নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলে কিনা বলে !!!

পাগলের চিকিৎসা হয় না , পাগলামির ওষুধ নাই ।

মহাজাগতিক পাগল

আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।

মহাজাগতিক পাগল › বিস্তারিত পোস্টঃ

কালোত্তীর্ণ পোস্ট মডার্ন অ্যাবসট্রাক্ট ওয়েডিং ফটোগ্রাফি :-&

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬





ফটোগ্রাফিকে আমরা এত দিন শিল্প হিসেবেই জানতাম । সাম্প্রতিক সময়ে ক্যামেরার দাম কমায় আর তরুণী ও বন্ধুমহলে ভাবের উচ্চদরের কারনে ডিজুস পোলাপানদের কাছে ডিএসএলআর ক্যামেরা এখন খুব ই আকাঙ্ক্ষিত এক বস্তু । ডিএসএলআর হস্তগত হওয়া মাত্রই এক্সপোজার , অ্যাপারচার , শাটার স্পিড , আইএসও সহ আরো অনেক কঠিন কঠিন শব্দ কপাচাইয়া উহারা পরদিন ই ময়দানে নামিয়া পরে ছবি তোলার জন্য । কাউয়ার ঠ্যাং , বগের বাসা , মুরগির ডিম , কুত্তার ল্যাজ টাইপ অতি উচ্চ মানের শিল্পত্তির্ণ (শিল্প কে ছাড়িয়ে বহুদূরে :D ) ছবি উহারা ক্যামেরা বন্দি করে আর নিজেই নিজের প্রশংসায় মুগ্ধ হইয়া বলে - " বাহ ! ক্যা ফটো খিচা হে ম্যায়নে "

এদের ছবিতে সাবজেক্টের চেয়ে নামের উপর ফোকাস থাকে বেশি । অমুক ফটোগ্রাফি , তমুক ফটোগ্রাফি ।

দল বাধিয়া শহরের সীমানা ছাড়িয়ে উহারা বহুদূরে যায় ক্যামেরা সহ নিজেদের পোট্রেইট তুলতে । দল বাধিয়া পোট্রেইট তোলাকে তাহারা ফটো ওয়াক বলিয়া থাকেন ।



ছবি তুলতে তুলতে যখন তারা একটু ক্লান্ত হইয়া পরেন তখন শুরু হয় আরেক পর্বের ।

-"এত দাম দিয়া ক্যামেরা কিনছি , টু পাইস ইনকাম হইলে সমস্যা কি ?"

এই চিন্তা থেকে তাহারা শুরু করে ওয়েডিং ফটোগ্রাফি ।



বছর দেড় আগেও ফেসবুকে ওয়েডিং ফটোগ্রাফি পেইজ ছিল ২-৩ টা যাদের ফ্যান সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক । আর এখন একেকজন ডিএসএলআরধারি ডিজুসের ই ওয়েডিং ফটোগ্রাফি পেইজ আছে লক্ষাধিক । এই সব পেইজে ওয়েডিং ফটোগ্রাফির নামে যে সব কৌতুক তারা ক্রমাগত পরিবেশন করে যাচ্ছে আসুন আজকে তার কিছু নমুনা দেখি ।







ছবিটার ব্যাখ্যা খোজার অনেক চেষ্টা করেছি , কোনভাবেই কোন ব্যাখ্যা দিতে পারিনি । শুধু মনে হয়েছে ঝলমলে পোশাকে দুই নর নারী আফ্রিকান জুলু নৃত্তে মত্ত ।



এবার দেখি পরের ছবি







যতটা না ওয়েডিং ফটোগ্রাফি তার চেয়ে বেশি অ্যাবসট্রাক্ট ফটোগ্রাফি মনে হয়েছে আমার কাছে । গায়ে হলুদের আসরে একজন কনে কেন গিটার হাতে থাকবে এই ঘটনার কোন ব্যাখ্যা আমি পাইনি । সম্ভবত ব্যাক্ষাতীত ফটোগ্রাফি -







এই ছবিটা দেখার পরে বিখ্যাত টোয়াইলাইট সিরিজের কথা মনে পরে গেল । মনে হচ্ছে বেলা ভ্যাম্পায়ার আর সে তার বরের রক্ত চুষে খাচ্ছে ।



সর্বশেষ ছবি







"খাইছি তোরে" - এই ছবির জন্য এর চেয়ে ভাল ক্যাপশন আর কি হতে পারে ? বেচারা মদন জামাই , বউ যেন ছাগলের দড়ি টানতেছে ।



সব ই ডিএসএলআর জমানার হালচাল ।



আপনি যদি নরমাল কামেরাধারী কেউ হন তবে সাবধান ! এদেরকে যেন আবার কিছু বলতে যাবেন না । আপনাকে একদম শুনিয়ে দেবে - "চালান তো পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা । পোস্ট মডার্ন ফটোগ্রাফির কিছু বোঝেন ?"

আসলেই , আমরা কি কিছু বুঝি ?

মন্তব্য ৮৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

নতুন বলেছেন: আপনাকে একদম শুনিয়ে দেবে - "চালান তো পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা । পোস্ট মডার্ন ফটোগ্রাফির কিছু বোঝেন ?"
আসলেই , আমরা কি কিছু বুঝি

=p~ =p~ =p~ =p~

বিদেশে বিয়ের জন্য প্লানিং করে... বছর ভরে... কিন্তু সেই বিয়েই অনেক সময় বছর টেকে না...

আমরাও সংসারের থাটি ভালবাসার খোজ না করে... মেকি ছবির দিকে ঝুকছি... :(


এখন কার অনেক বিয়ের ছবি দেখলে মনে হয়... মুভি সেটের ছবি...যেই রকম হিন্দি ছবিতে আমরা দেখি আরকি... :(

আপসুচ আমার বিয়েতে কোন অনুস্ঠানই করতে পারিনাই.. :| :|

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

মহাজাগতিক পাগল বলেছেন: একটা পোস্ট ম্যারেজ ফটোসেশন কইরা ফালান ;)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: হুম ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

মহাজাগতিক পাগল বলেছেন: :-* হুম

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

মারসেনারি বলেছেন: মারুফ ভাইয়ের সাথে কথা বললাম, উনি সামুর নাম জানেনা, এখন আসতে পারে, এরপর আপনার খবর আছে

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

মহাজাগতিক পাগল বলেছেন: ভাই আমি এমনিতেই ছোটলোক , আপনার থ্রেট এ খুব ভয় পাইছি B:-/

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

কোডব্লকার বলেছেন: মারুফ ভাইয়ের ফটোগ্রাফি দেখে কিঞ্চিত লজ্জা পাইলাম। :#> :#> :#>

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

মহাজাগতিক পাগল বলেছেন: :!> আমি ভয়ে আছি । প্রকাশ্য থ্রেট খাইয়া পেট খারাপ হয়ে গেল ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

তারিক মাহমুদ (তারিক) বলেছেন: এক পোস্টের থ্রু তে দেখলাম আপনি জ্যাজ মিউজিকের ফ্যান। তো, জ্যাজ নিয়ে কোন পোস্ট নাই যে? জ্যাজ নিয়ে একটা পোস্ট দেন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

মহাজাগতিক পাগল বলেছেন: আপনি ও কি জ্যাজ এর ফ্যান নাকি ? :D জ্যাজ নিয়া যে কি টাইপ পোস্ট দিমু বুইঝা উঠতে পারতেছি না । তয় জ্যাজ নিয়া পোস্ট দেওয়ার খুব ইচ্ছা আছে । আপ্নারে ধইন্নবাদ

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

দ্য ইমোশনাল বলেছেন: "চালান তো পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা । পোস্ট মডার্ন ফটোগ্রাফির কিছু বোঝেন ? :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মহাজাগতিক পাগল বলেছেন: :D জি না ভাই , সে কি আমার সাধ্যে কুলায় ?

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
কাউয়ার ঠ্যাং , বগের বাসা , মুরগির ডিম , কুত্তার ল্যাজ টাইপ অতি উচ্চ মানের শিল্পত্তির্ণ (শিল্প কে ছাড়িয়ে বহুদূরে ) ছবি উহারা ক্যামেরা বন্দি করে আর নিজেই নিজের প্রশংসায় মুগ্ধ হইয়া বলে - " বাহ ! ক্যা ফটো খিচা হে ম্যায়নে "


জটিল বলেছেন ভাই

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ ভাই , আপনার গ্রামের বাড়ি নিয়ে লেখা পোস্ট টা পড়লাম । ভাল লাগলো ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইল ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মহাজাগতিক পাগল বলেছেন: ভাল থাকার চেষ্টা চলবেই । আপনিও ভাল থাকবেন ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

দি সুফি বলেছেন: হে পাগলা কেমন আছেন ভাই? :D

"খাইছি তোরে" - এই ছবির জন্য এর চেয়ে ভাল ক্যাপশন আর কি হতে পারে ? বেচারা মদন জামাই , বউ যেন ছাগলের দড়ি টানতেছে । =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মহাজাগতিক পাগল বলেছেন: সুফি ভাই , ভালাছি :D আপনি কেমুন আছেন ? তের সাল এ আইলসামি বাড়ছে আমার ।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মহাজাগতিক পাগল বলেছেন: :-B ব্যক্তি বা প্রতিষ্ঠান কে আঘাত করা এই পোস্টের উদ্দেশ্য নয় । কেউ মিল খুজিয়া পাইলে ভাবিতে হইবে ঘটনা সত্য ।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

অচিন.... বলেছেন: আমি তো মুপাইল দিয়া ফডু উডাই B-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মহাজাগতিক পাগল বলেছেন: পোস্ট মডার্ণ মোবাইল ফটোগ্রাফি ? ;)

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

ভাগ্যবান বলেছেন: দেশে আসার সময়, একটা ডিএসএলআর কিনতে যাইয়াও কিনি নাই। কারন আমার আপু বলল বাংলাদেশে এখন ক্যামেরা হাতে থাকা একটা সস্তা ফ্যাশন। আর কাকের চেয়ে নাকি ক্যামেরাম্যান বেশী। সুতরাং আর কিনি নাই। দেশে আসার পর দেখলাম কথা সত্যি =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মহাজাগতিক পাগল বলেছেন: তবে ভাল ফটোগ্রাফার ও আছেন অনেক যারা স্টাইল এর উপর মনোযোগ না দিয়ে ফটোর উপর মনোযোগ দেন । এবং এটাই হওয়া উচিত । মোদ্দা কথা হল হালের সাথে গা না ভাসিয়ে দিলেই হল । তবে ক্যামেরাটা না কিনে ভুল ই করছেন । :P

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ভাগ্যবান বলেছেন: এইটা কিন্তু আমার নিকের প্রথম কমেন্ট ছিল। আপনার ব্লগিং লাকি হয়ে যাবে ;) ;) ;) ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মহাজাগতিক পাগল বলেছেন: এমনিতেই তের সাল শুরু , লাকের খুব দরকার B-) হ্যাপি ব্লগিং মিস্টার ভাগ্যবান ।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
মেজাজ চ্রম বিল্লা হয়া যায় এইসব দেখলে X( X(

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মহাজাগতিক পাগল বলেছেন: শীতকালে অত মেজাজ গরম হলে চলবে ? ওদেরকে ওদের মত উপায়ে বর্জন করতে হবে । ;)

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

মাক্স বলেছেন: খাইছি তোরে :P :P :P :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মহাজাগতিক পাগল বলেছেন: বউটা নিশ্চই বলতেছিল - চল তোরে কাচ্ছি করমু =p~

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মারসেনারি বলেছেন: মারুপ বাইরে পন দিছলাম, কয় আপ্নে কে , আমি কইলাম সামুতে আপ্নারে নিয়া এখান পিচার আসছে হেতে জিগায় পজেতিব না নেগেতিব , আমি কইলাম , আমি কইবার পারিনা, তবে পিচার তা আমার কুব বালা পাইছি, মারুপ ফকিরাগ্রাপার আমারে জিগায় সামু কিতা, পরে আমি বানান কইরা সামুর লিঙ্ক কইলাম, আমি শেষ মেশ জিগাইলাম আপ্পনার প্রি কত কয় ১২০০০ হাজাত থিকা স্টার্ট থিকা, কি করবাম কন

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

মহাজাগতিক পাগল বলেছেন: কালোত্তীর্ণ পোস্ট মডার্ন অ্যাবসট্রাক্ট ওয়েডিং ফটোগ্রফি তো আর ফ্রি না । পয়সা খরচ করতেই হবে B-))

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

মহাজাগতিক পাগল বলেছেন: কি জমানা আইলো , ১২০০০ হাজাত থিকা স্টার্ট লয় । তা সেলফ স্টার্ট না ম্যানুয়াল ? অফ যায় কখন ? :||

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

মহাজাগতিক পাগল বলেছেন: ফটোগ্রাফি না বাইকের কথা কইতাছেন ? :-&

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

নোবিতা রিফু বলেছেন: একশ্রেণীর সুবিধাখেকো পাবলিক ফটোগ্রাফিকে বালোগ্রাফিতে পরিণত করছে! এদের পিডাইন্যা দরকার... /:) /:) /:) X(

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

মহাজাগতিক পাগল বলেছেন: X(( আমি একা পিডাইতে পারমু না , সবার সম্মিলিত প্রয়াস চাই

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

ইন্সিত বলেছেন: ভাগ্যবান বলেছেন: দেশে আসার সময়, একটা ডিএসএলআর কিনতে যাইয়াও কিনি নাই। কারন আমার আপু বলল বাংলাদেশে এখন ক্যামেরা হাতে থাকা একটা সস্তা ফ্যাশন। আর কাকের চেয়ে নাকি ক্যামেরাম্যান বেশী। সুতরাং আর কিনি নাই। দেশে আসার পর দেখলাম কথা সত্যি =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

মহাজাগতিক পাগল বলেছেন: :( আমার ও একটা ক্যামেরা চাই

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন:
মনে তো হইতাছে বিয়ার অনুষ্ঠান । খানাপিনার ফডু কো ? B:-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মহাজাগতিক পাগল বলেছেন: ক্যামেরাম্যান খাইয়া ফালাইছে , আপনি ফটুক দেখেন B-))

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

ইলেকট্রিশিয়ান বলেছেন: পোস্টে পিলাচ

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মহাজাগতিক পাগল বলেছেন: মন্তব্য করতে দেরি করছ , তোমার কমেন্টে মাইনাচ ;)

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

িনদাল বলেছেন: এই সব পেইজ কই, সব তো একই পেইজের

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

মহাজাগতিক পাগল বলেছেন: দেওয়া শুরু করলে তো আর শেষ হবে না , আপাতত একটাই দিলাম ।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আমিনুর রহমান বলেছেন: কেমতে হবে !

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

মহাজাগতিক পাগল বলেছেন: কি ? কেমতে ?

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

ভালোরনি বলেছেন: কতো কিসিমের পাগল আছে দুনিয়ায়। কেউ নিজেরে পাগল কয়া মজা পায়, কেউ মাইনষেরে। যাই হোক কোনো কিছু নিয়াই বেশি আতলামি ভালা না।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মহাজাগতিক পাগল বলেছেন: একটু ব্যাখ্যা করেন । অশোভন জিনিশ আঙ্গুল তুলে দেখালেই কি আতলামি ? বেশি তো কিছু দেখি না , যথাযথই আছে বলে আমার ধারণা

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
কাউয়ার ঠ্যাং , বগের বাসা , মুরগির ডিম , কুত্তার ল্যাজ টাইপ অতি উচ্চ মানের শিল্পত্তির্ণ (শিল্প কে ছাড়িয়ে বহুদূরে ) ছবি উহারা ক্যামেরা বন্দি করে আর নিজেই নিজের প্রশংসায় মুগ্ধ হইয়া বলে - " বাহ ! ক্যা ফটো খিচা হে ম্যায়নে " =p~ =p~ =p~ =p~ =p~

ফডু-গ্রাফার হইবার মুঞ্চায় ! :( :( ;) ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

মহাজাগতিক পাগল বলেছেন: ফডু ওয়াকে জাইতে মুঞ্চায় :(( :(( :(( :>

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

মঈন আলী বলেছেন: মাত্র এক বসের ছবি দিয়াই অফ গেলেন ?? :(

এইরম আরো কিছু পোস্ট মডার্ন অ্যাবস্ট্রাক্ট ফুডো দেখান পিলিজ ..

:)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মহাজাগতিক পাগল বলেছেন: বস দের ছবি দেখতে হইলে একটু ধৈর্য ধরতে হইবে ।

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

িনদাল বলেছেন: মঈন আলী বলেছেন: মাত্র এক বসের ছবি দিয়াই অফ গেলেন ??

এইরম আরো কিছু পোস্ট মডার্ন অ্যাবস্ট্রাক্ট ফুডো দেখান পিলিজ ..

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মহাজাগতিক পাগল বলেছেন: বস দের ছবি দেখতে হইলে একটু ধৈর্য ধরতে হইবে ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

মহাজাগতিক পাগল বলেছেন:

এই যে নিদাল ভাই , আরেকখান ।

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

তারিক মাহমুদ (তারিক) বলেছেন: আপনার প্রিয়া ১০ জ্যাজ গান নিয়ে একটা পোস্ট দিয়া দেন। তাইলেই তো হয়।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মহাজাগতিক পাগল বলেছেন: জ্যাজ গানের চেয়ে জ্যাজ ইন্সট্রুমেন্টাল বেশি ভাল লাগে । আগে অনলাইনে কোথাও আপলোড করে নিই । তারপর পোস্ট দিচ্ছি । আপনাকে ধন্যবাদ । জ্যাজ লাভার তেমন কাউকে দেখি না । আপনার উৎসাহ দেখে খুব ভাল লাগছে ।

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

জিসসান বলেছেন: এই না হৈলো ছবি। সবুজ খান শুরু করেছিলো সেঈটা ধাপে ধাপে আগায় দারুন জায়গায় পৌছাইছে

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: :| জমানার হালচাল

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

শ।মসীর বলেছেন: ha ha ah ah :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: :> :> :>

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

অয়ন আহমেদ বলেছেন: খিকখিক।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মহাজাগতিক পাগল বলেছেন: ;)

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

মিনিওন বলেছেন: পোস্ট মডার্ন ডিজুস ফুটোগ্রাফি

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

মহাজাগতিক পাগল বলেছেন: ;) ;) ;)

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: সুফি ভাই , ভালাছি আপনি কেমুন আছেন ? তের সাল এ আইলসামি বাড়ছে আমার ।

আলহামদুলিল্লাহ, আছি ভালোই। আমিও ১৩ তে আইসা অলস হয়ে গেছি :D :D

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

মহাজাগতিক পাগল বলেছেন: আমার তো কুফা ও লাগছে :(( :(( :(( ফেরা কাটে না

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

অস্থির ভদ্রলোক বলেছেন: :D :D :-/ :-/ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

মহাজাগতিক পাগল বলেছেন: ;) ;) ;)

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

রাইসুল নয়ন বলেছেন: ব্যফুক মজা পাইলাম ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

মহাজাগতিক পাগল বলেছেন: ;) মজা লইতেই থাকেন ।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মহাজাগতিক পাগল বলেছেন: এত দিন কই ছিলেন ? B-)

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

অদ্বিতীয়া আমি বলেছেন: :-/ :-/ =p~ :P :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

মহাজাগতিক পাগল বলেছেন: ;) ;) ;) কি বুঝলেন ?

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

তামিম ইবনে আমান বলেছেন:

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

মহাজাগতিক পাগল বলেছেন: শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ ;) আকাশী দুলাভাই এর তো কোমর ভাঙ্গার অবস্থা ।

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

আশরাফুল সিয়াম বলেছেন: একবারে মনের মতন হইসে +++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মহাজাগতিক পাগল বলেছেন: :D বাস্তবতা

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: B:-/

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

মহাজাগতিক পাগল বলেছেন: :-B

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

সন্ধি মুহিদ বলেছেন: হেহেহে

২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৮

মহাজাগতিক পাগল বলেছেন: উহুহুহুহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.