নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিকন্যা

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন

সুমাইয়া বরকতউল্লাহ

আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকশান্স থেকে। \n\nশিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮, ২০০৯ ও ২০১০ (২য় পুরস্কার) ৩. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৪. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৫. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৬. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৭. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ৮. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১০. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১১. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার ১২. হরলিকস প্রথম আলো স্বপএর গল্পলেখা প্রতিযোগিতা ২০১৪ বিশেষ পুরষ্কার।

সুমাইয়া বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অক্টােবরের ৩১ তারিখ "বিয়ে দিবস" হোক

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

একটি বিয়ে দেশটা জুড়ে
ফেলছে দারুন সাড়া
একটি বিষয় মাথায় আমার
দিচ্ছে ভীষণ তাড়া।

অক্টােবরের ৩১ তারিখ
"বিয়ে দিবস" হোক
স্বামী-স্ত্রীরা এই তারিখে
ভুলে দুঃখ শোক-

নতুন জামা কাপড় পরে
ঘুরবে পাড়ায় দেশে
'ভালো আছি, সুখে আছি'
বলবে তারা হেসে।

কাটবে সেদিন ফূর্তি করে
নানান আয়োজনে
ভালো কাজে হাত বাড়াবে
খুশির প্রয়োজনে।

আসুক ফিরে প্রতি বছর
৩১ শে অক্টোবর
হাসিখুশিতে ভরে উঠুক
স্বামী স্ত্রীদের ঘর।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪

নগর বালক বলেছেন: জোশ জোশ

০১ লা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৩

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

রিয়াজউদ্দিন আহমেদ বলেছেন: একটি বিয়ের বরের থেকে, কত থেলেন ভাই!
এই কথাটা আমি, স্বত্বর জানতে চাই!

কবিতাও দেখি মুক্ত নয়, তেল মারা থেকে!
তাইকি কবিতা অবহেলিত, ছন্দের ঐ বাকে!

অনেক পুরুষ্কার যোগার করেছেন, এমন করেকি হায়!
এমন সৃষ্টির স্থায়িত্ব জগতে, চিরদিন নাহি পায়!

ছন্দ যিনি মিলিয়ে দেন হ্রদয় মাঝ থেকে!
পরারথে কিছু না হয় করেন, কৃতজ্ঞতা রেথে!

০১ লা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: বিয়ে দিবস খুব জরুরি, বিয়ে দিবস চাই
বিয়ে যদি করে থাকেন, তালি মারেন ভাই।

বিয়ে যদি নাইবা করেন, হিংসা করেন ক্যান?
না বুঝেই ছড়াখানি, দিয়ে গেলেন জ্ঞান!!

৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

রিয়াজউদ্দিন আহমেদ বলেছেন: জ্ঞান দেবার মত জ্ঞান, আমার তেমন নাই!
ততটুকু বলি আমি, যতখানী! সহজে বুঝতে পাই!
কবিতাটা কি বুঝলাম না, সেটা যানতে চাই?

একটা বুড়া করল বিয়া, লাফাইতাছেন তারে নিয়া!
বলবেন কি! ছোড মাইয়াডা, মধুচন্দ্রিমা করব কি দিয়া?

বিয়ে দিবস বানাইতে চান, সেটা হতে পারে!
আপনে কি বিয়া বইবেন, বুড়া বেডার দ্বারে?

উত্তর যদি হ্যা হয়, কিছু বলার নাই!
না উত্তর হইলে আমি, কিছু বলতে চাই!

বাপের অনেক দুলাল মাইয়া, চেহারাতে বলে!
দরিদ্রতা কাকে বলে, বুঝবেন না কোন কালে!

মাবতার ভন্ডামী মুখশ, পুরুষ্কারের জন্য!
দরিদ্রজন দরিদ্র থাকে, জোটে কম অন্ন!

মানুষের কষ্ট বেচে, পুরুষ্কার ‍অনেক নিলেন!
মানুষ কি পেল, সে খবর! নিতে না গেলেন!

বুড়া বেটার শুখের দিনে, বিয়ে দিবস চান!
মাইয়াডা কি শুখী হইবো,? কারো নাই তার জ্ঞান!!!

বিয়ে দিবস ছুতা মাত্র, তেলা মাথায় তেল!
এটা হল আত্মপ্রতারনা, প্রশংসা পাবার মেল!!!??????????


৪| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১

আবু শাকিল বলেছেন: রিয়াজউদ্দিন আহমেদ ভাই =p~ =p~ =p~

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আসুক ফিরে প্রতি বছর
৩১ শে অক্টোবর
হাসিখুশিতে ভরে উঠুক
স্বামী স্ত্রীদের ঘর।


ভাল কবিতা। তাই লাইক সমেত +




সবেচেয়ে ভাল লেগেছে দুই কবির কাব্যিক বাক্য বিনিয়ম। দুই জনের জন্য শুভ কামনা।





আর আমি যে ভাবে শেষ করি,


ভাল থাকুক খামছি বেগম........................

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: বুড়া বিয়া হইয়া গেল, কোন ছড়া হবে না এ নিয়ে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.