নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

খনার বচন - প্রথম পর্ব।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬

আমরা সকলেই খনার বচনের কথা শুনেছি। কিন্তু খনার বচনগুলোআমরা খুব কম মানুষই পড়ে দেখেছি। সম্প্রতি সেই সুযোগ আমার হয়েছিল বগুড়ায় বেড়াতে গিয়ে। পল্লী উন্নয়ন একাডেমি (RDA ) বগুড়া, এর গেষ্ট হাউজে থাকার সুবাধে এ সুযোগ আমার হয়েছিল।
খনার বচনগুলো টিনের পাতে লিখে একাডেমির বিভিন্ন বাগানে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। সেগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি আমি। শুধু আমি নই। গেষ্ট হাউজের আরও অনেক অতিথিকে দেখেছি খুব ভোরে খাতা-কলম নিয়ে এগুলো লিখতে। বুঝেছি আমার মত আগ্রহী অতিথি আরও আছে। পাঠক বন্ধুদের উদ্দেশ্যে সেই খনার বচনগুলো এখানে শেয়ার করলাম।

১. সকালে শোয় সকালে উঠে
তার কড়ি না বৈদ্য লুটে।

২. ফল খেলে জল খায়
যম বলে আয় আয়।

৩. বারো মাসে বারো ফল
না খেলে যায় রসাতল।

৪. আলো হাওয়া বেঁধো না
রোগে ভোগে মরো না।

৫. আম, নিম, জামের ডালে
দাঁত মাজও কুতুহলে।

৬. নিত্য নিত্য ফল খাও
বদ্যি বাড়ি নাহি যাও।

৭. খালি পেটে খাবে কুল
ভর পেটে খাও মুল।

৮. তপ্ত অম্ল ঘন দুধ
যে খায় সে নির্বোধ।

৯. ঘোল, কুল, কলা
তিনে নাশে গলা।

১০. বেল খেয়ে খায় পানি
জির (কৃমি) বলে মইলাম আমি।

১১. পাতার কষে গাছের রসে
সকল রোগের ওষুধ আছে।

১২. খাই বসিলে বড়ই পেট
খাই খাইলে যমের ভেট।

১৩. বাসক পাতার এমন গুণ
পুরানো কাশে ধরায় ঘুন।

১৪. মঙ্গলে উষা, বুধে পা
যথা ইচ্ছা তথা যা।

১৫. ভরা পেট খায়
মরণ পাছে যায়।

১৬. আনারসের কচি পাতা করে কৃমিনাশ।
ফলের রসেতে হয় আমাশয় বিনাশ।

১৭. যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট
তত জ্বালে ভাত নষ্ট।


১৮. যে না শোনে খনার বচন
সংসারে তার চির পচন।

১৯. মাংস খেলে মাংস বাড়ে, দুধে বাড়ে বল
ঘিয়ে বাড়ে মস্তিস্ক, শাকে বাড়ে মল।

২০. গাই পালে মেয়ে
দুধ পড়ে বেয়ে।

২১. চাষী আর উর্বর মাটি
দুয়ে মিলে দেশটা খাঁটি।

২২. খরা ভুয়ে ঢালবি জল
সারা বছর পাবি ফল।

২৩. সবলা গরু, সুজন পুত
রাখতে পারে ক্ষেতের জুত।

২৪. উঠান ভরা লাউ শসা
ঘরে তার লক্ষীর দশা।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ পোস্ট!
অসাধারণ অভিজ্ঞতা, অনেকদিনের প্রজ্ঞা নিয়ে একেকটা বচন

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

সুফিয়া বলেছেন: আমারও এমনই অভিজ্ঞতা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। সাথে কিছু ব্যাখ্যা থাকলে আরো ভালো হত।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন। সাথে কিছু ব্যাখ্যা থাকলে আরো ভালো হত।

৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অপূর্ব!!! বগুড়া গেলে ওখানটায় ঢুঁ মারতে হবে একবার।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭

সুফিয়া বলেছেন: সেটাই ভাল হবে।

৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চমৎকার পোষ্ট। +

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.