নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

সেই ঈদের দিনে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

সেই ঈদের দিনে
আমি ছিলেম ছোট্ট অতি
তাল-তমালের নীড়ে।
ঈদের দিনে খুশীর আনন্দে
নতুন জামা পরে
পাড়াময় ঘুরে বেড়াতাম
খেতের আইল ধরে।
আব্বার সাথে দল বেঁধে
যেতাম সবে ঈদের মাঠে।
মাঠের পাশে জমত মেলা
মন থাকত সেথায় পড়ে
কখন কিনব খেলনাপাতি, হাতি-ঘোড়া।
ভাই-বোন আর প্রাণের সই মিলে
ধূলি উড়ানো মেঠোপথ ধরে
হারিয়ে যেতাম অনেক দূরে
ভিন গাঁয়ের পথে।
ধান-কাউন আর মটরশুটি
সবুজ-শ্যামলের হাতছানি
সবকিছুকে বেঁধে রাখতাম
আমাদের খুশীর ডোড়ে।

আজ ঈদ এসেছে ঈদ এসেছে বলে
মন আমার নাচেনা আর
আগের মতো করে।
হারিয়ে যাওয়া পথের বাঁকে
হারিয়ে গেছে সে।
আমি এখন হারাই শুধু
অঢেল স্মৃতির ভীড়ে।
মন চায় ফিরে যেতে সেই ঈদের দিনে।
আগের মতো মেলায় যেতে বাবার হাত ধরে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

অন্ধবিন্দু বলেছেন: আমি এখন হারাই শুধু
অঢেল স্মৃতির ভীড়ে।


হুম। স্মৃতি কাতর করলেন। ভালোলাগা রইলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.