দিয়ে যাও।
দূর করে দাও এ ক্ষত।


ক্ষোভ আর ঘৃণা প্রকাশ ছাড়া আমাদের কিছুই যে করার নেই ---------

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.