নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলে কিনা বলে !!!

পাগলের চিকিৎসা হয় না , পাগলামির ওষুধ নাই ।

মহাজাগতিক পাগল

আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।

মহাজাগতিক পাগল › বিস্তারিত পোস্টঃ

সেইম এইজ রিলেশন - বিয়ে নিয়ে সমস্যা

১৩ ই মে, ২০১৩ রাত ১০:১৬

সেইম এইজ রিলেশন এর ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ের বিয়ের কথা চলে আসে । ছেলে বোঝানোর চেষ্টা করে আর মেয়ে কেঁদে কেঁদে বলে "আমি আমার বাবা মা কে কষ্ট দিতে পারব না । আমি বিয়ে না করলে উনারা কষ্ট পাবেন । বিয়ের পরে সব কিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে আসবো ।"



আমি বলি কি - থামেন !



আমাদের দেশের বাবা মায়েরা আমদের মনের খবর রাখেন না ।



ভালবাসার পথ সব সময় সহজ হবে একথা কেউ বলে নি । একটা সময় আপনাকে যুদ্ধ করতে হবে । বিয়ে করতে না চাইলে বেধে ধরে বিয়ে দিয়ে দেবে সেই সময় এখন না । আপনার জীবন নেওয়ার হুমকি দিলে আলাদা কথা । আর এমন হুমকি দিলে সে বাবা মা যে কেমন তা আশা কর এমনিতেই বোঝা হয়ে যায় ।



আপনি বিয়ে করতে না চাইলে আপনার বাবা মা কি করবেন ?

আমার মরা মুখ দেখবি - এইতো ? এমন মেলো ড্রামা সবাই করে ।



কিছুটা ইমোশোনাল পেইন আপনাকে ট্যাকেল দিতেই হবে ।

প্রেম করতে পারবেন আর একটু মুখে বলতে পারবেন না ? তাও সবটা বলতে বলছি না । বিয়ে করা সম্ভব না এত টুকু জেদ ধরে রাখতে পারলেই হবে ।



আজ বাবা মায়ের কথায় বিয়ে করি , কাল সব বাঁধা ভেঙ্গে চুরে তোমার কাছে চলে আসবো - মানে দু পক্ষকেই খুশি করার চেষ্টা । সবাইকে খুশি করতে চাইলে কাউকেই খুশি করতে পারবেন না । আর আপনি স্বামীর সংসার ছেড়ে চলে আসবেন , সেটা তো আপনার বাবা মা কে খুব সুখী করবে , তাই না ?



আপনার একটা ভুল সিদ্ধান্তে নষ্ট হবে আপনার বাবা মা , আপনার স্বামী , প্রেমিক এবং অনেক গুলো পরিবারের জীবন এবং সামাজিক অবস্থান ।



তার চেয়ে হাজার গুনে ভাল বাবা মা কষ্ট পেলেও বিয়েটা না করা ।



মেয়ে যদি বলে যে সে তার বাবা মা কে কষ্ট দিতে পারবে না তাহলে কিচ্ছু সম্ভব না । কিন্তু মেয়ে যদি তার ভালবাসার মানুষের সাথে থাকে তাহলে একটা সময় সে বাবা মা কেও পাবে , আর ভালবাসার মানুষটি তো থাকছেই ।



( আর যদি বিয়ে করেই ফেলেন , তাহলে ভালবাসার মানুষটির জন্য কোন আশা বা পিছুটান রেখে যাবেন না )



বিদ্রঃ এই লেখা অবশ্যই সত্যিকারের কিন্তু কনফিউজড যুগল দের জন্য , আর প্রেমিকাকে এক সাথে থাকার সেই গ্যারান্টি পুরুষ সঙ্গিকেই দিতে হবে । আপনাদের সবার জীবন সুখী হোক ।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩১

পাকাচুল বলেছেন: অনেক ধৈর্য্য লাগে। অনেক অনেক। উভয়কেই সেক্রিফাইস করতে হয় অনেক কিছু।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

মহাজাগতিক পাগল বলেছেন: বাংলাদেশের মত দেশে দুজনের কাছে থাকার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয় ।

২| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:৪৪

মিনিওন বলেছেন: বাপ মা বুঝে না ক্যানে ? :((

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

মহাজাগতিক পাগল বলেছেন: :| কি জানি ? ক্যান বুঝে না ।

৩| ১৩ ই মে, ২০১৩ রাত ১০:৪৯

শিপু ভাই বলেছেন:
আমি ভুক্ত ভোগী।

প্রেম করাও ঠিক না। প্রেম করে বিয়া করাও ঠিক না। প্রেমের জন্য বাবা মাকে ত্যাগ করা আরো ঠিক না।।...........এর চরম খেসারত দিতে হয়!!!

২০/২৫ বছর বাবা মা ভালোবাসছে-- আজ তাদের ভালোবাসাকে অবজ্ঞা করে দুইটা মিষ্টি কথা কওয়া একজনের জন্য তাদের ত্যাগ করলাম!!!-- এই মিষ্টি তিতা হইতে সময় লাগে না।

আমার চারপাশে ভালোবেসে বিয়ে করা এমন একজনকেও পাই নাই যারা খুব শান্তিতে আছে!!!

১৩ ই মে, ২০১৩ রাত ১০:৫৭

মহাজাগতিক পাগল বলেছেন: বিয়ে তো করি নাই , ব্যাপারটা বুঝতে পারি না । আবার ভালবাসলাম একজন কে বিয়ে করলাম আরেকজন কে - এইটাও তো কেমন । বিয়ের পর এম্নিতেও সংসারে ঝগড়া চলে আসে ।

৪| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:২১

শিপু ভাই বলেছেন:
এজন্য হিসাব কইরা প্রেম করা উচিত। চেহারা দেইখাই প্রেমে পইড়া মইরা যাওয়া ঠিক না।

১৩ ই মে, ২০১৩ রাত ১১:২৪

মহাজাগতিক পাগল বলেছেন: প্রেম কি আর হিসেব করে হয় , শিপু ভাই ;) ? প্রেমে উস্টা খায় :D

৫| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৩০

মিনেসোটা বলেছেন: ভাই সুখে থাকতে ভূতে কিলায়? প্রেম করে দিন চালিয়ে যান, বিয়ে কেন করবেন?

১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৪

মহাজাগতিক পাগল বলেছেন: ভাই , আমার প্রেম ঘটিত কোন সমস্যা নেই । কিন্তু আসে পাশের কয়েকজন কে এই প্রব্লেম ফেইস করতে দেখে আর না লিখে পারলাম না । সারা জীবন প্রেম করে কাটাই দিতে পারলে তো হতই । কিন্তু সে কথা মানবে কে ? ;)

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:০৩

মিজভী বাপ্পা বলেছেন: আপনার লেখাটি খাপছাড়া লাগল।শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে খটকা লাগল।তবে অনেকেই বলে সেইম এইজ মেরিজ নাকি করা ঠিক না।

কিন্তু আমার মতে কেন যেন ঠিক মনে হয়।কারণ উভয়ের আন্ডারস্টেন্ডিং ব্যাপার বলে কিছু আছে।

১৪ ই মে, ২০১৩ রাত ১২:১১

মহাজাগতিক পাগল বলেছেন: ভালবাসলে সেইম এইজ কোন প্রব্লেম না । কিন্তু মধ্যবিত্ত পরিবার গুলতে সেইম এইজ প্রেম বেশির ভাগ সময় ই পুর্নতা পায় না ।

৭| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৩

স্বপনবাজ বলেছেন: শিপু ভাইরে প্লাস

১৪ ই মে, ২০১৩ রাত ১২:৩৮

মহাজাগতিক পাগল বলেছেন: :D

৮| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বিয়ার ক্ষেত্রে বয়স কোন সমস্যা না ।

তবে ইদানিং দেখতাছি কিছু কিছু মেয়ে যখন তাদের বয়স থাকে ১৬ তখন তাদের আচরন থাকে ৩০ বছরের মহিলাদের মতো , আবার ৩০ বছরের মেয়েরা দেখছি বয়স লুকায় ! বুঝলাম না কারন কি !


স্ত্রীর বয়স একটু কম হইলে পাকনামি কম করে এটা ঠিক , তবে অনেক সময় তাদের অনেক স্বিদ্ধান্ত সংসারে সুখ এনে দেয় ।

১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪০

মহাজাগতিক পাগল বলেছেন: বিবাহিত ব্যাপার স্যাপার তো বুঝি না । তয় একদম চুপ চাপ মেয়ের চেয়ে একটু চটপটে মেয়ে বোধহয় সংসারের জন্য ভাল ।

৯| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৩৮

দি সুফি বলেছেন: শিপু ভাইয়ের সাথে একমত। ছোটবেলা থেকে যেই মা-বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, তাদের অমতে বিয়ে করে আদতে সুখি হওয়া সম্ভব নয়। এই কারনে আমি নিজেও প্রেম করার বিরোধী। কিন্তু কিছু কিছু ভুল শুধরানো সম্ভব হয়না!

১৪ ই মে, ২০১৩ রাত ১:৪৫

মহাজাগতিক পাগল বলেছেন: প্রেম বিরোধী হবেন কেন ? :-&

১০| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৪০

প্রিন্স হেক্টর বলেছেন: একটাও প্রেম করতে পারি নাই, বিয়ে তো দূরের ব্যাপার। তাই ভাবতিছি কি কমেন্ট করুম? #:-S #:-S #:-S

১৪ ই মে, ২০১৩ রাত ১:৪৩

মহাজাগতিক পাগল বলেছেন: ভাবা ভাবি ছাড়াই যে কমেন্ট করলেন #:-S

১১| ১৪ ই মে, ২০১৩ রাত ২:০৫

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: প্রেম বিরোধী হবেন কেন ?

সহজ হিসাব, আপনি যদি মেয়ে হন, সম্ভবনা খুবই বেশি আপনার মা-বাবা আপনার প্রেম মেনে নিবে না (মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করুন, উচ্ছবিত্তের দিকে না তাকাই), সুতরাং আমার আগের কমেন্টের সাথে মিলিয়ে দেখুন! আর আপনি যদি ছেলে হন, সেক্ষেত্রে যদি আপনার পরিবার রাজিও হয়, আগের সূত্রমতে মেয়ের পরিবার কিন্তু রাজি হবে না!
সুতরাং কি দরকার ঝামেলার! প্রেম-ভালোবাসা যা আছে, বউয়ের জন্য জমা করে রাখেন, সংসার বেশি সুখের হবে! আগেই দিয়ে ফেললে, বিয়ের পরে দেয়ার মত তেমন কিছু থাকবে না! ;)

১৪ ই মে, ২০১৩ রাত ২:১১

মহাজাগতিক পাগল বলেছেন: ভাই , আমি তো প্রেম করি না । আর বউ যে বাবা মায়ের চাপে বিয়ে করে নাই তা ই বুঝবো ক্যাম্নে ? আর অফিসে গেলে ফোনালাপ যে চলবে না তার ই বা গ্যারান্টি কি ? :| ভাবতেছি জাপানী মাইয়া বিয়ে করমু । ;)

১২| ১৪ ই মে, ২০১৩ রাত ২:১৮

দি সুফি বলেছেন: গ্যারান্টি নাই :D তবে বিয়ের পূর্বেই এসব ব্যাপারে খোলামেলা আলোচনা করে নেয়া উচিত। নয়ত পরে তিল থেকে তাল হয়ে যাবে!
আর আমি একটা কথায় বিশ্বাস করিঃ নিজে ভাল থাকলে, প্রতিদানও ভাল হয় (যেকোন কিছুর ক্ষেত্রেই)!

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৪

মহাজাগতিক পাগল বলেছেন: এইটা ঠিক বলছেন - নিজে ভাল থাকলে, প্রতিদানও ভাল হয়

১৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:২৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: বিদ্রঃ এই লেখা অবশ্যই সত্যিকারের কিন্তু কনফিউজড যুগল দের জন্য

আপনার কথার সাথে সহমত নিয়েই বলতে চাই--বয়স যাই হউক--ভালবাসায় কেবল খাদ থাকলেই কনফিউশন তৈরী হয় সেটা ছেলে মেয়ে যে কারো ক্ষেত্রে। খাদ না থাকলে তারাই নিজেরা একটা উপায় বের করে নেবে।

নিখাদ ভালবাসায় বাবা-মায়েরা আজকাল বাধা হয়ে দাঁড়ায় বা বাধা হয় বা খুব বেশী বেঁকে বসে খুব কম ক্ষেত্রেই।

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৬

মহাজাগতিক পাগল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ :)

১৪| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:১৩

স্বপ্নরাজ্য বলেছেন: শিপু ভাই বলেছেন:
এজন্য হিসাব কইরা প্রেম করা উচিত। চেহারা দেইখাই প্রেমে পইড়া মইরা যাওয়া ঠিক না।

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:২৪

মহাজাগতিক পাগল বলেছেন: হুম

১৫| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৩২

আমি বিবেক বলছি বলেছেন: মেয়েরা তো বুঝতেই চায় না শ্বশুর বাড়ির লোকদের বিয়ের পরে প্রাধান্য না দিলে সংসারে চরম অশান্তি হবে আর নাইলে ছেলেটিকে একদম একটা গবেটের মতন তার পরিবার ছেড়ে চরম একাকীত্বে পড়তে হবে।

হাফ প্রগতিশীলতার সাইড এফেক্ট

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৪২

মহাজাগতিক পাগল বলেছেন: ভাল বলেছেন - হাফ প্রগতিশীলতার সাইড এফেক্ট

১৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

সাদেকুর বলেছেন: আপনি বাবা/মা হলে কি করবেন???

১৭| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৪

শিপু ভাই বলেছেন:
এইজ সেম হইলেও ছেলে আর মেয়ের পরিপক্কতা সেম হয় না।

মেয়েরা ম্যাচিউরড হয় ছেলেদের চেয়ে আগে। এজন্য ২০ বছরের মেয়ের জন্য ৩০ বছরের ছেলে পারফেক্ট!!!

১৮| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: বিয়ের পরে বউএর সাথে প্রেম করাই সবচেয়ে ভাল... :-B :-B

১৯| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লেখা খাপ ছাড়া, সহমত।

বিয়ের পর সবকিছু ছেড়ে আসা যায় নাকি? যত্তসব!!

আমার এক কাজিন ও উনার হাজবেন্ড দুজনের মধ্যে বয়সের ডিফ্রেন্স মাত্র ১ মাস। দুজন এক সাথে মেডিক্যালে পড়েছেন। পরে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন। আমার দেখা সবচেয়ে বেস্ট কাপল। দুজন চাকরির পাশাপাশি এখনও পড়ালেখা করছেন। একজন আরেকজনকে পড়ালেখায় হেল্প করেন। উনাদের বাসায় গেলে দেখি, দুজন দুই রুমে বসে পড়ছেন। একসাথে বিসিএস পরীক্ষা দেন, এফসিপিএস এর পড়া পড়েন, অনেক ভাল লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.