নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন নিনাদ

বাংলা ও বাংলাদেশ- আমার ভাগফল, আমার ভাগশেষ

সুমন নিনাদ

সুমন নিনাদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের চুচিল চমাজের জয় হোক

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০০

সানি লিওন যেহেতু শুধুমাত্র তার স্বামীর সাথেই ইয়ে ছবিতে ইয়ে করে সেহেতু সে সচ্চরিত্রবান পর্ণস্টার। আগে একবার বলেছিলাম আমাদের রাজনীতিকেরাও সানি লিওনের মত সচ্চরিত্রবান।

আজকে বুঝলাম, এই দলে শুধুমাত্র রাজনীতিকেরাই নয়। আরও একদল লোক আছে যারা ঠিক একইভাবে সানি লিওনের মত সচ্চরিত্রবান। হ্যাঁ, আমাদের দেশের সুশীল সমাজ ওরফে বুদ্ধিজীবি ওরফে জ্ঞানপাপীদের কথা বলছি।

পাশের দেশে দেখেও তো অনেক কিছু শেখা যায়। পান থেকে চুন খসলে সেখানে দলে দলে পদক ফেরতের হিড়িক পড়ে। আর আমাদের এখানে একে একে সব কোপায়ে ভাঁজ করে ফেললেও কেউ কিছু বলেনা। চুপ থাকলে বুঝি সামনের বছর একুশে পদকটা নিশ্চিত হয় আরকি।

চাপাতির কোপ যতদিন নিজের পশ্চাতদেশে না পড়বে ততদিন কেউ উহ-আহ-ইশ শব্দটিও করবে না। জয় বাংলা। জয় চুচিল চমাজ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাশের দেশে দেখেও তো অনেক কিছু শেখা যায়। পান থেকে চুন খসলে সেখানে দলে দলে পদক ফেরতের হিড়িক পড়ে। আর আমাদের এখানে একে একে সব কোপায়ে ভাঁজ করে ফেললেও কেউ কিছু বলেনা। চুপ থাকলে বুঝি সামনের বছর একুশে পদকটা নিশ্চিত হয় আরকি।

চাপাতির কোপ যতদিন নিজের পশ্চাতদেশে না পড়বে ততদিন কেউ উহ-আহ-ইশ শব্দটিও করবে না। জয় বাংলা। জয় চুচিল চমাজ।
+++

২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তাঁরা কোন গন্ডগোলে নেই । সুশীল সমাজকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হোক ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুকের কারো স্ট্যাটাস থেকে কপি করা। যাই হোক, এখন হলো তাঁদের জটিল সমস্যা। কথা কইলে 'নাস্তিকের দোসর' মৃত্যুর পর জানাজা, কবর নিয়ে ক্যাচাল। আর কথা না কইলে 'একুশে পদক'।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

সুমন নিনাদ বলেছেন: Click This Link
তালগাছ তো তালগাছের মতই চিন্তা করবে। লিঙ্ক দেখেন এটা ফেসবুকের কার স্ট্যাটাস থেকে কপি করা ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

সুমন নিনাদ বলেছেন: Click This Link

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমেন্ট ব্লক করে রেখেছেন কীভাবে লিংক দিবো।

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

সুমন নিনাদ বলেছেন: আপনার কাছে কোন লিঙ্ক চাইনি। বলেছি আমার ফেসবুকের লিঙ্ক দেখতে। কমেন্ট ব্লক করেছি তো কমেন্ট কিভাবে করছেন কাকু?

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কমেন্টের সাথে যখন ঐ স্ট্যাটাসের লিংক দিচ্ছি তখনই মন্তব্য পোস্ট হচ্ছে না। যাই হোক, আপেল মাহমুদ নামের একজনের স্ট্যাটাসের সাথে আপনার লেখার একটা অংশ(একুশে পদক সংক্রান্ত) মিলে গেছে। কাকতালীয়ও হতে পারে।

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

সুমন নিনাদ বলেছেন: পুরোটা পড়েন।

১০| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: তাঁরা কোন গন্ডগোলে নেই । সুশীল সমাজকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হোক ।
ঠিক বলেছেন-দাদাভাই রূপক বিধৌত সাধু,সু-শীল মানে সুন্দর নাপিতেরা শুধু স্বর খাওয়ার আশায় থাকে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.